ক্যাম্পাসজাতীয় বিশ্ববিদ্যালয়শিক্ষা নিউজ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষ পরীক্ষার খাতা দেখছেন শিক্ষকের শালী

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষার খাতা দেখছেন সাতক্ষীরা তালা উপজেলার কুমিরা মহিলা ডিগ্রি কলেজের সোমা মহলদার নামে এক ছাত্রী। কুমিরা মহিলা ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক আদিত্য ব্যানার্জী নিজে পরীক্ষার খাতা না দেখে এই কলেজছাত্রীকে দিয়েছেন।

কলেজছাত্রী সোমা মহলদার সম্পর্কে আদিত্য ব্যানার্জীর শ্যালিকা। কুমিরা মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের ছাত্রী সে।

২৩ অক্টোবর ২০১৯ বুধবার দুপুর সাড়ে ১২টায় কলেজ ক্যাম্পাসে প্রবেশ করলে দেখা যায় ওই ছাত্রী ক্যাম্পাসে নিরিবিলি বসে অনার্স ১ম বর্ষের রাষ্ট্রবিজ্ঞানের স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস বিষয়ের খাতা কাটছেন। খাতাগুলো কে দিয়েছেন, কোথায় পেলেন প্রশ্ন করতেই বেরিয়ে আসে অজানা কাহিনী।

শিক্ষার্থী সোমা মহালদার বলেন, আমার দুলাভাই খাতাগুলো দিয়েছেন দেখার জন্য। তাই আমি খাতাগুলো দেখছি। এগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসের খাতা।

আপনার কাছে কতগুলো খাতা রয়েছে এমন প্রশ্নে ছাত্রী বলেন, আমার কাছে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস বিষয়ের ৫০টি খাতা রয়েছে। এরপর তিনি রুমে গিয়ে বাকিখাতাগুলো বের করে দেখান। খাতায় দেখা যায় ওই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে চলতি বছরের ১ আগস্ট। কলেজ ছুটির দিন থাকায় ঘটনার সময় দায়িত্বে থাকা নিরাপত্তা প্রহরী উপস্থিত ছিলেন।

পরীক্ষার খাতা শালী অথবা ছাত্রীকে দিয়ে দেখানোর বিষয়ে জানতে চাওয়া হলে কুমিরা মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক আদিত্য ব্যানার্জী অভিযোগ স্বীকার করে বলেন, আমার বয়স একটু বেশি হওয়ার কারণে চোখে ঠিকমতো দেখতে পাই না। তাই শিক্ষার্থীর কাছে দিয়েছি দেখার জন্য।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group