শিক্ষা খবরশিক্ষা নিউজ

উচ্চশিক্ষা হংকং: হংকংয়ে ভিসার জন্য আবেদন 2022 Higher Education Hong Kong: Apply for a Visa to Hong Kong 2022

উচ্চশিক্ষা হংকং: হংকংয়ে ভিসার জন্য আবেদন 2022 Higher Education Hong Kong: Apply for a Visa to Hong Kong 2022. ফুল-ফ্রি স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তরের সুযোগ দিচ্ছে হংকংয়ের ব্যাপ্টিস্ট বিশ্ববিদ্যালয়। ‘ইন্টারন্যাশনাল পোস্ট গ্র্যাজুয়েট স্কলারশিপ’ এর আওতায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়টির বিজনেস অনুষদভুক্ত বিষয়গুলো নিয়ে স্নাতকোত্তর করতে পারবেন। শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে। এছাড়া থাকা-খাওয়ার খরচ বাবদ ১২ হাজার ৮০০ মার্কিন ডলার দেওয়া হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ১১ লক্ষ টাকা।

 

শিক্ষার্থীরা মাস্টার অফ অ্যাকাউন্টেন্সি, মাস্টার অফ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, এমএসসি ইন অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্স, এমএসসি ইন অ্যাপ্লাইড ইকনোমিক্স, এমএসসি ইন বিজনেস ম্যানেজমেন্ট, এমএসসি ইন কর্পোরেট গভর্ন্যান্স অ্যান্ড কম্প্লায়েন্স, এমএসসি ইন ডাটা অ্যানালাইটিক্স অ্যান্ড বিজনেস ইকনোমিক্স, এমএসসি ইন গ্লোবাল মার্কেটিং, এমএসসি ইন ফাইন্যান্স (ফিনটেক অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যানালাইটিক্স) এবং এমএসসি ইন মার্কেটিং ফর দ্যা ক্রিয়েটিভ ইকনোমিক্স বিষয়ে পড়াশোনা করতে পারবেন।

 

আবেদনের যোগ্যতা: চীন, ম্যাকাও এবং হংকংয়ের শিক্ষার্থী ব্যাতীত যে কোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। স্নাতকে ভালো ফলধারী হতে হবে। ইংরেজি দক্ষতা সনদ প্রদর্শন করতে হবে। বিভাগভেদে প্রয়োজনীয়তা পূরণ করতে হবে। অনলাইনে আবেদন করা যাবে।

 

সুযোগ-সুবিধাসমূহ: সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে। থাকা-খাওয়ার খরচ বাবদ ১২ ৮০০ হাজার মার্কিন ডলার দেওয়া হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ১১ লক্ষ টাকা। এছাড়াও বিভিন্ন প্রোগ্রামে গ্র্যাজুয়েশন অ্যাওয়ার্ড, কোর্স স্কলারশিপ, বিজনেস স্টার্ট-আপ অ্যাওয়ার্ড এবং গ্রাজুয়েশনের সময় মেধাভিত্তিক অ্যাওয়ার্ড থাকতে পারে।

 

Higher Education Hong Kong: Apply for a Visa to Hong Kong 2022 Higher Education Hong Kong: Apply for a Visa to Hong Kong 2022. The Baptist University of Hong Kong is offering postgraduate opportunities with a full-free scholarship. Under the ‘International Post Graduate Scholarship’, students will be able to do post-graduation in the subjects of the Business Faculty of the university. The entire tuition fee of the students will be waived. In addition, 12 thousand 800 US dollars will be given for the cost of living and eating. The amount of which is about 11 lakh taka in Bangladeshi money.

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply