বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তিশিক্ষা খবর

নম্বর সেভ না করেই হোয়াটসঅ্যাপে মেসেজ করার নিয়ম

নম্বর সেভ না করেই হোয়াটসঅ্যাপে মেসেজ করার নিয়ম। অপরিচিত ব্যক্তির নম্বর সেভ করার অর্থ হল সেই ব্যক্তিও আপনার স্ট্যাটাস ও প্রোফাইল ছবি দেখতে সক্ষম হবেন। সেই ক্ষেত্রে আপনার গোপনীয়তা বলে কিছু থাকবে না। এই ক্ষেত্রে সচেতন ব্যবহারকারী অপরিচিত ব্যক্তির নম্বর সেভ না করেই জরুরি কথা সারতে চান। সেই সময়ে এই ধরনের কৌশল জানতে হয় ব্যবহারকারীকে।

 

প্রক্রিয়াটি খুবই সহজ। এই বিষয়ে একটি অফিশিয়াল শর্টকাট লিঙ্ক ব্যবহারকারীদের দিয়ে থাকে হোয়াটসঅ্যাপ। যা অনেক ইউজারই জানেন না। প্রক্রিয়াটি জানতে নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে

 

১ প্রথমে আপনাকে আপনার স্মার্টফোনে যেকোনও ব্রাউজার খুলে “https://wa.me/phonenumber” লিখতে হবে।

২ শুধু এই URL-এ ঠিকানা কপি-পেস্ট করবেন না। আপনাকে প্রথমে URL-এ “ফোন নম্বর”-এর জায়গায় আপনার মোবাইল নম্বর টাইপ করতে হবে।

৩ একবার আপনি আপনার নম্বর যোগ করলে URLটি দেখতে এইরকম হওয়া উচিত: “https://wa.me/99999999999

৪ আপনি এখন একটি সবুজ বক্স দেখতে পাবেন। যেখানে আপনাকে “চ্যাটিং চালিয়ে যেতে বলা হবে।

৫  শুধু এখানে প্রেস করলেই আপনাকে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে নিয়ে যাবে লিঙ্ক। এই সবের জন্য আপনার অনেক সময় লাগবে মনে হতে পারে। জানলে অবাক হবেন , মাত্র ১ মিনিটের মধ্যেই হয়ে যাবে পুরো কাজ।

 

Rules for messaging on WhatsApp without saving the number. Saving an unknown person’s number means that the person will also be able to see your status and profile picture. In that case, there will be no such thing as your privacy. In this case, the conscious user wants to make an emergency statement without saving the number of the unknown person. At that time, the user has to know this type of strategy.

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *