উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ভর্তি তথ্যসকল ভর্তি খবর

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এল এল বি আইন বিষয়ে অনার্স (সম্মান) স্নাতক ভর্তি বিজ্ঞপ্তি 2021-2022

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এল এল বি আইন বিষয়ে স্নাতক ভর্তি তথ্য ২০২২। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বাউবির চার বছর মেয়াদী আইন (অনার্স) কোর্সের ভর্তি 2021-2022 তথ্যাবলি। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুল (অনুষদ) এর অধীনে এল এল বি আইন বিষয়ে ৪ বছর মেয়াদি অনার্স (সম্মান) ২০২০-২০২১ সেশন প্রোগ্রামে ভর্তি।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুল এর অধীনে ৪ বছর মেয়াদী এলএলবি প্রেগ্রোমের ভর্তি কার্যক্রম শুরু হতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ঢাকা আঞ্চলিক কেন্দ্রে শিক্ষার্থীদের ক্লাস সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে । তবে কর্মজীবী চাকুরিজীবীদের ক্লাস প্রতি শুক্র ও শনিবার অনুষ্ঠিত হবে।

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএলবির প্ৰতি কোর্সে প্রথম ক্ষেত্রে ৭৫% ক্লাসে উপস্থিত থাকা এবং দ্বিতীয় ক্ষেত্রে ৫০% ক্লাসে থাকা বাধ্যতামূলক ৷ শিক্ষাগত যোগ্যতার শর্ত পূরণ করে যে কোন শিক্ষার্থী আবেদন করতে পারবে৷ আসনের ৫% কোটা মুক্তিযোদ্ধাদের সন্তান পোষ্য এবং ‘নৃ’গোষ্ঠীর জন্য সংরক্ষিত থাকবে।

এলএলবি কোর্সে ভর্তির বৈশিষ্ট্যসমূহ:

৪ বছরে মোট 80 টি কোর্স বা ১২০ ক্রেডিট সম্পন্ন করতে হবে (প্রতি কোর্স: ৩ ক্রেডিট) ৷ প্রতি শিক্ষাবর্ষ ছয় মাস মেয়াদী ২টি সিমেস্টারে বিভক্ত। প্রতি সিমেস্টারে কোর্স সংথ্যা- ৫টি । শিক্ষর্থী প্রয়োজনে প্রতি সিমেস্টারে নূন্যেতম ৩টি কোর্সেও রেজিস্ট্রেশন করতে পারবে I প্ৰতি সিমেস্টার শেষে পরীক্ষা অনুষ্ঠিত হবে। রেজিস্ট্রেশন এর মেয়াদ ৮ বছর বহাল থাকবে।

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এলএলবি কোর্সের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের নূন্যতম যোগ্যতা

ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ন্যূনতম যোগ্যতা ৪ বছর মেয়াদী এলএৰি পড়তে আগ্রহী আবেদনকারীদের এসএসসি ও এইচএসসি বা সম্মানের উভয় পরীক্ষায় পৃথকভাবে ৫০% নম্বর করে দ্বিতীয় বিভাগে জিপিএ ৩.৫০ করে থাকতে হবে। সকল শাখার শিক্ষার্থী আবেদন করতে পারবে ৷

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এলএলবি কোর্সে ভর্তি সংক্রান্ত তথ্য 

• শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে।

• আবেদনের সময় : ১১ এপ্রিল ২০২২ থেকে ১৬ জুলাই ২০২২পর্যন্ত।

• পরীক্ষার বিস্তারিত সময়সূচি বাউবি’র ওয়েবসাইট ও ঢাকা আঞ্চলিক কেন্দ্র থেকে পরবর্তীতে জানানো হবে। পাশাপাশি এডুকেশন্স ইন বিডির এই লিংকে দেখতে পারবেন।

• লিখিত পরীক্ষা :

• লিখিত পরীক্ষার ফলাফল :

• মৌখিক পরীক্ষা :

• ভর্তি পরীক্ষার ব্যাচ ভিত্তিক ফল প্রকাশ:

• ভর্তি:

ভর্তি পরীক্ষা পদ্ধতি :

বহুনিৰ্বাচনী MCQ প্রশ্নের ভিত্তিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে I ভর্তি পরীক্ষার প্রশ্নের মান বন্টন : বাংলা- ২৫, ইংরেজি-২৫, সাধারণ জ্ঞান: বাংলাদেশ বিষয়বলী- ২৫ ও আন্তর্জাতিক বিষয়াবলি-২৫ I

পাস নম্বর : ৪০ (প্ৰতি অংশে ৪০% নম্বর পেতে হবে)

আসন সংখ্যাঃ প্রতি ব্যাচের আসন সংখ্যা ৬০।

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এলএলবি কোর্সে আবেদন পদ্ধতি:

• Online (http://osaps.bou.edu.bd)— এ প্রদত্ত তথ্য পূরণ করা শেষে SMS এর মাধ্যমে temporary user ID ও password পাওয়া যাবে I এরপর Payment Option— এ ২৫০/- (দুইশত পঞ্চাশ) টাকা ও চার্জ/কমিশন বিকাশ/DBBL/শিওরক্যাশ এর মাধ্যমে প্রদান করতে হবে।

• ট্রানজেকশন আইডি ও মোবাইল নম্বর নির্দিষ্ট স্থানে পূরণ করে Submit বাটনে ক্লিক করলে একটি SMS ও email এ payment successful” Message পাওয়ার মাধ্যমে Online আবেদন সম্পন্ন হবে I

• successful SMS পাওয়ার ক্ষেত্রে কোনো রকম সমস্যা হলে (তিন) কর্ম দিবসের মধ্যে OSAPS (online service & payment system) এর Helpline নম্বরে অবহিত করতে হবেI temporary user id ও passward ব্যবহার করে প্রদশিত আবেদনপত্রটি প্রিন্ট করে শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সনদপত্র ও নম্বরসমূহ ২২/০৩/২০২১ থেকে ৩১/০৫/২০২১ তারিখের মধ্যে ঢাকা আঞ্চলিক কেন্দ্রের (৪/ক গভ, ল্যাবরেটরী স্কুল রোড, ধানমন্ডি, ঢাকা-১২০৫) ১০৩ নম্বর কক্ষ/তথ্য কেন্দ্রে জমা দিতে হবে।

• Online এ ভর্তি প্রক্রিয়া সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য (http://osaps.bou.edu.bd)-এর Helpline- এ উল্লেখিত ফোন নম্বরে অথবা ৰাউবি’র ঢাকা আঞ্চলিক কেন্দ্ৰের ১০৩ নম্বর কক্ষ/তথ্য কেন্দ্রে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

ভর্তি পদ্ধতি: মেধাক্রম অনুযায়ী ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীগণ পরবর্তী নির্দেশ ও নিয়ম অনুযায়ী ভর্তি হবে ।

ভৰ্তি বিজ্ঞপ্তিতে উল্লিখিত যে কোনো তথ্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংশোধন, সংযোজন, পরিমার্জন এবং পরিবর্তন করতে পারবেন। বিশ্ববিদ্যালয় কর্তৃক গৃহীত সিদ্ধান্ত এবং সংশ্লিষ্ট বিধি-বিধান সকল আবেদনকারী এবং শিক্ষার্থীর জন্য প্রযোজ্য হবে।

বাউবি ৪ বছর মেয়াদী এলএলবি প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি শিক্ষাবর্ষ ২০২০-২০২১

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এলএলবি (অনার্স) ভর্তি বিজ্ঞপ্তি ২০২১-২০২২ বাউবি ৪ বছর মেয়াদী এলএলবি প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি শিক্ষাবর্ষ ২০২০-২০২১

 

৪ বছর মেয়াদী BOU LLB এলএলবি প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি ডাউনলোড দিন

helpline

Available Time: 9:00 a to 1:00 pm 01635832845, 01907451614

Available Time: 2:00 pm to 6:00 pm 01635832846, 01907451612

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আইন বিভাগ সম্পর্কিত :

এখানে দুটি ব্যাচ আছে যথা শুক্র-শনি এবং নিয়মিত শিক্ষার্থীদের। দুটি ব্যাচেরই সমান সংখ্যক ক্লাস হয় ও মান সমান। পার্থক্য এইখানে যে যারা জব করে তারা শুক্রবার ও শনিবার ক্লাস করতে পারে আর নিয়মিত ব্যাচের রবি থেকে বুধবার টানা চারদিন ক্লাস হয়। আমাদের বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের পড়ার মান ভালো এবং এখানে ঢাকা, জগন্নাথ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিলেবাস একত্রে করে পাঠ্যাদান করা হয়। এখানে যেমন পড়াশুনার চাপ বেশি তেমনি একজন শিক্ষার্থী যত চাইবে তত শিখতে পারবে। এখানে একজন ভালো শিক্ষার্থীর মূল্যায়ন করা হয় এবং দূর্বল শিক্ষার্থীকে সবল হওয়ার সহযোগিতা করা হয়। আমাদের আইন বিভাগে কোনো সেশনজট নেই। অন্যান্য বিভাগেও নেই। আর অনেকের মনে প্রশ্ন আছে যে আমাদের এখানে পড়ে কেউ কি বাংলাদেশ বার কাউন্সিলের সনদ পেয়েছেন??? তাদের কথার উত্তর হল আমার প্রথম ব্যাচ কিছু দিন হয়েছে বের হয়েছে এবং তারা বার কাউন্সিলে প্রিলিমিনারী পরীক্ষা দিছে। পরবর্তী রিটেন পরীক্ষার জন্য অপেক্ষা করতেছে। এখন ছষ্ট ( ২০১৮-১৯ ) ব্যাচের ভর্তি বিজ্ঞপ্তি চলতেছে। তবে এখানে পড়ে যে কেউ যে কোনো প্রতিযোগিতা মূলক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ক্লাসের স্থানও দিন :
বাউবির ঢাকা আঞ্চলিক কেন্দ্রে (ঢাকা ক্যাম্পাস) নিয়মিত শিক্ষার্থীদের ক্লাস রবি, সোম, মঙ্গল ও বুধবার অনুষ্ঠিত হয় এবং কর্মজীবী/চাকুরিজীবী শিক্ষার্থীদের ক্লাস প্রতি শুক্র ও শনিবার অনুষ্ঠিত হয়।
বৈশিষ্ট্যসমুহঃ
☞ মোট কোর্স সংখ্য: ৪০ টি।
☞ প্রতি কোর্স: ৩ ক্রেডিট।মোট ক্রেডিট: ১২০ টি।
☞ মোট সিমেস্টার: ৮ টি (৬ মাস মেয়াদী)
☞ রেজিস্ট্রেশনের মেয়াদ: ৮ বছর।
☞ প্রতি সেমিস্টারে কোর্স সংখ্যা: সাধারণত ৫টি।
☞ ক্লাসে উপস্থিত থাকা বাধ্যতামুলক।
☞ বাউবির ঢাকা ক্যাম্পাসে ক্লাস অনুষ্ঠিত হয়।
☞ ঢাবি, জাবি, জবি ও বাউবির শিক্ষকরা ক্লাস নেন।
☞ প্রতি সিমেস্টার শেষে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
☞ সেশনজট মুক্ত ও ডিজিটাল ক্লাস রুম।
☞ শিক্ষাগত যোগ্যতার শর্ত পূরণ করে এমন যে কোন শিক্ষার্থী আবেদন করতে পারে।
☞ আসনের ৫% কোটা মুক্তিযোদ্ধাদের সন্তান, পোষ্য এবং নৃজনগোষ্ঠীর জন্যে সংরক্ষিত থাকে।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা :
আইন বিভাগের জন্য : যেকোনো বিভাগ হতে এস এস সি বা তার সমমান পরীক্ষায় নূন্যতম জিপিএ ৩.৫ এবং এইচএসসি অথবা এর সমমান পরীক্ষায় নূন্যতম জিপিএ ৩.৫ থাকতে হবে।

ভর্তি পরীক্ষা পদ্ধতি :
☞ বহুনির্বাচনী(MCQ) প্রশ্নের ভিত্তিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
☞ ভর্তি পরীক্ষার প্রশ্নের মানবন্টন: বাংলা -২৫, ইংরেজী -২৫ সাধারণ জ্ঞান: বাংলাদেশ- ২৫,ও আন্তর্জাতিক বিষয়াবলী- ২৫।
নুন্যতম পাস মার্ক: ৪০। তবে প্রতি অংশে ৪০% নম্বর পেতে হবে।
ভর্তি পরীক্ষার প্রস্তুতি : বাংলাদেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের মত এখানেও প্রতিযোগীতা মূলক পরীক্ষা দিয়ে পাশ করে টিকতে হয় । এখানে দুর্নীতি বা লবিং এর কোনো ব্যবস্থা নেই এবং এরূপ পদক্ষেপ গ্রহনকারীকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কতৃক আইনী ব্যবস্থা নেওয়া হবে।
এখানে ভর্তি পরীক্ষা প্রশ্ন হয় বাংলা, ইংলিশ ও সাধারন জ্ঞানের উপর। এমসিকিউ পদ্ধতিতে প্রশ্নপত্র করা হয়।
বাংলা : এসএসসি এবং এইচএসসি এর বোর্ড বইয়ের বাংলা প্রথম পত্র ও দ্বিত্বীয় পত্র হতে প্রশ্ন আসে। অথবা আপনি চাইলে বিশ্ববিদ্যালয় ভর্তি গাইডের বাংলা দেখতে পারেন। সেখানে থেকেও কমন পরবে।
ইংরেজি : এখানে একই কথা যে বোর্ড বই হতে প্রশ্ন আসবে। ইংরেজির বিভিন্ন গ্রামার সম্পর্কে ভালো জ্ঞান থাকা লাগবে। যেমন : tense, parts of speech, degree, synonym / antonym, idiom -phrases, appropriate preposition, right use of verb এগুলো ভালো মত পড়তে হবে।
সাধারণ জ্ঞান ( বাংলাদেশ ) : সাধারণ জ্ঞানের ব্যাপার টা হল আপনি বাংলাদেশ সম্পর্কে কতটা জানেন? বাংলাদেশ এ কোথায় কি আছে? কোন কোন দিবস কবে পালিত হয়? কোন কোন জেলা কিসের জন্য বিখ্যাত? মুক্তিযুদ্ধে ও বাংলাদেশ স্বাধীন হওয়ার ইতিহাস। দেশের সরকার ব্যবস্থার ইতিহাস, দেশের অর্থনীতি ইত্যাদি সম্পর্কিত হতে প্রশ্ন আসে। আসলে নাগরিক হিসেবে এগুলো জানা দরকার।
সাধারণ জ্ঞান ( বিশ্ব ) : বর্তমান বিশ্বে প্রচলিত গুরুত্বপূর্ণ ঘটনা, ব্যক্তিবর্গ, খেলা সম্পর্কিত তথ্য, আলোচিত ঘটনা, আন্তর্জাতিক মানের পুরস্কার, আন্তর্জাতিক বিভিন্ন সংস্থাগুলো সম্পর্কিত তথ্য ও এর সাথে বাংলাদেশের সম্পর্ক এগুলো নিয়ে এখানে প্রশ্ন হয় ।
ভর্তি প্রক্রিয়া :
☞ ফর্ম সংগ্রহ: অনলাইনে বাউবি ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে হবে।
☞ ফরম জমা : জনতা ব্যাংক, ঢাকা কলেজ শাখা, ঢাকা এর নির্ধারিত একাউন্টে ৪০০ (চারশত) টাকা জমা দিয়ে জমাদানের ব্যাংক রশিদ, পূরণকৃত ফরম এবং এসএসসি ও এইচএসসি বা সমমানের উভয় পরীক্ষার মার্কশীট ও সনদের সত্যায়িত কপি। নাগরিকত্ব সনদ/জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি এবং সদ্যতোলা দুই কপি সত্যায়িত ছবি। ঢাকা আঞ্চলিক কেন্দ্রে জমা দিতে হবে।

Read More

Bangladesh Open University Bou LLB Admission Test Notice Result 2020-2021

খরচপাতিঃ
প্রতি কোর্স সেমিস্টার ফি = ২০০০ টাকা।
রেজিস্ট্রেশন ফি = ২০০ টাকা (প্রতি সেমিস্টার)
একাডেমিক ক্যালেন্ডার ফি = ৫০ টাকা।
পরীক্ষার ফি প্রতি কোর্স = ৩০০ টাকা।
পুনঃ পরীক্ষার ফি প্রতি কোর্স = ৩৫০ টাকা।
(যে কোন তথ্য পরিবর্তন, পরিমার্জন ও সংযোজন যোগ্য )

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group