রেজাল্টশিক্ষা নিউজ

এইচএসসির ফলাফল 2023 পেতে প্রি রেজিস্ট্রেশন করুন এখনই

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের ২০২২ সালের এইচএসসি ও সমমানের ফল শিক্ষার্থীর মোবাইলে এসএমএস করে জানিয়ে দেয়া হবে। ২০২২ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল পেতে শুরু হয়েছে প্রি-রেজিস্ট্রেশন। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারিতে) এক বিজ্ঞপ্তিতে প্রি-রেজিস্ট্রেশন করার আহ্বান জানিয়েছে টেলিটক।

২০২২ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল পেতে শুরু হয়েছে প্রি-রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করেছে বোর্ডগুলো। সরকারি মোবাইল অপারেটর টেলিটকের মাধ্যমে এ রেজিস্ট্রেশন করতে পারবেন শিক্ষার্থীরা। যারা রেজিস্ট্রেশন করবে তারা ফল প্রকাশের দিন ঘরে বসেই তা সংগ্রহ করতে পারবেন।

আরো পড়ুন- নাম্বার সহ সকল বোর্ডের এইচএসসি পরীক্ষার ফলাফল ২০২৩

এইচএসসির ফলাফল 2023 পেতে প্রি রেজিস্ট্রেশন করুন এখনই

এইচএসসির ফল পেতে যেভাবে করবেন রেজিস্ট্রেশন:

টেলিটকের বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২২ সালের এইচএসসি পরীক্ষার ফলের প্রি-রেজিস্ট্রেশন শুরু হয়েছে। ঘরে বসে ফল পেতে রেজিস্ট্রেশন করতে হবে মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে প্রি-রেজিস্ট্রেশন করতে HSC লিখে স্পেস দিয়ে শিক্ষাবোর্ডের নাম দিয়ে স্পেস দিয়ে রোল লিখে স্পেস দিয়ে ২০২২ লিখে 16222 নম্বরে পাঠিয়ে দিতে হবে।

• এসএমএস এ এইচএসসি রেজাল্ট দেখতে মোবাইল এর মেসেজ অপশন এ গিয়ে লিখতে হবে HSC

• এরপর একটি স্পেস দিয়ে আপনার শিক্ষাবোর্ড এর প্রথম তিন টি অক্ষর লিখতে হবে। যেমনঃ ঢাকা বোর্ড হলে DHA

• এরপর একটি স্পেস দিয়ে আপনার এইচএসসি পরীক্ষার রোল নম্বরটি লিখুন

• সর্বশেষে একটি স্পেস দিয়ে আপনার পরীক্ষার সন অর্থাৎ 2022 লিখুন।

•এরপর মেসেজ টি পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে।

উদাহরণ— HSC RAJ 132887 2023 লিখে ১৬২২২ নম্বরে পাঠিয়ে দিতে হবে।

বোর্ডভিত্তিক এসএমএস পাঠানোর নিয়ম

• Dhaka – HSC DHA 123467 2022
• Madrasah – HSC MAD 123467 2022
• Sylhet – HSC SYL 123467 2022
• Comilla – HSC COM 123467 2022
• Chittagong – HSC CHI 123467 2022
• Rajshahi – HSC RAJ 123467 2022
• Jessore – HSC JES 123467 2022
• Dinajpur – HSC DIN 123467 2022
• Technical- HSC TEC 123467 2022
• Barisal – HSC BAR 123467 2022

মার্কশীট সহ এইচএসসি পরীক্ষার ফলাফল দেখুন এখানে

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় গত বছরের ৬ নভেম্বর সারা দেশে স্বাভাবিক পরিবেশে শুরু হয়েছিল এইচএসসি ও সমমানের পরীক্ষা। ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডের অধীন মোট পরীক্ষার্থী ছিলেন ১২ লাখের কিছু বেশি।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

One thought on “এইচএসসির ফলাফল 2023 পেতে প্রি রেজিস্ট্রেশন করুন এখনই

  • N.M.Baten

    Only Teletalk sim,

    Reply

Leave a Reply