পরীক্ষা খবরবিসিএস

৪২তম বিসিএস (বিশেষ) পরীক্ষার বিজ্ঞপ্তি ২০২০ প্রকাশ

বাংলাদেশ কর্ম কমিশনের ৪২ তম (বিশেষ) বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি ২০২০ প্রকাশিত হয়েছে। বাংলাদেশ সিভিল সার্ভিসের ৪২ তম (বিশেষ) বিসিএস সার্কুলার প্রকাশ। এখানে আপনাদের সামনে তুলে ধরব  ৪২ তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ৪২ তম (বিশেষ) বিসিএস পরীক্ষার সার্কুলার প্রকাশিত হয়েছে। বাংলাদেশ কর্ম কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। প্রকাশিত বিজ্ঞপ্তিতে  ৪২ তম বিসিএস পরীক্ষার জন্য অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে।

অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion

আরো পড়ুন- ৪৩তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি ২০২০ প্রকাশ

৪২তম বিশেষ বিসিএসে ২ হাজার চিকিৎসকের নিয়োগের প্রক্রিয়া চূড়ান্ত করেছে পিএসসি।  বাংলাদেশ সিভিল সার্ভিসের ক্যাডার পদে প্রতিযোগিতা মূলক ৪২তম বিসিএস পরীক্ষার মাধ্যমে পূরণের জন্য অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে। ৪২ তম (বিশেষ) বিসিএস পরীক্ষার আবেদন আগামী ৫ ডিসেম্বর থেকে শুরু হবে এবং ৪ জানুয়ারি পর্যন্ত এ আবেদন চলবে।

৪২তম বি.সি.এস, (বিশেষ) পরীক্ষার আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমাদানের সময়

• আবেদনপত্র পূরণ ও ফি জমাদান শুরুর তারিখ ও সময়ঃ ০৭.১২.২০২০ তারিখ, সকাল ১০.০০ মিনিট।

• আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ২৭.১২.২০২০ তারিখ, সন্ধ্যা ৬.০০ মিনিট।

• আবেদনপত্র জমাদানের শেষ তারিখ অর্থাৎ ২৭.১২.২০২০ তারিখ, সন্ধ্যা ৬.০০ মিনিটের মধ্যে কেবল User ID প্রাপ্ত প্রার্থীরা উক্ত সময়ের পরবর্তী ৭২ ঘণ্টা (অর্থাৎ ৩০.১২.২০২০ তারিখ, সন্ধ্যা ৬.০০ মিনিট পর্যন্ত) sms এর মাধ্যমে (বিজ্ঞপ্তির ১২.০ নম্বর অনুচ্ছেদের নির্দেশনা অনুসরণ করে) ফি জমা দিতে পারবেন। নির্ধারিত তারিখ ও সময়ের পর কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না।

Applicant’s Copy-তে বর্ণিত সময় অনুযায়ী (অর্থাৎ ৭২ ঘণ্টা) প্রার্থীদের ফি জমাদান সম্পন্ন করতে হবে। শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে পর্যাপ্ত সময় নিয়ে প্রার্থীদের আবেদন করতে পরামর্শ দেয়া হচ্ছে.

অনলাইনে ৪২তম (বিশেষ) বিসিএস পরীক্ষার আবেদনপত্র জমাদান :

৪২তম বিসিএসের আবেদনপত্র (BCS Application Form) অনলাইনে পূরণ করে আবেদন করতে হবে। পূরণকৃত BCS Application Form এর একাধিক কপি ডাউনলােড করে কমিশন কর্তৃক নির্ধারিত সময়ে জমাদানের জন্য প্রার্থী নিজের কাজে সযত্নে সংরক্ষণ করবেন। অনলাইনে জমাকৃত BCS Application Form (applicant’s copy) কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলােড করে বিজ্ঞাপনের উল্লিখিত কাগজপত্রসহ লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের পর প্রার্থী কমিশন কর্তৃক নির্ধারিত সময়ে ও স্থানে জমা দিবেন।

অনলাইনে ৪২তম (বিশেষ) বিসিএসের ফরম পূরণ পদ্ধতি :

• প্রার্থীকে Teletalk BD Ltd-এর Web Address: http://bpsc.teletalk.com.bd অথবা বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের Web Address: www.bpsc.gov.bd এর মাধ্যমে কমিশন কর্তৃক নির্ধারিত অনলাইন আবেদনপত্র (BCS Application Form) পূরণকরে অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম এবং ফি জমাদান সম্পন্ন করতে হবে।

৪২তম (বিশেষ) বিসিএস পরীক্ষার ফি জমাদান :

• অনলাইনে আবেদনপত্র (BCS Application Form) যথাযথভাবে পূরণপূর্বক নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর আপলােড করে প্রার্থী কর্তৃক আবেদনপত্র জমা প্রদান সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ application preview দেখা যাবে।

• নির্ভুলভাবে আবেদনপত্র জমা সম্পন্ন হলে প্রার্থী একটি User ID সহ ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি applicant’s copy পাবেন। Application preview এবং applicant’s copy-তে প্রার্থীর ছবি ও স্বাক্ষর অবশ্যই দৃশ্যমান হতে হবে। উক্ত applicant’s copy প্রার্থীকে প্রিন্ট অথবা ডাউনলােড করে সংরক্ষণ করতে হবে

• Applicant’s কপিতে একটি User ID দেয়া থাকবে এবং এই User ID ব্যবহার করে Teletalk BD Ltd. কর্তৃক sms এর মাধ্যমে নিমােক্ত পদ্ধতিতে যে কোনাে Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে sms করে ৪২তম বিসিএস পরীক্ষার ফি ৭০০/- (সাতশত) টাকা জমা দিবেন।

৪২তম (বিশেষ) বিসিএস ফি এসএমএসে জমা দেয়ার পদ্ধতি :

প্রথম SMS: BCS <space>User ID লিখে send করুন 16222 নম্বরে।

Example : BCS QRNTCBTP

দ্বিতীয় SMS: BCS <space>Yes<Space>PIN লিখে send করুন 16222 নম্বরে।

Example : BCS YES 12345678

৪১২ তম বিসিএস পরীক্ষার প্রবেশপত্র (Admit Card) ডাউনলোড

বিজ্ঞাপনের নির্দেশনা অনুসারে পরীক্ষার নির্ধারিত ফি জমা হলে টেলিটক হতে প্রেরিত sms বার্তায় প্রাপ্ত উত্তরে প্রদত্ত একটি User ID এবং password ব্যবহার করে প্রার্থী তার প্রার্থিত কেন্দ্রের রেজিস্ট্রেশন নম্বরের রেঞ্জ হতে কম্পিউটারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে বরাদ্দকৃত রেজিস্ট্রেশন নম্বর সংবলিত প্রবেশপত্র ডাউনলােড করে সংগ্রহ করতে পারবেন।

একনজরে এই পোষ্টে কি কি থাকছে দেখে নিন

৪২তম বিসিএস (বিশেষ) পরীক্ষার বিজ্ঞপ্তি ২০২০

MCQ Type লিখিত পরীক্ষা অনুষ্ঠানের সম্ভাব্য তারিখঃ ৪২তম বি.সি.এস. (বিশেষ) পরীক্ষা-২০২০ এর MCQ Type লিখিত পরীক্ষা ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হতে পারে। সুনির্দিষ্ট তারিখ ও সময় যথাসময়ে কমিশনের ওয়েবসাইট এবং সংবাদ মাধ্যমে প্রকাশ করা হবে।

পরীক্ষার নম্বর বণ্টন: মােট নম্বর: ৩০০

• লিখিত পরীক্ষা MCQ Type- ২০০

• মৌখিক পরীক্ষা- ১০০

সর্বমােট- ৩০০

লিখিত পরীক্ষার সময়, বিষয়সমূহ ও নম্বর বণ্টন

প্রার্থীদেরকে নিম্নোক্ত বিষয় এবং নম্বর বণ্টন অনুযায়ী ২০০ (দুইশত) নম্বরের একটি Multiple Choice Question (MCQ Type) লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পরীক্ষার পূর্ণ সময় দেয়া হবে ২ (দুই) ঘণ্টা।

MCQ Type লিখিত পরীক্ষার বিষয় ও নম্বর বণ্টন নিম্নে প্রদান করা হলাে: মেডিকেল সায়েন্স: ১০০, বাংলা: ২০, ইংরেজি: ২০, বাংলাদেশ বিষয়াবলি: ২০৷ আন্তর্জাতিক বিষয়াবলি: ২০, মানসিক দক্ষতা: ২০, গাণিতিক যুক্তি: ২০

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply