শিক্ষা খবর

বছরে ৭৬ দিন ছুটি চান প্রাথমিক বিদ্যালয় শিক্ষকরা

মাধ্যমিক বিদ্যালয়ের মতো সরকারি প্রাথমিক বিদ্যালয়েও ৭৬ দিন ছুটি চেয়ে দাবি জানিয়েছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি আবুল কাসেম ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন স্বাক্ষরিত স্মারকলিপিতে বলা হয়, দেশের বিভিন্ন স্থানে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় একই স্থানে অবস্থিত। সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে তৃতীয় শ্রেণি থেকে শ্রেণিকার্যক্রম পরিচালিত হচ্ছে। অনেক মাধ্যমিক বিদ্যালয় প্রথম শ্রেণি থেকে শ্রেণিকার্যক্রম পরিচালিত হচ্ছে। একই পরিবারে একাধিক সন্তান থাকলে একজন মাধ্যমিক বিদ্যালয়ে, অন্যজন প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করছে।

মাধ্যমিক বিদ্যালয় ১০টায় শুরু হয়। আর প্রাথমিক বিদ্যালয় সকাল ৯টায় শুরু হয়। এটা একই সময় হলে অভিভাবকরা একসঙ্গে শিশুদের বিদ্যালয়ে পাঠানোর জন্য প্রস্তুত করতে পারেন। ২০২৩ সালের ছুটির তালিকায় প্রাথমিক বিদ্যালয় বছরে ৫৪ দিন ছুটি থাকবে। অথচ মাধ্যমিক বিদ্যালয় ৭৬ দিন ছুটি থাকবে। সুতরাং শিক্ষার্থী ও অভিভাবকদের সুবিধার কথা ভেবে এবং মানসম্মত পাঠদানের লক্ষ্যে মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ে সময়সূচি সকাল ১০টা থেকে বিকেল ৪টা এবং বাৎসরিক ছুটি উভয় প্রতিষ্ঠানে ৭৬ দিন করার আবেদন করছি।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply