সকল ভর্তি খবর

২০২০-২০২১ শিক্ষাবর্ষে রংপুর কারমাইকেল কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি

রংপুর কারমাইকেল কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২০২১ শিক্ষাবর্ষ। কারমাইকেল কলেজ, রংপুর-এ ২০২০-২০২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। আগ্রহী সকলকে নিম্নলিখিত শর্তসাপেক্ষে আবেদন করার জন্য আহবান যাচ্ছে। টেলিটক প্রি-পেইড মােবাইল ব্যবহার করে এসএমএস ও অনলাইনের মাধ্যমে আবেদন করা যেতে পারে। Rangpur Charmichael College Xi Class Admission Notice 2020-2021 Session Has Been Published EducationsinBD Website.

আরো পড়ুন –
•হলিক্রস কলেজে একাদশ শ্রেণীতে ভর্তি বিজ্ঞপ্তি

নটর ডেম কলেজে একাদশ শ্রেণীতে ভর্তি বিজ্ঞপ্তি

ভর্তির যোগ্যতা

২০১৮, ২০১৯ ও ২০২০ সালে দেশের যে কোন শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৭, ২০১৮ ও ২০১৯ সালে এস.এস.সি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীগণ ভর্তির জন্য আবেদন করতে পারবে ।

বিভিন্ন শাখা ভিত্তিক ভর্তির জন্য নুন্যতম জিপিএ

বিজ্ঞান: ৫.০০ (৪র্থ বিষয়সহ)
মানবিক: ৪.০০ (৪র্থ বিষয়সহ)
ব্যবসায় শিক্ষা: ৪.০০ (৪র্থ বিষয়সহ)

শাখা পরিবর্তনের জন্য নূন্যতম জিপিএ

•বিজ্ঞান শাখা হতে মানবিক ও ব্যবসায় শিক্ষা | ৪.৫০ (৪র্থ বিষয়সহ)।
•মানবিক শাখা হতে ব্যবসায় শিক্ষা। ৩.৭৫ (৪র্থ বিষয়সহ)
•ব্যবসায় শিক্ষা শাখা হতে মানবিক | ৩.৭৫ (৪র্থ বিষয়সহ)।

ভর্তির জন্য একজন প্রার্থী নিম্নরূপ শাখা নির্বাচন করতে পারবে

•বিজ্ঞান শাখা হতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার মধ্যে যে কোন একটি

•মানবিক শাখা হতে মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার মধ্যে যে কোন একটি

•ব্যবসায় শিক্ষা শাখা হতে মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার মধ্যে যে কোন একটি

বিঃদ্রঃ মানবিক বা ব্যবসায় শিক্ষা শাখায় ভর্তিকৃত বিজ্ঞান শাখার শিক্ষার্থী আসন শূন্য থাকা সাপেক্ষে বিজ্ঞান শাখায় শাখা পরিবর্তন করতে চাইলে তার জিপিএ ৫.০০ থাকতে হবে।

কারমাইকেল কলেজের EIIN নম্বরঃ 127489.

ভর্তির বিস্তারিত সময়সীমা

আবেদনের সময়সীমাঃ ০৯/০৮/২০২০হতে ১৫/০৯/২০২০ তারিখ পর্যন্ত (অন্যান্য তথ্যাদি দিনাজপুর শিক্ষা বাের্ডের ওয়েবসাইট থেকে জানা যাবে)।

নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশঃ সেপ্টেম্বর ২০২০

শিক্ষার্থীর সিলেকশন নিশ্চায়নঃ সেপ্টেম্বর ২০২০

ভর্তিঃ সেপ্টেম্বর ২০২০

ক্লাশ শুরুর তারিখঃ এখনো নির্ধারিত হয়নি।

কারমাইকেল কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২০২১ শিক্ষাবর্ষ

কারমাইকেল কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি ২০১৯-২০২০ শিক্ষাবর্ষ

Read More- রংপুর সরকারি কলেজের একাদশ শ্রেণিতে ভর্তি

অনলাইন ও এসএমএস-এর মাধ্যমে আবেদন করার নিয়মাবলী

•অনলাইনে আবেদনের ক্ষেত্রে ১৫০/- (একশত পঞ্চাশ) টাকা আবেদন ফি জমা সাপেক্ষে সর্বনিম্ন ০৫ (পাঁচ) টি এবং সর্বোচ্চ ১০ (দশ) টি কলেজ/সমমানের প্রতিষ্ঠান এর জন্য পছন্দক্রম এর ভিত্তিতে  আবেদন করতে পারবে।

•এসএমএস এর মাধ্যমে প্রতি কলেজ/সমমানের প্রতিষ্ঠানের জন্য ১২০/- (একশত বিশ) টাকা আবেদন ফি প্রদান সাপেক্ষে একাধিক কলেজ/সমমানের প্রতিষ্ঠান পর পর পছন্দক্রম এর ভিত্তিতে আবেদন করতে পারবে।

•অনলাইন এবং এসএমএস উভয় পদ্ধতিতে সর্বোচ্চ ১০ (দশ) টি কলেজ/সমমানের প্রতিষ্ঠানে আবেদন করতে পারবে। একজন শিক্ষার্থী যতগুলাে কলেজে আবেদন করবে তার মধ্যে থেকে শিক্ষার্থী মেধা ও পছন্দক্রমের ভিত্তিতে একটি মাত্র কলেজে তার অবস্থান নির্ধারণ করা হবে ।

•আবেদনকারীকে নির্ধারিত ওয়বসাইটে (xiclassadmission.gov.bd) গিয়ে Apply Online এ Click করতে হবে, এরপর প্রদর্শিত তথ্য ছকে মাধ্যমিক/সমমান পরীক্ষার রােল নম্বর, বাের্ড ও পাশের সন সঠিকভাবে এন্ট্রি দিলে আবেদনকারী তার প্রাপ্ত জিপিএ ও ব্যক্তিগত তথ্য দেখাতে পাবে। এরপর নিজের/’অভিভাবকের ব্যবহৃত মােবাইল নম্বর এবং কোটা (প্রযোজ্য ক্ষেত্রে) দিতে হবে। এই মােবাইল নম্বরের মাধ্যমে বিভিন্ন সময় প্রার্থীকে SMS প্রেরণ করা হবে। বিধায় নম্বরটি নিশ্চিত হওয়ার জন্য দুইবার এন্ট্রি দিতে হবে। অতঃপর তাকে ভর্তিচ্ছু কলেজ, শিফট, ভার্সন এবং গ্রুপ Select করতে হবে ।

কোটার ক্ষেত্রেঃ শিক্ষার্থীকে তথ্য ছকের নির্দিষ্ট স্থানে তার জন্য প্রযােজ্য কোটা (মুক্তিযােদ্ধা, শিক্ষা, প্রতিবন্ধী, প্রবাস, বি,কে,এস,পি, বিভাগীয় ও জেলা সদরের বাহিরের কোটা) Select করতে হবে।

ফি প্রদান

অনলাইনে সফলভাবে আবেদন Submit হওয়ার পর প্রার্থীরা শুধুমাত্র টেলিটক মােবাইল ব্যবহার করে SMS এর মাধ্যমে তাদের অনলাইনে আবেদন ফি ম্যাসেজ অপশনে গিয়ে নিম্নলিখিত নিয়মে ফি প্রদান করতে হবে। CAD <Space> WEB <Space>Application ID লিখে 16222 নম্বরে Send করতে হবে। ফিরতি SMS এ আবেদনকারীর নাম, Application ID, কলেজের সংখ্যা এবং ফি বাবদ ১৫০/- টাকা (একশত পঞ্চাশ টাকা) কেটে নেয়া হবে তা জানিয়ে একটি PIN প্রদান করা হবে।

আবেদনে সম্মত থাকলে ম্যাসেজ অপশনে গিয়ে CAD<Space> Yes <<Space> PIN লিখে 16222 নম্বরে send করতে হবে। বিস্তারিত তথ্য কলেজের ওয়েব সাইট www.ccr.gov.bd থেকে জানা যাবে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group