জাতীয় বিশ্ববিদ্যালয়শিক্ষা খবর

প্রিলিমিনারী টু মাস্টার্স(নিয়মিত) ভর্তি পরবর্তী করনীয় কি কি জেনে নিন

প্রিলিমিনারী টু মাস্টার্স(নিয়মিত) ভর্তি পরবর্তী করনীয় কি কি জেনে নিন। Know what to do next for preliminary to master’s (regular) admission

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষ মাস্টার্স ১ম পর্বে ১ম মেধা তালিকায় স্থান প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে যে সকল শিক্ষার্থীরা ইতিমধ্যে ভর্তির কাগজপত্র,টাকাসহ সবকিছু কলেজে জমা দেওয়ার পর আশঙ্কায় রয়েছেন ভর্তি কনফার্ম হয়েছে কিনা, সে সকল শিক্ষার্থীরা Nu Admission সংক্রান্ত ওয়েবসাইট(http://app8.nu.edu.bd/nu-web/msapplicant/applicantLogin.action?degreeName=Preliminary)-এ আপনার আবেদনের Admission Roll No. ও PIN(আবেদন  ফর্মে পাবেন) দিয়ে লগইন করলে জানতে পারবেন কলেজ আপনার ভর্তি Approved করেছে কিনা।

অনলাইনে লগইন করার পর “Your application for admission has been approved by the College authority” লিখা থাকলে নিশ্চিন্তে থাকতে পারেন,কলেজ আপনার ভর্তি কনফার্ম করেছে।

প্রিলিমিনারী টু মাস্টার্স(নিয়মিত) ভর্তি পরবর্তী করনীয় কি কি জেনে নিন

কলেজ কর্তৃক ভর্তি নিশ্চায়ন করা যাবে আজ ২৩/০৪/২০২২ তারিখ পর্যন্ত।

উল্লেখ্য, কলেজ কর্তৃপক্ষ এপ্রুভ করার পর বাকি যে কয়টি সিট খালি থাকবে, সেগুলার উপর আগামী ২৫ এপ্রিলের পর যেকোনো দিন জাতীয় বিশ্ববিদ্যালয় নোটিশ দিয়ে ২য় মেধা তালিকা প্রকাশ করবে।  মে মাসে প্রিলিমিনারী টু মাস্টার্স(প্রাইভেট) কোর্সের সার্কুলার আসবে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply