শিক্ষা খবরশিক্ষা নিউজ

২০২০ সালের জেডিসি পরীক্ষার সিলেবাস ও মানবণ্টন

২০২০ সালের জেডিসি পরীক্ষার সিলেবাস ও মানবণ্টন । বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ডের ২০২০ সালের জে ডি সি পরীক্ষার সিলেবাস ও মানবণ্টন প্রকাশ করা হয়েছে।  মাদ্রাসা শিক্ষাবোর্ড এর ওয়েবসাইটে এই সিলেবাস প্রকাশ করা হয়। JDC Exam Syllabus And Mark Distribution Published , JSC Syllabus 2020-2021 Session Has Been Published On Educationsinbd Website.

দাখিল ৬ষ্ঠ, ৭ম শ্রেণি এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট পরীক্ষার সিলেবাস ও মানবণ্টন প্রকাশ করেছে মাদরাসা শিক্ষা বোর্ড। রোববার (৯ জুন) মাদরাসা শিক্ষা বোর্ড সিলেবাস ও মানবন্টন প্রকাশ করে। ২০১৯ শিক্ষাবর্ষের পাঁচ মাসেরও বেশি সময় অতিবাহিত হওয়ার পর এ সিলেবাস ও মানবন্টন প্রকাশ হল।

দাখিল ৬ষ্ঠ, ৭ম শ্রেণি এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট পরীক্ষার সিলেবাস ও মানবণ্টন

২০১৯ সালের জেডিসি পরীক্ষার সিলেবাস ও মানবণ্টন
২০১৯ সালের জেডিসি পরীক্ষার সিলেবাস ও মানবণ্টন
২০১৯ সালের জেডিসি পরীক্ষার সিলেবাস ও মানবণ্টন

"২০১৯

২০১৯ সালের জেডিসি পরীক্ষার সিলেবাস ও মানবণ্টন

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ড এর জেডিসি পরীক্ষার সিলেবাস। দাখিল ৬ষ্ঠ, ৭ম শ্রেণি এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট পরীক্ষার সিলেবাস ও মানবণ্টন। মাদরাসা শিক্ষা বোর্ডর এই সিলেবাস ও মানবন্টনে আরবী ১ম পত্রে ৬ষ্ঠ ও ৭ম শ্রেনীতে অর্ধবাষিকী ও বার্ষক এবং ৮ম শ্রেনীতে অর্ধবাষিকী পরীক্ষায় আরবী কথোপকথনে ১০ নম্বরের পরীক্ষা নেওয়ার কথা বিশেষ ভাবে উল্লেখ করেন।

জে এস সি পরীক্ষা ২০২০ – এর সিলেবাস ও মানবন্টন

জুনিয়র স্কুল সার্টিফিকেটের (জেএসসি) বাংলা ও ইংরেজি বিষয়ের নতুন সিলেবাস চূড়ান্ত করা হয়েছে। নতুন সিলেবাসে বাংলায় গদ্য-কবিতা, ব্যাকরণ ও সহপাঠ কমানো হয়েছে। ইংরেজিতে তিনটি ইউনিট কমানোসহ মোট ৩৩ শতাংশ কমানো হয়েছে। আজ মঙ্গলবার (৫ জুন) পাঠ্যপুস্তক বোর্ডে অনুষ্ঠিত এক সভা শেষে কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। জেএসসি পরীক্ষায় বাংলা-ইংরেজি বিষয়ে পরীক্ষা ও নম্বর কমানের পর নতুন করে সিলেবাস প্রণয়ন করা হয়েছে। সেখানে মুস্তাফা মনোয়ারের লেখা শিল্পকলার নানা দিক গদ্য বাদ দেয়া হয়েছে। কবিতা থেকে সুকান্ত ভট্টাচার্যের ‘প্রার্থী’, বুদ্ধদেব বসুর ‘নদীর স্বপ্ন’ এবং সুফিয়া কামালের লেখা ‘জাগো তবে অরণ্য কন্যারা’ বাদ দেয়া হয়েছে।
ব্যাকরণ থেকে বহুবচন গঠনের নিয়ম ও উদাহরণ, শ্রেণি বিভাজন, নির্দেশক, সর্বনামের দিক, শব্দ গঠনের প্রাথমিক ধারণা, অভিধান, ভক্তি, সকর্মক ও অকর্মক ক্রিয়া, ক্রিয়ার কাল, নিসর্গকরণ, একই শব্দ বিভিন্ন অর্থে প্রয়োগ করে ব্যাখ্যা ও বচনা, বাক্য রচনা, নির্মিত অর্থ, অনুচ্ছেদ, অনুধাবনসহ সহপাঠ বিষয়গুলো বাদ পড়েছে। অন্যদিকে, ইংরেজি বিষয়ে ‘ইংলিশ ফর টুডে’ বইয়ের ইউনিট ৩, ৪ ও ৮ বাদ দেয়া হয়েছে। সেখানে গ্রামার এবং কমপোজিশন, ডিগ্রি অব কমপেনসেশন, গ্রাউন্ড এবং পার্টিসিপল, মডালস, লিকিং শব্দসমূহ, সামারি রাইটিং এ কমপ্লিটিং স্টোরি নতুন সিলেবাসে বাদ দেয়া হয়েছে। তবে জুনিয়র দাখিল সার্টিফিকেটের (জেডিসি) নতুন সিলেবাস ও মানবণ্টন তৈরির কাজ এখনও শেষ হয়নি বলে জানা গেছে। আগামী এক সপ্তাহের মধ্যে সিলেবাস তৈরি করা হবে বলেও জানান তিনি।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোহরাব হোসাইন জানান, শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের সংগঠন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সুপারিশের আলোকে জেএসসি ও জেডিসি পরীক্ষায় বাংলা ও ইংরেজি বিষয়ে ৫০ এবং ঐচ্ছিক বিষয়ে ১০০ নম্বরের পরীক্ষা না হয়ে তা ক্লাসে মূল্যায়নের সিদ্ধান্ত হয়। এরপর সে ভিত্তিতে পরীক্ষার মানবন্টনে এনসিটিবিকে নির্দেশনা দেয়া হয়। তার ভিত্তিতে এ পরীক্ষার প্রশ্নের নম্বর বিভাজন তৈরি করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

ইতোমধ্যে জেএসসি-জেডিসির বাংলা ও ইংরেজি পরীক্ষার মানবন্টন চূড়ান্ত করা হয়েছে। বাংলা দুটি বিষয় একত্রিত করে মোট ১০০ নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে সৃজনশীল ও রচনামূলক অংশে ৭০ নম্বর এবং বহু নির্বাচনী অংশে ৩০ নম্বর বরাদ্দ থাকবে। প্রতিটি সৃজনশীল প্রশ্নের নম্বর ১০ এবং প্রতিটি বহু নির্বাচনী প্রশ্নে নম্বর হবে এক করে। ইংরেজি বিষয়কে চারটি বিভাগে ভাগ করে এ বিষয়ের মানবন্টন করা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক বলেন, এনসিসিসির সভায় সিদ্ধান্ত অনুযায়ী নতুন সিলেবাস ও নম্বর বিভাজন করা হয়েছে। সেখানে নম্বর ও বিষয় কমানো হয়েছে। সে অনুযায়ী নতুন সিলেবাস তৈরি করা হয়েছে। বিষয়গুলো শিক্ষকরা অবগত রয়েছেন। আগামী এক সপ্তাহের মধ্যে নতুন সিলেবাস ও মানবন্টন সংক্রান্ত বিষয়ে নির্দেশনা জারি করা হবে। এরপর তা কার্যকর হবে। ঐচ্ছিক ক্লাস মূল্যায়নের বিষয়ে চেয়ারম্যান বলেন, ক্লাসের মাধ্যমে ঐচ্ছিক বিষয় মূল্যায়ন করলে শিক্ষার্থীদের চাপ অনেক কমে যাবে। ক্লাসে তারা ইচ্ছমত শেখার সুযোগ পাবে। স্বাধীনভাবে শেখার সুযোগ সৃষ্টি হবে। ঐচ্ছিক বিষয় ক্লাসে মূল্যায়নের পর তা স্ব স্ব শিক্ষা বোর্ডে পাঠানো হবে। সেসব নম্বর শিক্ষার্থীদের ট্রান্সক্রিপ্টে তুলে দেয়া হবে। নতুন সিলেবাসে মোট ৩৩ শতাংশ কমানো হয়েছে বলেও জানান তিনি।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group