ক্যারিয়ারচাকরির বিজ্ঞপ্তি

বাংলাদেশ নৌবাহিনীর নাবিক ও এমওডিসি পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২০

বাংলাদেশ নৌবাহিনীর নাবিক ও এমওডিসি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। নৌবাহিনীর ওয়েবসাইট এ এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। নাবিক ও এমওডিসি (নৌ) পদে বি-২০২০ ব্যাচে ভর্তি নেওয়া হবে। বিভিন্ন পদে আবেদনের জন্য দেখে নিন বিস্তারিত নীচে তুলে ধরা হলো।

আরো পড়ুন- বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি

নাবিক ও এমওডিসি (নৌ) ভর্তি বি-২০২০ ব্যাচে নিয়োগ বিজ্ঞপ্তি 

আবেদনের শিক্ষাগত যোগ্যতা

ডিই বা ইউসি : বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীদের অবশ্যই জিপিএ ৩.০০ পেতে হবে। এসএসসি পরীক্ষায় উচ্চতর গণিত থাকলে এবং বিএন ডকইয়ার্ড কো-অপারেটিভ সোসাইটি টেকনিক্যাল ইনস্টিটিউট থেকে ‘এ’ গ্রেড প্রাপ্ত প্রার্থীরা নিয়োগে অগ্রাধিকার পাবেন।

মেডিকেল : জীববিজ্ঞানসহ এসএসসি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীদের অবশ্যই জিপিএ ৩.০০ পেতে হবে।

পেট্রলম্যান, রাইটার, স্টোর, কুক, স্টুয়ার্ড, এমওডিসি (নৌ): ন্যূনতম জিপিএ ৩.০০ পেয়ে এসএসসি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন।

টোপাস : পঞ্চম শ্রেণি পাস হলেই আবেদন করা যাবে এই পদে।

শারীরিক যোগ্যতা

সিম্যান ও এমওডিসি (নৌ) পদের জন্য প্রার্থীদের জন্য উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি হতে হবে। এ ছাড়া পেট্রলম্যান শাখার জন্য উচ্চতা পাঁচ ফুট আট ইঞ্চি ও অন্যান্য শাখার জন্য উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি (৫’৪”) হলেই আবেদন করা যাবে। প্রার্থীদের বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩২ ইঞ্চি হতে হবে। এ ছাড়া দৃষ্টিশক্তি ৬/৬ থাকতে হবে। ওজন উচ্চতা ও বয়স অনুযায়ী নির্ধারণ করতে হবে।

অন্যান্য যোগ্যতা

প্রার্থীদের বয়স আগামী ১ জুলাই, ২০২০ তারিখে ১৭ থেকে ২০ বছর হতে হবে। তবে এমওডিসি (নৌ) পদের জন্য বয়সসীমা ১৭ থেকে ২২ বছর। পদগুলোতে আবেদনের জন্য শুধু অবিবাহিত পুরুষ প্রার্থীরাই গ্রহণযোগ্য। এ ছাড়া আবেদনকারীদের সাঁতার জানতে হবে।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ নৌবাহিনীর ওয়েবসাইট ঠিকানায় (www.joinnavy.mil.bd) বিজ্ঞাপনে উল্লেখিত নিয়মে আবেদন করতে পারবেন। আবেদনের পর ভর্তির জন্য নির্ধারিত পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

নৌবাহিনীর নাবিক ও এমওডিসি পদে প্রয়ােজনীয় সনদপত্রের বিস্তারিত বিবরণ

শিক্ষাগত যােগ্যতার সনদপত্র

• এসএসসি পাস প্রার্থীদের মূল অথবা শিক্ষাবাের্ড কর্তৃক ইস্যুকৃত সাময়িক সনদপত্র/১ম শ্রেণির গেজেটেড অফিসার কর্তৃক মূল/সাময়িক সনদপত্রের সত্যায়িত ফটোকপি এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক স্বাক্ষরিত প্রশংসাপত্র, মূল মার্কশিট/১ম শ্রেণির গেজেটেড অফিসার কর্তৃক মূল মার্কশিটের সত্যায়িত ফটোকপি, মূল রেজিস্ট্রেশন কার্ড এবং এডমিট কার্ড। কোন কারণে যারা মূল/সাময়িক সনদপত্র দিতে অপারগ হবে, তারা ভর্তি হওয়ার সময় সত্যায়িত কপি জমা দিলে চলবে। তবে খুলনাস্থ প্রশিক্ষণ কেন্দ্রে (বিএনএস তিতুমীর) যােগদানের সময় অবশ্যই মূলকপি জমা দিতে হবে।

• ৫ম শ্রেণি পাস প্রার্থীদের স্কুল হতে পাসকৃত সনদপত্র ও পরীক্ষার মার্কশিট জমা দিতে হবে।

জাতীয়তা ও চারিত্রিক সনদ: ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র অথবা চেয়ারম্যান/ওয়ার্ড কাউন্সিলর বা কমিশনারের নিকট হতে গৃহীত জাতীয়তা ও চরিত্রগত সপত্র (বৈবাহিক মর্যাদা ও স্থায়ী বাসস্থানের উল্লেখ থাকতে হবে)।

• জন্ম নিবন্ধন জাতীয় পরিচয় পত্র: ১ম শ্রেণির গেজেটেড অফিসার/চেয়ারম্যান/ওয়ার্ড কাউন্সিলর/ কমিশনার কতৃক প্রার্থীর জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি এবং পিতার জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত কপি।

• অভিভাবকের সম্মতিপত্র: স্ব-স্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র অথবা চেয়ারম্যান/ওয়ার্ড কাউন্সিলর বা কমিশনার কর্তৃক প্রতিস্বাক্ষরিত হতে হবে।

• ছবি: সদ্য তােলা পাসপাের্ট আকারের প্রার্থীর নিজের ১৫ কপি, পিতার ১ কপি এবং মাতার ১ কপি রঙিন ছবি ১ম শ্রেণির গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত হতে হবে।

নৌবাহিনীর নাবিক ও এমওডিসি পদের আবেদনপত্র সংগ্রহ ও পূরণ

অনলাইন আবেদন পদ্ধতি

• Sailor পদে আবেদনকারী প্রার্থীগনকে www.joinnavy.navy.mil.bd ওয়েবসাইটে প্রবেশ করে Home page এ Apply Now [Sailor and MDDC{N}] এ ক্লিক করে আবেদন পদ্ধতি অনুসরণ করতে হবে। আবেদনের শেষ পর্যায়ে অনলাইন ব্যাংকি/মােবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করা যাবে।

• এ পর্যায়ে প্রার্থীগণ যে কোন ব্যাংক কর্তৃক প্রদত্ত ক্রেডিট/ডেবিট কার্ড (যেমনঃ Visa, Master Card ও American Express) এবং মােবাইল ব্যাংকিং (যেমনঃ বিকাশ, রকেট, t-cash, শিওরক্যাশ, এমক্যাশ, মাইক্যাশ, ওয়ানক্যাশ, ইজিক্যাশ, কিউক্যাশ, নেক্সাস, এমেক্স) ইত্যাদির মাধ্যমে চার্জ ব্যতিত ২০০/- (টাকা দুইশত) টাকার (অফেরতযােগ্য) আবেদন ফি প্রদান লাতে পারবেন।

• আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সাথে সাথে প্রার্থীগণকে আবেদন পত্রটি ডাউনলােড ও প্রিন্ট করে পরবর্তীতে এই বিজ্ঞাপনে প্রদত্ত তারিখ অনুযায়ী নিদিষ্ট কেন্দ্রে অন্যান্য প্রয়ােজনীয় কাগজপত্রসহ নির্দিষ্ট সময়ে উপস্থিত থাকতে হবে। যদি কোন প্রার্থী উক্ত আবেদন পত্রটি ডাউনলােড করতে ব্যর্থ হয় তবে প্রার্থী কর্তৃক প্রদত্ত মােবাইল নম্বরে নাম ও Tracking নম্বর প্রদান করা হবে যা পরবর্তীতে ব্যবহার করে একই ওয়েব সাইট হতে আবেদন পত্রটি ডাউনলােড ও প্রিন্ট করা যাবে।

মানুয়েল আবেদন পদ্ধতি

T-cash অ্যাকাউন্টধারীদের জন্য: ট্রাস্ট ব্যাংক মােবাইল মানি (t-cash) এর মাধ্যমে নৌবাহিনীর নাবিক পদে ভর্তি ফি লিখিত পদ্ধতিতে জমা দেয়া যাবে।

• আবেদনকারী যদি tash এর গ্রাহক হন তবে মােবাইলের মেসেজ অপশনে গিয়ে নিয়ে বার্ণিত SMS টি টাইপ করে পাঠিয়ে দিন ০৩৫৯০০১৬২০১ নম্বরে। এ ক্ষেত্রে t-cash অ্যাকাউন্ট এ ন্যূনতম ২২০/- (টাকা দুইশত বিশ মাত্র) টাকা থাকতে হবে। TrustMM<space>BNRF <space>S<space>PIN<space>Candidate’s Mobile Number<send to>03590016201 (এখানে S বলতে Sailor বােঝানাে হয়েছে)।

• এ পদ্ধতিতে টাকা জমা দেয়ার কিছুক্ষণের মধ্যেই একটি ট্রনজেকশন আইজি আবেদনকারীর মােবাইলে চলে আসবে। উক্ত ট্রানজেকশন নম্বরটি নিম্নের যেকোন ঠিকানায় দেখিয়ে ফরম (নাবিক-১) সংগ্রহ করা যাবে।

t-cash অ্যাকাউন্টধারী নন: যারা t-cash এর গ্রাহক নন তাৱা ট্রাস্ট ব্যাংকের যেকোন শাখায় গিয়ে বিএন রিক্রুটমেন্ট ফাস্ট ব্যাংক লি, প্রিন্সিপল ব্রাঞ্চ, ঢাকা এর অনুকলে ২০০/- টাকা দুইশত টাকা (অফেরতযােগ্য) ফি জমা দিতে হবে। ট্রাস্ট ব্যাংকের শাখার বিধিত তালিকা http://trustbank.com.bd
/download/Trust_Bank_Branch_Paypoint_List.pdf হতে পাওয়া যাবে।

• ট্রাস্ট ব্যাংকের শাখার মাধ্যমে ভর্তি ফি জমা দেয়ার পর গ্রাহক একটি Notification SMS ও মানিরিসিপ্ট পাবেন যাতে একটি ট্রানজেকশন আইডি থাকবে। উক্ত মানিরিসিপ্টটি দিবে যেকোন ঠিকানায় দেখিয়ে ফরম (নাবিক-১) সংগ্রহ করা যাবে।

• বিশেষ কারণে আবেদনপত্র সংগ্রহে ব্যর্থ হলে যেকোন ভর্তি কেন্দ্র হতে নাবিক ভর্তির দিন ২০০/- (টাকা দুইশত মাত্র) টাকার পে-অর্ডার/মানিরিসিপ্ট প্রদানপূর্বক আবেদনপত্র সংগ্রহ করতে পারবে।

• এছাড়াও স্ব-স্ব ভর্তি কেন্দ্র হতে নির্ধারিত ভর্তির দিন সকাল ০৮:০০ ঘটিকায় নগদ ২০০/- (টাকা দুইশত মাত্র) টাকা মূল্যে আবেদনপত্র সংগ্রহ করা যাবে। সেক্ষেত্রে ২০০/টাকার আবেদনপত্র সংগ্রহের রশিদ আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে।

নৌবাহিনীর নাবিক ও এমওডিসি পদে ভর্তি পদ্ধতি

অনলাইনে আবেদনকারীগণ পূরণকৃত আবেদনপত্রটি প্রিন্ট করে বিজ্ঞপ্তি মােতাবেক ফর্মে উল্লেখিত সকল সাটিফিকেট/কাগজপত্রসহ নিজ জেলার ভর্তি কেন্দ্রে নির্ধারিত তারিখে উপস্থিত হতে হবে। ম্যানুয়াল আবেদনকারীগণ গ্রহনকত আবেদনপত্র পূরণপূর্বক পে-অর্ডার/নগদ ২০০/- (দুইশত) টাকা মূল্যে ক্রয়কৃত আবেদনপত্রের রশিদ এবং বিজ্ঞপ্তি মােতাবেক ফর্মে উল্লেখিত সকল সাটিফিকেট/কাগজপত্রসহ নিজ জেলার ভর্তি কেন্দ্রে নির্ধারিত তারিখে উপস্থিত হতে হবে। প্রার্থীর সকল কাগজপত্র সঠিক পাওয়া গেলে প্রথমে তার প্রাথমিক নির্বাচন করা হবে। প্রাথমিক ভাবে নির্বাচিতদের ইংরেজি, বাংলা, গণিত, বিজ্ঞান এবং সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা বিষয়ের উপর লিখিত পরীক্ষা গ্রহণ করা হবে। উক্ত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থী চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হলে তাকে নাবিক হিসেবে ভর্তি করা হবে।

বাংলাদেশ নৌবাহিনীর নাবিক ও এমওডিসি পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২০

চাকুরির সুবিধাদি

বেতন ও ভাতা: সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুবিধাদিসহ সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী বেতন ও ভাতাদি প্রাপ্য হবে।

অন্যান্য

• বিনামূল্যে পােষাক, থাকা, খাওয়া ও চিকিৎসার সুবিধা।

• হ্রাসকৃত মূল্যে পরিবারের জন্য রেশন ক্রয়ের সুবিধা।

• অবসর গ্রহণকালে অবসর ভাতা এবং গ্র্যাচুইটির সুবিধা।

• চাকুরিকালীন যােগ্যতার ভিত্তিতে নন-কমিশন্ড অফিসার, জুনিয়র কমিশন্ড অফিসার এবং বিশেষ যােগ্যতার ক্ষেত্রে কমিশন্ড অফিসার পদে পদোন্নতির সুযােগ।

• চাকুরিকালীন অবস্থায় মৃত্যুবরণ করলে অথবা পঙ্গু হলে পদবীভিত্তিক বীমা সুবিধা এবং পরিবারের জন্য বেনোভেলেন্ট ফান্ডের আর্থিক সুবিধা।

• বিদেশে প্রশিক্ষণ, নৌবাহিনীর জাহাজে বিদেশী পোর্টে শুভেচ্ছা সফর, বিদেশ থেকে জাহাজ আনয়ন ও জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বিদেশ ভ্রমণের মাধ্যমে আর্থিক স্বলতা অর্জনের সুযােগ।

• বিদেশে বাংলাদেশ দূতাবাসসময়ে নিয়োগ প্রাপ্তির সুযােগ।

• নিজ সন্তানদের জন্য যােগ্যতার ভিত্তিতে ক্যাডেট কলেজ, আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ, মিলিটারি ইন্সটিটিউট অব সায়েন্স এন্ড টেকনােলজি এবং নৌবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত ভুল/কলেজে অধ্যয়নের সুযােগ।

• নিরাপদ ও মনােরম পরিবেশে মাস সুসজ্জিত বাসস্থান প্রাপ্তি।

• সামরিক হাসপাতসমূহে উন্নতমানের চিকিৎসা সুবিধা ও দুরারােগ্য ব্যাধিতে উন্নত চিকিৎসার প্রয়ােজন হলে নগদ অর্থ প্রদানসহ বিদেশে পাঠানাের ব্যবস্থা ইত্যাদি।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group