জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২২ সালের এলএলবি ১ম পর্ব পরীক্ষার সময়সূচী ও কেন্দ্রতালিকা প্রকাশ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২২ সালের এলএলবি ১ম পর্ব পরীক্ষার রুটিন প্রকাশ। জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের অফিসিয়াল www.nu.ac.bd ওয়েবসাইটে রুটিনটি প্রকাশ করে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২২ সালের এলএলবি ১ম পর্ব পরীক্ষার সময়সূচী ও কেন্দ্রতালিকা দেখুন এখানে। national University llb 1st part routine 2023.
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সকল আইন কলেজের ২০২২ সালের এলএলবি ১ম পর্ব পরীক্ষার রুটিন প্রকাশ হয়েছে। প্রকাশিত রুটিন অনুযায়ী জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২২ সালের এলএলবি ১ম পর্ব পরীক্ষা শুরু হবে ১৯.০১.২০২৪ তারিখ থেকে এবং শেষ হবে ০১.০৩.২০২৪ তারিখে। এলএলবি ১ম পর্ব পরীক্ষা প্রতিদিন সকাল ৮:৩০ টা হতে আরম্ভ হবে।
এডুকেশন্স ইন বিডির পাঠকদের জন্য এখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২২ সালের এলএলবি ১ম পর্ব পরীক্ষার রুটিন হুবহু দেয়া হলো। সেই সাথে আসল রুটিনটি কোন ঝামেলা ছাড়া ডাউনলোড করার লিংকও দিয়ে দেয়া হলো যাতে করে সবাই খুব সহজে এবং ঝামেলা ছাড়া অরজিনাল রুটিন ডাউনলোড করতে পারেন।
আপডেট এলএলবি ১ম পর্ব পরিক্ষার রুটিন ২০২৩
• জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি ১ম বর্ষের রুটিন প্রকাশের তারিখ: ১৯.১১.২০২৩
• পরিক্ষা শুরুর তারিখঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২২ সালের এলএলবি ১ম বর্ষের পরিক্ষা ১৯.০১.২০২৪ তারিখে শুরু হবে।
• পরিক্ষা শেষ হবেঃ ১.০৩.২০২৪ তারিখে পরিক্ষা শেষ হবে।
• পরিক্ষা প্রতিদিন সকাল ০৮.৩০ থেকে শুরু হবে।
• পরীক্ষার সময়ঃ প্রশ্ন পত্রে যে সময় দেয়া থাকবে সেটি।
২০২২ সালের এলএলবি প্রথম পর্ব পরীক্ষার সময়সূচী সংক্রান্ত বিজ্ঞপ্তি।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি ১ম পর্ব পরীক্ষার রুটিন ২০২৩
২০২২ সালের এল.এলবি ১ম পর্ব পরীক্ষার কেন্দ্র তালিকা সংক্রান্ত বিজ্ঞপ্তি।
২০২২ সালের এল.এলবি ১ম পর্ব পরীক্ষার সময়সূচী সংক্রান্ত বিজ্ঞপ্তি।
২০২২ সালের এলএলবি প্রথম পর্ব পরীক্ষার কেন্দ্র তালিকা
এলএলবি ১ম পর্ব পরীক্ষার বিশেষ নির্দেশনা
• পরীক্ষার্থীদের প্রবেশপত্র জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট : www.nu.ac.bd থেকে স্ব-স্ব কলেজকে নিজ দায়িত্বে ডাউনলােড করে নিতে হবে (এজন্য পৃথক কোন পত্র ইস্যু করা হবে না)।
• পরীক্ষার্থী প্রতি কেন্দ্র ফি ৫০০/-(পাঁচশত) টাকার মধ্যে ৭৫% টাকা অর্থাৎ ৩৭৫/-টাকা হারে এবং সংশ্লিষ্ট কেন্দ্রে আসন বিন্যাসের জন্য এক কপি রােল বিবরণী পরীক্ষা আরম্ভ হওয়ার ৩/৪ দিন পূর্বে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে হস্থান্তর করার জন্যঅনুরােধ করা হল। National University’s 2023 LLB 1st phase exam routine is released. The national university publishes the routine on its official www.nu.ac.bd website.