ক্যারিয়ারপরীক্ষা খবরপরীক্ষার রুটিন

মাধ্যমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সময়সূচি ও আসন বিন্যাস প্রকাশ

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের MCQ পরীক্ষার সময়সূচি ও আসন বিন্যাস। মাধ্যমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সিট প্লান প্রকাশ। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের MCQ ধরনের লিখিত পরীক্ষার আসন ব্যবস্থা, সময়সূচি ও পরীক্ষা সংক্রান্ত নির্দেশনা।

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের “সহকারী শিক্ষক/শিক্ষিকা” নিয়োগ পরীক্ষার সময়সূচি ও আসন বিন্যাস প্রকাশ করেছে বাংলাদেশ কর্ম কমিশন। বাংলাদেশ কর্ম কমিশনের ওয়েবসাইট বিস্তারিত বিজ্ঞপ্তিতে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের MCQ পরীক্ষার সময়সূচি ও আসন বিন্যাস প্রকাশ হয়।

আরো পড়ুন- মাধ্যমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সময়সূচি সংক্রান্ত বিজ্ঞপ্তি   

বাংলাদেশ সরকারী কর্ম কমিশন কর্তৃক শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক/শিক্ষিকা পদে ২০০ নম্বরের MCQ ধরনের লিখিত পরীক্ষা আগামী ০৬.৯.২০১৯ খ্রিঃ তারিখ, শুক্রবার সকাল ১০:০০টা থেকে বেলা ১২:০০টা পর্যন্ত ঢাকাস্থ ১৭০ টি কেন্দ্রে নিম্নলিখিত সময়সূচি এবং আসন ব্যবস্থা অনুযায়ী একযােগে অনুষ্ঠিত হবে।

মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার তারিখ ও সময়সূচি

লিখিত পরীক্ষার তারিখঃ ৬/৯/২০১৯ তারিখ।

পরীক্ষার সময়ঃ সকাল ১০.০০ টা থেকে ১২.০০ টা।

প্রার্থীদের করণীয়

৮:৩০- ৯:২৫ঃ প্রার্থীগণ নির্ধারিত পরীক্ষা কেন্দ্রে নিজ নিজ পরীক্ষা কক্ষে প্রবেশ করে নির্দিষ্ট আসন গ্রহণ করবেন।

৯:৩০-৯:৫৫ঃ প্রার্থীদেরকে উত্তরপত্র দেয়া হবে। উত্তরপত্রের ৪টি সেট থাকবে, যেমন সেট-১, সেট-২, সেট-৩ এবং সেট-৪। প্রার্থীগণ উত্তরপত্রে নিজ জেলা ও রেজিস্ট্রেশন নম্বর লিখবেন। ০৬(ছয়) ডিজিটের রেজিস্ট্রেশন নম্বরের নিচের সংশ্লিষ্ট বৃত্তগুলাে কালাে কালির বল পয়েন্ট কলম দিয়ে ভরাট করবেন। প্রার্থীগণ হাজিরা তালিকায় স্বাক্ষর করবেন। এ সময় প্রবেশপত্র টেবিলের উপর খুলে রাখতে হবে। প্রবেশপত্রের ছবি এবং স্বাক্ষরের সঙ্গে হাজিরা তালিকার ছবি ও স্বাক্ষর মিলিয়ে দেখা হবে। গরমিল পাওয়া গেলে বহিষ্কারসহ যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

১০:০০টাঃ প্রার্থীদের প্রশ্নপত্র দেয়া হবে। উত্তরপত্রের অনুরূপ প্রশ্নপত্রেরও ৪টি ভিন্ন রংয়ের সেট থাকবে যেমন সেট ১, সেট-২, সেট-৩ এবং সেট-৪। প্রার্থী যে সেট নম্বরের উত্তরপত্র পাবেন তাকে সে সেট নম্বরের প্রশ্নপত্র দেয়া হবে। উত্তরপত্রের সেট নম্বর এবং প্রশ্নপত্রের সেট নম্বর এক এবং অভিন্ন হতে হবে। বিষয়টি নিশ্চিত হয়ে প্রার্থী উত্তরদান শুরু করবেন।

১২:০০ টাঃ পরীক্ষা শেষ হবে। প্রার্থীগণ নিজ নিজ আসনে অবস্থান করবেন। পরিদর্শকগণ উত্তরপত্র সংগ্রহ করবেন। পরিদর্শকগণ উত্তরপত্র সংগ্রহ করে বুঝে নেয়ার পর প্রার্থীগণ পরীক্ষা কক্ষ ত্যাগ করবেন। প্রশ্নপত্র প্রার্থীগণ নিয়ে যাবেন।

মাধ্যমিক শিক্ষক নিয়োগের পরীক্ষার সময়সূচি ও আসন বিন্যাস


আরো পড়ুন- মাধ্যমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নেবেন যেভাবে 

পরীক্ষা সংক্রান্ত জরুরি নির্দেশনা :

• MCQ ধরনের লিখিত পরীক্ষার পূর্ণমান হবে ২০০ নম্বর এবং সময় ২ ঘণ্টা। মােট ২০০(দুইশত) টি MCQ type প্রশ্ন থাকবে। পরীক্ষার্থী প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ০১(এক) নম্বর পাবেন, তবে ভুল উত্তর দিলে প্রতি ভুল উত্তরের জন্য ০ (শূন্য দশমিক পাঁচ) নম্বর করে কাটা হবে।

• প্রার্থীদের রেজিস্ট্রেশন নম্বর ০৬(ছয়) ডিজিট সংবলিত। কোনাে প্রার্থীর রেজিস্ট্রেশন নম্বর ০৬ (ছয়) ডিজিটের কম সংখ্যার হলে বামদিকের ঘর/ঘরগুলাে ০(শূন্য) দিয়ে পূরণপূর্বক রেজিস্ট্রেশন নম্বরের ডিজিটসমূহ (সংখ্যাসমূহ) উত্তরপত্রের প্রযােজ্য ঘরে কাল কালির বল পয়েন্ট কলম দিয়ে লিখে নিচের প্রযােজ্য বৃত্ত ভরাট করতে হবে।

• প্রতিটি উত্তরপত্রে সেট নম্বরের নির্ধারিত স্থানে সেট নম্বর এবং সেট নম্বরের জন্য নিচের সংশ্লিষ্ট বৃত্তটি মুদ্রিত থাকবে। কাজেই প্রার্থীদের উত্তরপত্রে সেট নম্বর লিখার এবং সেট নম্বরের বৃত্ত ভরাট করার প্রয়োজন হবে না। প্রার্থীকে যে সেট নম্বরের উত্তরপত্র দেয়া হবে তাকে সে সেট নম্বরের প্রশ্নপত্র সরবরাহ করা হবে। প্রশ্নপত্র প্রাপ্তির পর প্রার্থী তার প্রশ্নপত্রের সেট নম্বর এবং উত্তরপত্রের সেট নম্বর অভিন্ন কিনা তা চেক করে নিশ্চিত হবেন। প্রশ্নপত্র এবং উত্তরপত্রের সেট নম্বর অভিন্ন না হলে সঙ্গে সঙ্গে পরিদর্শককে অবহিত করতে হবে। প্রবেশপত্রের নিচে প্রদত্ত নির্দেশনা মনােযােগের সাথে পড়তে এবং অনুসরণ করতে হবে।

• কোনাে প্রার্থী সহকারী শিক্ষক /শিক্ষিকা পদের একাধিক বিষয়ে আবেদন করে থাকলে তিনি যে কোনাে একটি বিষয়ের.পরীক্ষায় অংশগ্রহণ করলে অন্য বিষয়ের পরীক্ষায়ও উপস্থিতি হিসেবে গণ্য হবেন। তবে প্রার্থী যে কেন্দ্রে পরীক্ষা দিতে ইচ্ছুক নির্ধারিত বিষয়ের প্রবেশপত্র সংগে আনতে হবে। অন্যথায় তার পরীক্ষা গ্রহণ করা হবে না। উল্লেখ্য
নিয়ােগবিধির শর্তানুযায়ী যােগ্যতার ঘাটতি/গরমিল পাওয়া গেলে সংশ্লিষ্ট পদে তার প্রার্থিতা বাতিল হবে।

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের MCQ পরীক্ষার সময়সূচি ও আসন বিন্যাস। মাধ্যমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সিট প্লান ।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group