শিক্ষা খবরশিক্ষা নিউজ

উচ্চশিক্ষা থাইল্যান্ড: থাইল্যান্ডে ভিসার জন্য আবেদন 2022 Higher Education Thailand: Apply for a Visa to Thailand 2022

উচ্চশিক্ষা থাইল্যান্ড: থাইল্যান্ডে ভিসার জন্য আবেদন 2022 Higher Education Thailand: Apply for a Visa to Thailand 2022. ফুল-ফ্রি স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তরের সুযোগ দিচ্ছে থাইল্যান্ডের এশিয়ান ইউনিভার্সিটি অব টেকনোলজি (এআইটি)। বাংলাদেশসহ এশিয়ার দেশগুলোর শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।

 

এ স্কলারশিপের আওতায় পড়ালেখার সম্পূর্ণ খরচ থাইল্যান্ডর সরকার বহন করবে। রয়েল থাই স্কলারশিপের আওতায় শিক্ষার্থীদের নানান ধরনের সুযোগ-সুবিধা প্রদান করা হবে। সম্পূর্ণ টিউশন ফি দেয়া হবে। ৪ সেমিস্টারের জন্য এ স্কলারশিপ প্রদান করা হবে।

 

রয়্যাল থাই গভর্নমেন্ট (আরটিজি) স্কলারশিপ এর উদ্দেশ্য হল দেশের জনগণকে উদীয়মান এশিয়ন ইকোনমিক কমিউনিটি (এইসি) এর জন্য প্রস্তুত করা। এআইটিতে ফেলোশিপের মাধ্যমে প্রকৌশলী, বিজ্ঞানী এবং ব্যবস্থাপকদের বিশ্ব নাগরিক হওয়ার জন্য প্রস্তুত করতে চায় এবং থাইল্যান্ডের আন্তর্জাতিক প্রতিযোগিতার মূল চালক হিসেবে আবির্ভূত করতে চায়। আর এই কারণে থাই শিক্ষার্থীদের মাস্টার্স এবং পিএইচডি করার জন্য একাডেমিক ফেলোশিপ দেওয়া হচ্ছে।

 

শিক্ষার্থীরা এ স্কলারশিপের মাধ্যমে ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি এবং এনভারনমেন্ট, রিসোর্সেস এন্ড ডেভেলপমেন্ট সংক্রান্ত বিষয়ে স্নাতকোত্তর করতে পারবেন। আবেদনের যোগ্যতা: আবেদনকারীদের অবশ্যই এশিয়ান যে কোনো দেশের নাগরিক হতে হবে। স্নাতকে ন্যূনতম সিজিপিএ ৩.৫ পেতে হবে। আইইএলটিএস এ ন্যূনতম ৫ পেতে হবে।অনলাইনে আবেদন করা যাবে।

 

আবেদন পদ্ধতিঃ- আবেদনকারীদের চুলাভর্ন গ্র্যাজুয়েট ইনস্টিটিউট গ্র্যাজুয়েট স্কলারশিপ প্রোগ্রামের আবেদন ফর্মটি পূরণ করে নিম্নলিখিত পদ্ধতির মাধ্যমে নথিগুলো জমা দিতে হবে। ই-মেইলের মাধ্যমে আবেদনপত্রের স্ক্যান ফাইল এবং সমস্ত প্রয়োজনীয় নথি এখানে পাঠাতে হব। থাইল্যান্ড ইমেল: cgi_academic@cgi.ac.th

 

তারপরে উল্লেখিত ঠিকানায় ডাক পরিষেবার মাধ্যমে সমস্ত মূল নথি পাঠাতে হবে। চুলাভর্ন রয়্যাল একাডেমি, চুলভর্ন গ্র্যাজুয়েট ইনস্টিটিউট (সিজিআই স্কলারশিপ প্রোগ্রাম) 906 কামফাংফেট 6 রোড, তালাত ব্যাং খেন, লক্ষী, ব্যাংকক 10210 । আবেদন ফরম পেতে এবং বিস্তারিত তথ্যের জন্য ক্লিক করুনঃ- https://www.cgi.ac.th/admissions/cgi-af-scholorship/

 

ইউনিভার্সিটি ওয়েবসাইট লিঙ্ক- https://www.cgi.ac.th/

সুযোগ-সুবিধাসমূহ: সম্পূর্ণ টিউশন ফি। নিবন্ধন ফি। তবে বাসস্থান খরচ এবং জীবনযাত্রার খরচ প্রদান করা হবে না।প্রয়োজনীয় নথি: একাডেমিক ট্রান্সক্রিপ্ট। ইংরেজি দক্ষতা সনদ। দুইটি রিকমেন্ডেশন লেটার। রিসার্চ প্রপোজাল।

 

Higher Education Thailand: Apply for a Visa in Thailand 2022 Higher Education Thailand: Apply for a Visa to Thailand 2022. Thailand’s Asian University of Technology (AIT) is offering postgraduate opportunities with a full-free scholarship. Students from Asian countries, including Bangladesh, can apply for this scholarship.

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply