উচ্চ মাধ্যমিক এইচএসসি পর্যায়ে সাউথইস্ট ব্যাংক ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি – ২০১৯
উচ্চ মাধ্যমিক এইচএসসি পর্যায়ে সাউথইস্ট ব্যাংক ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি ২০১৯। উচ্চ মাধ্যমিক এইচএসসি পর্যায়ে শিক্ষাবৃত্তি দেবে সাউথইস্ট ব্যাংক ফাউন্ডেশন। অসচ্ছল পরিবারের ছাত্র-ছাত্রী, যারা ২০১৯ সালে অনুষ্ঠিত এস,এস,সি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদেরকে এই শিক্ষাবৃত্তি দেওয়া হবে।
• বৃত্তি স্পন্সর: সাউথইস্ট ব্যাংক ফাউন্ডেশন
• কারা আবেদন করবে: অসচ্ছল পরিবারের ছাত্র-ছাত্রী, যারা ২০১৯ সালে অনুষ্ঠিত এস,এস,সি বা সমমান পরীক্ষায় চতুর্থ বিষয় ছাড়া ন্যূনতম ফলাফল বিজ্ঞান শাখায় : জিপিএ ৫.০, বাণিজ্য শাখায় : জিপিএ ৪.৫ এবং মানবিক শাখায় : জিপিএ ৪.০ অর্জন করেছে এবং বর্তমানে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এইচএসসি/সমমান পর্যায়ে অধ্যয়নরত।
উচ্চ মাধ্যমিক এইচএসসি পর্যায়ে সাউথইস্ট ব্যাংক ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি – ২০১৯
• বৃত্তির পরিমানঃ মাসিক ২,০০০/- টাকা (জুলাই ২০১৯ – জুন ২০২১); বই-পুস্তক বাবদ এককালীন প্রদান করা হবে ৪,০০০/- টাকা
আবেদনপত্র ডাউন লােড করতে ক্লিক করুন
•আবেদনপত্র পাঠানাের শেষ তারিখঃ ০৭ আগস্ট, ২০১৯
আবেদনপত্র পাঠানাের শেষ ঠিকানা: নির্বাহী পরিচালক সাউথইস্ট ব্যাংক ফাউন্ডেশন, সাউথইস্ট ব্যাংক লিমিটেড ইউনুস সেন্টার, ৬ষ্ঠ তলা, ৫২-৫৩, দিলকুশা বা/এ, ঢাকা-১০০০।