জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় বরাবর খোলা চিঠি

মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও জাতীয় বিশ্ববিদ্যালয় বরাবর খোলা চিঠি লিখেছে ২০১৫-১৬ শিক্ষাবর্ষ এর শিক্ষার্থীরা। নিম্নে চিঠিটি এডুকেশনন্স ইন বিডি পাঠকদের জন্য হুবহু দেয়া হল।

আপনারা অবগত আছেন যে, করোনা ভাইরাস বা কোভিড-১৯ এর প্রাদুর্ভাবের কারণে ১৮ মার্চ থেকে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের সব ধরনের শিক্ষা কার্যক্রম বন্ধ করা হয়। এমতাবস্থায় দেশের সব শিক্ষার্থীদের মতো আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। বিশেষ করে আমাদের মধ্যে যাদের অনার্স চতুর্থ বর্ষের (২০১৫-২০১৬ শিক্ষাবর্ষ) ফাইনাল পরীক্ষা চলমান ছিল তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি। উল্লেখ্য সরকার কর্তৃক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ জারি করার পূর্বেই আমরা অনার্স চতুর্থ বর্ষের পাঁচটি বিষয়ের পরীক্ষা সম্পন্ন করেছি। কিন্তু প্রায় তিনমাস ধরে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে আমাদের বাকি বিষয়গুলোর পরীক্ষা আটকে আছে। কবে এই পরিস্থিতি থেকে আমরা উত্তরণ পাব তারও কোনো নিশ্চয়তা নেই।

মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও জাতীয় বিশ্ববিদ্যালয় বরাবর খোলা চিঠি

আর যেখানে জীবন সংকটাপন্ন সেখানে এখনই পরীক্ষার কথা ভাবাও সমীচীন নয় বরং আমরা সরকারের যথাসময়ে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্তকে শ্রদ্ধা জানাই তবে আমাদের ভবিষ্যতের কথাও সরকার ও জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিশ্চয়ই বিবেচনায় রাখবেন। তাই আমরা চাই, আমাদের বাকি বিষয়গুলো মাস্টার্সের সঙ্গে সমন্বয় করে দিয়ে বিশেষ বিবেচনায় আমাদের অনার্স কোর্স এখানেই সমাপ্ত ঘোষণা করা হোক (প্রয়োজনে পরিস্থিতি একটু স্বাভাবিক হলে মৌখিক ও ব্যবহারিক পরীক্ষাগুলো নিজ নিজ কলেজে নেওয়া যেতে পারে)।

এক্ষেত্রে এবছরে অনুষ্ঠিত পরীক্ষাগুলো ও পূর্ববর্তী বছরগুলোতে অনুষ্ঠিত পরীক্ষাগুলোর সব বিষয়ে যারা কৃতকার্য হয়েছে তাঁদেরকেই যোগ্য হিসেবে গ্রহণ করুক এবং ওই অনুযায়ী আমাদের সিজিপিএ দেওয়া হোক। এক্ষেত্রে মাস্টার্সে ভর্তি হওয়াও বাধ্যতামূলক করা যেতে পারে। এ বছরের অবিশিষ্ট পরীক্ষাগুলোতে অন্যান্য শিক্ষাবর্ষের যারা পূর্বেই অকৃতকার্য আছে বা মান উন্নয়ন দেবে তাদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিকল্প ব্যবস্থা করতে পারে তবে অল্পকিছু অনিয়মিত শিক্ষার্থীদের জন্য আমাদের বহুসংখ্যক নিয়মিত শিক্ষার্থীদের বঞ্চিত করবেন না। এখানে উল্লেখ্য যে, অনেক পাবলিক বিশ্ববিদ্যালয় অনার্সে অনধিক দুই বিষয়ে অকৃতকার্য থাকার পরেও শিক্ষার্থীকে মাস্টার্সে ভর্তির সুযোগ দিয়ে থাকেন। অনিয়মিতদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই বিষয়টিও বিবেচনায় নিতে পারেন।

তাই আমরা মনে করি, এসব ব্যবস্থা গ্রহণ করলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেশনজট নিরসন করা যেমন সহজ হবে পাশাপাশি আমরা বিভিন্ন চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করতে পারব বা দেশের এই অর্থনৈতিক ক্রান্তিলগ্নে বিভিন্ন পেশায় নিজেদেরকে নিয়োজিত করে উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে দেশ ও পরিবারের পাশে দাঁড়াতে পারব। আশা করি, মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের ভবিষ্যতের কথা মাথায় রেখে আমাদের এই দাবি বিবেচনা করবেন।

বিনীত–
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার্থীদের পক্ষে *তৌফিক উমর *
শিক্ষাবর্ষ : ২০১৫-২০১৬
©ফেসবুক থেকে পাওয়া

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply