শিক্ষা খবর

মেডিকেল শিক্ষার্থীদের বাড়ছে না সাপ্তাহিক ছুটি

মেডিকেল শিক্ষার্থীদের বাড়ছে না সাপ্তাহিক ছুটি। আজ মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বৈঠক শেষে বিষয়টি নিশ্চিত করেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডা. এ কে এম আমিরুল মোরশেদ খসরু। শিক্ষাপ্রতিষ্ঠানের সাপ্তাহিক ছুটি দুই দিন করা হলেও মেডিকেলে বাড়ছেনা সাপ্তাহিক ছুটি। পূর্বের মতোই দেশের সকল মেডিকেল কলেজ হাসপাতালে এক দিন ছুটির বিধান চালু থাকবে।

 

জরুরি বিভাগের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় মেডিকেল কলেজগুলোতে সাপ্তাহিক ছুটি বাড়ানো হয়নি। তিনি বলেন, ‘যেহেতু মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগের সঙ্গে সম্পৃক্ত, সেজন্য আগের মতোই চলবে। অর্থাৎ সাপ্তাহিক ছুটি একদিন ছুটি বলবৎ থাকবে। অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মতো এখানে দুই দিন সাপ্তাহিক ছুটি প্রযোজ্য হবে না। সচিব মহোদয় আমাকে এমন তথ্যই দিয়েছেন।’

 

এ প্রসঙ্গে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (শিক্ষা) অধ্যাপক ডা. আবু ইউসুফ ফকির বলেন, ‘সাপ্তাহিক ছুটি দুই দিন হলে টেকনিক্যাল অনেক সমস্যা দেখা দেবে। এর অন্যতম হলো: মেডিকেলের অধ্যাপকগণ কলেজের স্টাফ। তারা হাসপাতালেও চিকিৎসা সেবা দেন। ধরেন, একজন রোগী বৃহস্পতিবার ভর্তি হলো। শুক্রবার বড় চিকিৎসকের ছুটি, শনিবারও তিনি অনুপস্থিত।

এ অবস্থায় দীর্ঘ সময়ের জন্য একজন জুনিয়র চিকিৎসকের পক্ষে সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়েছে পড়বে। দেখা গেলো, জরুরি ভিত্তিতে রোগীর অস্ত্রোপচার দরকার। এ অবস্থায় হাসপাতাল যদি সিনিয়র শূন্য হয়, তাহলে রোগীর বিরাট সমস্যা দেখা দেবে। রোগী তো আপনি-আপনি যে কেউই হতে পারেন।’

 

Medical students are not on the rise on weekends. Director General (Acting) of the Directorate General of Health Education (DGHS) Prof. Dr. Nasima Sultana confirmed the matter after a meeting of the Health Ministry on Tuesday (August 23) at noon. AKM Amirul Morshed Khasru. Although the weekly holidays of educational institutions have been made two days, the weekly holidays in medical are not increasing. As before, all medical college hospitals in the country will have a one-day holiday.

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply