ক্যারিয়ারচাকরির প্রস্ততিশিক্ষা খবর

Teacher Registration Guide শিক্ষক নিবন্ধন গাইড pdf free download ও NTRCA প্রস্তুতি 2024

NTRCA  Teacher Registration Guide শিক্ষক নিবন্ধন গাইড pdf free download ও প্রস্তুতি 2024। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ বা এনটিআরসিএ কর্তৃক নিবন্ধন পরীক্ষা, প্রতিযোগিতামূলক বা প্রতিদ্বন্ধীতামূলক পরীক্ষা নয়। আর কেন প্রতিযোগিতামূলক শিক্ষক নিবন্ধন গাইড pdf পরীক্ষা নয় বলছি এই জন্যে, এখানে নির্দ্দিষ্ট কিছু সংখ্যক পদের বিপরীতে বেশ কিছু প্রার্থী থেকে বাছাই করে নিবে এই রকম কিন্তু নয়। শুধু নির্দ্দিষ্ট নম্বর পেয়ে পাশ করতে পারলেই নিবন্ধনভুক্ত হওয়া যায়। তবে স্বাভাবিক ভাবে উচ্চতর স্কোরের জন্যে অবশ্যই উচ্চতর পরিসরে লেখা পড়া করতে হবে।

প্রথমে আসি পরীক্ষা পদ্ধতিতে। একদিনে ২০০ নম্বরের ২ টি পরীক্ষা হয়ে থাকে। প্রথম পর্যায়ে ১ ঘন্টায় ১০০ নম্বরের Multiple Choice Question (M.C.Q)   টাইপের নৈর্ব্যক্তিক, যেখানে পাশ মার্ক ৪০। এই পরীক্ষা সব বিষয়ের পরীক্ষার্থীর জন্যে আবশ্যিক। এখানে ১ টি প্রশ্নের ভুল উত্তরের জন্যে প্রাপ্ত মোট নম্বর থেকে .৫ অর্থাৎ আধা নম্বর কাটা যাবে।

এরপর দ্বিতীয় পর্যায়ে অর্থাৎ একইদিন আবারো ১০০ নম্বরের নির্দ্দিষ্ট বিষয়ের বা ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা। অর্থাৎ প্রার্থী কতৃর্ক যে বিষয়ের প্রভাষক পদের জন্যে আবেদন করা হয়েছিল; সেই বিষয়ের পরীক্ষা, যার সময়সীমা ৩ ঘন্টা। পাশ মার্ক তাও ৪০।

এখানে ২ টি পরীক্ষায় পৃথক পৃথক ভাবে পাশ করতে পারলে, তবেই নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ বলে গন্য হবে।

আবেদনের সময় প্রভাষক পদের জন্যে বাংলা, ইংরেজী, গণিত, রসায়ন থেকে শুরু করে সংস্কৃত, পালি, আরবি পর্যন্ত মোট ৩৫ টি বিষয় থেকে যে কোন একটি বিষয় নির্বাচন করতে হবে। পরীক্ষা অনুষ্ঠিত হয় পুরানো অবিভক্ত ২০ টি জেলা শহরের ২০ টি কেন্দ্রে। প্রার্থীর ইচ্ছেমত যে কোন একটি কেন্দ্র পরীক্ষার জন্যে নির্বাচন করতে পারবে।

আবশ্যিক ১০০ নম্বরের মাল্টিপল চয়েজ কোয়েচ্শন বা এমসিকিউ পরীক্ষার জন্যে কিছু পদ্ধতিগত ভাবে প্রস্তুতি নিতে হবে। যেমন- পরীক্ষায় সাম্প্রতিক ও অতিসাম্প্রতিক কিছু প্রশ্ন থাকে। আর এসব প্রশ্নের জন্যে দৈনিক পত্রপত্রিকা, বিভিন্ন সাময়িকী নিয়মিত পড়া; বেতার ও টেলিভিশনের সংবাদ দেখা বা শুনা খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া মানসিক দক্ষতা, সাধারণ বাংলা, সাধারণ ইংরেজী, সাধারণ জ্ঞান, জাতীয় ও আন্তজার্তিক বিষয়াবলী, বিজ্ঞান ও প্রযুক্তি, সাধারণ গণিত ও গাণিতিক যুক্তি সম্পর্কিত শিক্ষক নিবন্ধন গাইড pdf জ্ঞানের পরিধি যাচাই করা হয়ে থাকে। এখানে বাংলা,ইংরেজী, গণিত বিষয়ে বলা যায়, যা অধিকাংশ ক্ষেত্রে বিদ্যালয় পর্যায়ের অর্জিত জ্ঞানের ভিত্তিই যথেষ্ট। তারপরেও এই সব বিষয় পুনরাবৃত্তির প্রয়োজন।

বাংলার মধ্যে ভাষা, সাহিত্য, ব্যাকরণ (সন্ধি, সমাস, বাক্য, বচন, শব্দ, প্রত্যয়, কারক ইত্যাদি), বানান, উপাধি, ছদ্ধনাম, পত্রিকার সম্পাদক সহ এই সম্পর্কিত ছোট ছোট বিষয়াবলী জেনে নিতে হবে।

ইংরেজীর মধ্যেও একই ভাবে– Books &Authors, Quotations, Biographical ques,Voice, Narration, Vocabulary, Correction, Phrase, Grammatical terms,Translationইত্যাদি জেনে নিতে হবে।
আর গণিতের মধ্যে চার নিয়ম, লসাগু, গসাগু, ভগ্নাংশ, অনুপাত, সমানুপাত, সময়, পরিমাপ, ঐকিক নিয়ম, শতকরা, গড়, সেট, উৎপাদক, সূত্রাবলী, লগারিদম, জ্যামিতি ইত্যাদির মৌলিক বিষয় গুলো জেনে নিতে হবে।

এছাড়া উদ্ভিদবিদ্যা, প্রানীবিদ্যা, মানবদেহ, চিকিৎসা, খাদ্যপুষ্টি, পদার্থ, রসায়ন, কম্পিউটার, প্রযুক্তি, কৃষি, কৃষ্টি, ক্রীড়া, সংস্কৃতি, শিক্ষা, বিশিষ্ট ব্যক্তি, পুরুষ্কার, রাজনীতি, অর্থনীতি ইত্যাদি বিষয়ক সাধারণ প্রশ্নাবলী সম্পর্কে ধারণা নিতে হবে, অর্থাৎ শিখে বা জেনে নিতে হবে।

ঐচ্ছিক ১০০ নম্বরের প্রস্তুতিটা একটু অন্যরকম। প্রার্থী যে বিষয়ের জন্যে আবেদন করেছে, সে বিষয়ে স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষাক্রমের উপর ভিত্তি করে এবং একই প্রশ্নের ধারা অনুযায়ী সাধারণত প্রশ্নপত্র প্রনয়ন করা হয়ে থাকে। তাই সেই অনুযায়ী মাস্টার্স বা স্নাতকোত্তর পর্যায়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ পুনরায় দেখতে হবে বা শিখতে হবে। এখানে আর একটি বিষয় বলে রাখি, ভালো প্রস্ততির জন্যে প্রয়োজনে ইন্টারনেট থেকে নির্দ্দিষ্ট বিষয় ও সংশ্লিষ্ট সিলেবাস ডাউনলোড করতে হবে এবং পূর্ববর্তী প্রশ্নের ধারা অনুসরণ করা যেতে পারে।

টর্ট আইন

NTRCA শিক্ষক নিবন্ধন গাইড pdf ও প্রাইমারি নিয়োগ পরীক্ষা 2022 জন্য আবেদন করতে যা যা লাগবে
১.পাসপোর্ট সাইজ এর এক কপি ছবি,
২.স্বাক্ষর….

প্রাইমারি নিয়োগ পরীক্ষা যোগ্যতা
৩.এস এস সি,এইচ এস সি, অনার্স(থাকলে) রোল,বোর্ড,পয়েন্ট।
#মেয়েদের এইচএসসি পাশ

ছেলেদের স্নাতক পাশ করতে হবে

৪.পরিচয় পত্র নাম্বার অথবা জন্ম নিবন্ধন নাম্বার….
৫.কোটাধারী হলে সেই তথ্য,
৬.বায়োডাটা।
৭.বয়স ৩০.০৮.১৮ তে ১৮থেকে ৩০বছর।
৮.টেলিটক সিম থেকে ১৬৬.৫টাকা+২টা এস এম এস চার্জ।
৯.কম্পিউটার অপারেটর চার্য….

#সর্বশেষ আবেদন সফল হলে আপনাকে একটি কপি প্রিন্ট করে দিবে…..

#মনে রাখবেন কনফার্মেশন ম্যাসেজ না আসলে আবেদন বাতিল হবে….
#ভুল হলে পরের আবার আবেদন করুন

শিক্ষক নিবন্ধন গাইড pdf free download ও প্রস্তুতি ২০১৯

শিক্ষক নিবন্ধন গাইড pdf ও প্রাথমিক শিক্ষক নিয়োগ গাইড pdf টি ফ্রি ডাউনলোড করুন এখান থেকে

শিক্ষক নিবন্ধন ও জেনুইন প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ গাইড pdf –

বেসরকারি শিক্ষক নিবন্ধন বই pdf প্রফেসর’স বিসিএস ইংরেজি ( Professor’s BCS English  PDF)

প্রফেসরস গণিত স্পেশাল  ( Professors Math Special  PDF)

শিক্ষক নিবন্ধন গাইড download প্রফেসর’স বাংলাদেশ বিষয়াবলি  ( Professor’s Bangladesh Affair  PDF)

শিক্ষক নিবন্ধন গাইড pdf download

প্রফেসর’স আন্তর্জাতিক বিষয়াবলি  ( Professor’s International Affair  PDF)

শিক্ষক নিবন্ধন গাইড pdf ও প্রফেসর’স বিজ্ঞান ও প্রযুক্তি ( Professor’s Science & Technology  PDF)

 প্রিপারেশনের জন্য সাজেশন 

বিগত পরীক্ষার আলোকে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সিলেবাস

বাংলাঃ– ১. সাহিত্যকর্ম ও রচয়িতা ২. চরিত্র শ্রেণী ও উপজীব্য ৩. পঙক্তি ও উদ্বৃতি ৪. ছদ্মনাম ও প্রবর্তক ৫. বাংলা ভাষার শব্দাবলী ৬. সন্ধি ৭. পদ প্রকরণ ৮. কারক ও বিভক্তি ৯. সমাস ১০. প্রকৃতি ১১. প্রত্যয় ১২. শুদ্ধিকরণ ১৩. সমার্থক শব্দ ১৪. বিপরীত শব্দ ১৫. পদ প্রকরণ ১৬. এক কথায় প্রকাশ ১৭. বাগধারা ১৮. প্রবাদ প্রবচন ১৯. উপসর্গ ২০. যতিচিহ্ন ২১. ধ্বনি ও বর্ণ ২২. বাংলা ভাষা ও লিপি ২৩. দ্বিরুক্ত শব্দ।
বিঃদ্রঃ- বিগত পরীক্ষা গুলোতে শিক্ষক নিবন্ধন গাইড pdf free download । বাংলা থেকে কমপক্ষে ২০ নম্বর এর মত এসেছে।

 গণিতঃ- ১. সংখ্যার ধারণা ২. ল.সা.গু ৩. গ.সা.গু ৪. ভগ্নাংশ ৫. সরলীকরণ ৬. অনুপাত-সমানুপাত ও মিশ্রণ ৭. গড় ৮. ঐকিক নিয়ম
৯ সময়, দূরত্ব ও গতিবেগ ১০. শতকরা ১০. লাভ-ক্ষতি ১২. সুদকষা ১৩. ধারা ১৪. ত্রিভুজ ১৫. চতুর্ভুজ ১৬. বহুভুজ ১৭. বৃত্ত ১৮. বিবিধ
বিঃদ্রঃ- বিগত পরীক্ষা গুলোতে অংকে ২০ নম্বরের মত এসেছে।

English:- 1. Synonyms & Antonyms 2. Appropriate Proposition 3. Parts of Speech
4. Phrases & Idioms and word meaning 5. Correction 6. Correct Spelling 7. Voice 8. Narration 9. Miscellaneous 10. Fill in the blanks etc.
N:B:- At least 20 Marks.

বাংলাদেশ বিষয়াবলীঃ– ১. স্থাপত্য ও পুরাকীর্তি ২. বাংলাদেশের ইতিহাস ৩. মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা ৪. নদ-নদী, দ্বীপ ও পাহাড় ৫. শিল্প, বাণিজ্য ও অর্থনীতি ৬. বিবিধ
বিঃদ্রঃ- বিগত পরীক্ষাগুলোতে ৫-৭ নম্বরের মত এসেছে।

আন্তর্জাতিক বিষয়াবলীঃ– ১. সংস্থা ও সংগঠন ২. দেশ মহাদেশ ৩. রাজধানী, মুদ্রা ও পার্লামেন্ট ৪. নদী, প্রণালী, দ্বীপ ও মহাসাগর ৫. খেলাধুলা ৬. পুরস্কার ও সম্মাননা
বিঃদ্রঃ- বিগত পরীক্ষাগুলোতে ৫-৭ নম্বরের মত এসেছে।

বিজ্ঞান ও প্রযুক্তিঃ– ১. পদার্থ বিজ্ঞান ২. ভূগোল ৩. মানবদেহ ৪. রসায়ন ৫. কম্পিউটার ৬. রোগ ও চিকিৎসা ৭. আবিষ্কার
বিঃদ্রঃ- বিগত পরীক্ষাগুলোতে ৫-৭ নম্বরের মত এসেছে।

 শিক্ষাব্যবস্থা ও শিক্ষা ব্যবস্থাঃ– ১. শিক্ষাতত্ব ২. প্রতিষ্ঠান
বিঃদ্রঃ- বিগত পরীক্ষাগুলোতে ২-৩ নম্বরের মত এসেছে। এগুলো কভার করলে রিটানে উত্তীর্ন হতে অনেক কাজ দিবে।

প্রিমিয়াম সাজেশন Premium Suggestion

প্রশ্নঃ প্রাইমারি ও অন্যান্য নিয়োগ পরীক্ষার জন্য কী পড়ব?

উত্তর : চাকরির জন্য বই তো অনেক আছে। আপনি যে পদে পরীক্ষা দিবেন। প্রথমে দেখবেন এখানে প্রশ্ন কীভাবে আসে। তারপর প্রস্তুতি নিন। নির্দিষ্ট এক বই পড়ে চাকরি পাবেন না কারন চাকরির সিলেবাস কম হলেও পড়াশোনা ব্যাপক। তাই একটু গবেষনা করেই পড়তে হবে। ওরাকল জব সলিউশন, প্রফেসরস বা জেনুইন প্রাইমারি শিক্ষক নিয়োগ গাইড, শাহিন ম্যাথ, নতুন বিশ্ব, বিসিএস ডাইজেস্ট, English for competitive exam। গত প্রাথমিক শিক্ষক নিয়োজ পরীক্ষায় ইংরেজি 95% প্রশ্ন English for competitive exam বই থেকে এসেছে। .

বাংলার জন্য শিক্ষক নিবন্ধন গাইড pdf free download এমপি থ্রি বা সৌমিত্র শেখরের বই। কম্পিউটার এবং সাধারন বিজ্ঞানের জন্য একটা বই। যেকোনো বাংলা ব্যাকরনের জন্য 9/10 এর ব্যাকরন ভালো। প্রাইমারি নিয়োগ পরীক্ষায় প্রশ্ন রিপিট হয়। মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স। তাই একটু চিন্তা করে পড়বেন। এছাড়া আপনি যে পদে পরীক্ষা দিবেন সে পদের জন্য নির্দিষ্ট একটা বই কিনবেন। এগুলো পড়লে আপনি যেকোনো পরীক্ষায় ইনশাআল্লাহ টিকে যাবেন।
নিয়মিত গ্রুপ স্টাডি করুন ও পরীক্ষা দিন, ইন্টারনেট আসক্তি দূর করুন। দৈনিক পত্রিকা ও সাম্প্রতিক সাধারণ জ্ঞান পড়ে রাখুন। পূর্ববর্তী নিয়োগ প্রশ্ন ও 38 তম পর্যন্ত বিসিএস প্রশ্ন সল্ভ করুন। Teacher Registration Guide pdf free download and preparation 2021

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply