৭ কলেজপরীক্ষা খবর

সেপ্টেম্বরে সাত কলেজের অনার্স-মাস্টার্সের স্থগিত পরীক্ষা শুরু

ঢাবি অধিভুক্ত সরকারি সাত কলেজের অনার্স-মাস্টার্সের  স্থগিত ও আটকে থাকা চূড়ান্ত পরীক্ষা আগামী সেপ্টেম্বর মাস থেকে শুরু হবে। বুধবার (১৮ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক এএসএম মাকসুদ কামালের সাথে সাত কলেজের অধ্যক্ষের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কলেজের অধ্যক্ষ ও সাত কলেজের সমন্বয়ক অধ্যাপক আইকে সেলিম উল্লাহ খোন্দকার। একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সরাসরি তত্ত্বাবধানে স্নাতকে ভর্তিকৃত ২০১৭-১৮ সেশন ও ২০১৮-১৯ সেশনের যে সকল শিক্ষার্থী তিন বিষয়ে অকৃতকার্য হয়েছিল তাদেরকে শর্ত সাপেক্ষে পরবর্তী বর্ষে প্রমোশন দেয়ার সিদ্ধান্ত নেওয়ার কথাও জানিয়েছেন অধ্যক্ষ সেলিম।

তিনি বলেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকলে এবং পুনরায় লকডাউন না হলে আগামী সেপ্টেম্বরের ১ তারিখ থেকে সাত কলেজে সশরীরে পরীক্ষা শুরু হবে। প্রাথমিক অবস্থায় আটকে থাকা এবং স্থগিতকৃত শিক্ষার্থীদের পরীক্ষা গ্রহণ করা হবে এবং পরবর্তীতে অন্যান্য শিক্ষাবর্ষের রুটিনও পর্যায়ক্রমে প্রকাশিত হবে।

তিনি আরও বলেন, বৈঠকে সাত কলেজের স্নাতক শ্রেণীর তিন বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদেরকে পরবর্তী শিক্ষাবর্ষে শর্তসাপেক্ষে উত্তীর্ণ করার সিদ্ধান্তও আমরা নিয়েছি। এসব শর্তসমূহ স্ব স্ব কলেজেন বিভাগের মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেয়া হবে। এছাড়াও পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য খুব দ্রুততম সময়ের মধ্যে সাত কলেজের ওয়েবসাইট এবং কলেজগুলোতে পাঠানো হবে বলেও জানান তিনি।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply