উপবৃত্তি নিউজ

প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তি বিতরণ করবে নগদ

প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তি বিতরণ করবে নগদ। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ-এর সফলতায় সন্তুষ্ট হয়ে আবারও এই প্রতিষ্ঠানটির সঙ্গে ২০২২-২০২৩ অর্থ বছরের উপবৃত্তি বিতরণের জন্য চুক্তি করতে যাচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। তেমনটাই জানা গেছে অধিদপ্তরের পাঠানো একটি চিঠিতে।

২০২১ সাল থেকে স্বল্প খরচে সরকারের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপবৃত্তি বিতরণ করে আসছে নগদ। এ ছাড়াও নগদ বিতরণ করছে সমাজসেবা অধিদপ্তরের বিধবা-স্বামী নিগৃহীতা ভাতা, প্রতিবন্ধী ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী শিশু ভাতাসহ বিভিন্ন ভাতা।

নগদ-এর এই স্বচ্ছভাবে ভাতা বিতরণের রেকর্ডের কারণেই ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি সরকারের সব ভাতা নগদ-এর মাধ্যমে বিতরণের সুপারিশ করেছে। সেই ধারাবাহিকতায় এবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আবারও শিক্ষা উপবৃত্তি বিতরণের জন্য নগদ-এর সঙ্গে চুক্তি করতে যাচ্ছে।

শুধু প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি নয়, নগদ এবার আরও বেশি কিছু দায়িত্ব পেতে যাচ্ছে। ২০২২-২৩ অর্থবছরে সরকার একই সাথে পিটিআই পরীক্ষামূলক স্কুল এবং শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত প্রাথমিক বিদ্যালয়কেও উপবৃত্তির আওতায় আনতে যাচ্ছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের চিঠিতে বলা হয়েছে, এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে উপবৃত্তির আওতায় আনতে যে যে কাজ করা দরকার, তা করা হবে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply