শিক্ষা খবর

এখন থেকে আর গণহারে অনার্স-মাস্টার্স পড়ানো হবে না: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‌‘এখন থেকে আর গণহারে অনার্স-মাস্টার্স পড়ানো হবে না। এসব বিষয় নিয়ে চিন্তা-ভাবনা করছে সরকার। কারণ, উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমরা শিক্ষাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছি। রবিবার (১৩ মার্চ) লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলার কাকিনা উত্তরবাংলা কলেজে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এ কথা জানান তিনি।

 

শিক্ষামন্ত্রী বলেন, এমপিও নীতিমালার বাহিরে গিয়ে কোনো প্রতিষ্ঠান সরকারি করা হবে না। সরকারিকরণ হতে হলে অবশ্যই এমপিওর যে শর্তগুলো আছে সেগুলো পূরণ করতে হবে। সব শিক্ষাপ্রতিষ্ঠান সরকারিকরণ করা হবে না বলেও জানান তিনি।দীপু মনি বলেন, ‘নীতিমালা অনুযায়ী কোনও ধরনের সুপারিশ ছাড়াই যেকোনও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত হবে। কোনও নেতা, মন্ত্রী কিংবা অন্য কোনও উপায়ে এখন আর এমপিওভুক্তির সুযোগ নেই।

 

তাই যেসব শিক্ষা প্রতিষ্ঠান নীতিমালার শর্তপূরণে ব্যর্থ, তারা কোনোভাবেই এমপিওভুক্তি পাবে না। এজন্য সবাইকে এমপিওভুক্তির নীতিমালার আলোকে শর্তপূরণ করতে হবে।’ শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষার্থীদের সারাক্ষণ শুধু ক্লাস আর ক্লাস। সারাক্ষণ পরীক্ষা। কোচিংয়ের মধ্যে ডুবে থাকে তারা। আমরা এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চাই। শিক্ষার্থীদের পড়াশোনা আনন্দদায়ক করতে চাই। এ জন্য এত পরীক্ষা নিতে চাই না।’

 

Education Minister Dr. Deepu Mani said, “From now on, honors-masters will no longer be taught en masse. The government is thinking about these things. Because, in keeping with the developed world, we are trying to take education forward. He said this at a discussion on the occasion of Bangabandhu’s birth centenary and the golden jubilee of independence at Kakina North Bangla College in Kaliganj Upazila of Lalmonirhat on Sunday (March 13).

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *