পরীক্ষা খবর

প্রাথমিক সমাপনী পিইসি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার নির্দেশ

২০২১ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার জন্য প্রস্তুতির নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এ পরীক্ষা কীভাবে নেওয়া হবে, শিগগিরই কাঠামো ঠিক করতে মৌখিকভাবে নির্দেশ দেওয়া হয়েছে জাতীয় প্রাথমিক শিক্ষা অ্যাকাডেমির (নেপ) মহাপরিচালককে।

করোনার কারণে চলতি বছরের প্রাথমিক সমাপনী পরীক্ষা অনিশ্চয়তায় পড়েছে করোনার কারণে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। হচ্ছে না ক্লাসও। এরমধ্যেই প্রাথমিক সমাপনী পিইসি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে নেপ মহাপরিচালক মো. শাহ আলম গণমাধ্যমকে বলেন, ‘পরীক্ষার সেই কাঠামো ঠিক করতে মন্ত্রণালয় থেকে মৌখিকভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। আগের কাঠামোতে এখন পরীক্ষা নেওয়া যাবে না। সে জন্য শিগগিরই কাঠামো সংশোধন করা হবে। প্রশ্নপত্র তৈরির প্রস্তুতি আমাদের রয়েছে। শিগগিরই একটি ওয়ার্কশপে কাঠামো চূড়ান্ত করে তা মন্ত্রণালয়ে পাঠানো হবে।’

অধিদফতর সূত্রে জানা গেছে, চলতি বছর যে কয়দিন শিক্ষা প্রতিষ্ঠান চালানো সম্ভব হবে সে কয়দিনের সংক্ষিপ্ত পাঠ্যসূচি অনুযায়ী প্রশ্নপত্র তৈরি করে পরীক্ষা নেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। জুলাই মাস থেকে শিক্ষা প্রতিষ্ঠান খোলার টার্গেট রেখে পরীক্ষার প্রস্তুতি রাখা হয়। যদি শিক্ষা প্রতিষ্ঠান জুলাই এবং আগস্টে খোলা সম্ভব না হয় তাহলে সেপ্টেম্বরে খোলার প্রস্তুতি অনুযায়ী পাঠ্যসূচির আলোকে প্রশ্নপত্র তৈরি করা হবে।

প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম বলেন, ‘যদি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত বহাল থাকে তাহলে ৩ মাস ক্লাস নিতে পারলেও আমরা পরীক্ষা নিতে পারবো। ’

‘পরীক্ষা নেওয়া হবে না’- গণমাধ্যমের এমন প্রতিবেদনে পরিপ্রেক্ষিতে মহাপরিচালক বলেন, ‘আমরা কখনও বলিনি যে পরীক্ষা নেওয়া হবে না। সিদ্ধান্ত বহাল থাকলে বছরের শেষ সময়ে হলেও পরীক্ষা নেওয়া হবে।‘ ‘প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা নেওয়া হবে না’ গণমাধ্যমে প্রকাশিত এমন প্রতিবেদন বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান বলেন, ‘আমরা পরীক্ষা নেওয়ার অনুরোধ প্রাথমিক শিক্ষা অধিদফতরকে আগেই জানিয়ে রেখেছি। পরীক্ষা নেওয়া হবে না এ কথা বলা হয়নি। আমরা কোনও সুপারিশ এখনও করিনি।

জানা গেছে, গত ২৪ জুন মন্ত্রণালয় থেকে সমাপনী পরীক্ষা কীভাবে নেওয়া হবে সেই কাঠামো তৈরি করতে বলা হয়। নির্দেশনার পর এর সংশোধনের কাজ শুরু করেছে নেপ। চলতি বছর যে কয়দিন শিক্ষাপ্রতিষ্ঠান চলবেম তার আলোকে সংক্ষিপ্ত পাঠ্যসূচি অনুযায়ী প্রশ্নপত্র তৈরি করে পরীক্ষা হবে। প্রতি বছর নভেম্বরে সাধারণত প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা হয়। তবে করোনার কারণে এবারের পরীক্ষা অনিশ্চয়তায় রয়েছে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply