পরীক্ষা খবরপরীক্ষার রুটিন

চলতি বছরের এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে নেয়ার প্রস্তুতি

চলতি বছর এসএসসি পরীক্ষা জুনে ও এইচএসসি পরীক্ষা আগস্টে নেয়ার পরিকল্পনা করা হয়েছে। এবার এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে নেয়ার প্রস্তুতি চলছে। ইতোমধ্যে প্রশ্নপত্র তৈরির কাজ শুরু হয়েছে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। গত বছর এইসসি ও এইচএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে বিষয় কমিয়ে নেয়া হয়। তবে বোর্ড বলছে, এবার বছর সব বিষয়ে পরীক্ষা নেয়া হবে।গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয়ক অধ্যাপক নেহাল আহমেদ বলেন, প্রশ্নপত্র প্রণয়ন কাজটি যেহেতু বেশ সময়সাপেক্ষ তাই আমরা ইতোমধ্যে এর প্রস্তুতি শুরু করে দিয়েছি।

 

এসএসসি পরীক্ষা হয়তোবা জুনের দিকে আর এইচএসসিটা হয়তো আগস্ট বা সেপ্টেম্বরের দিকে নেয়া হবে। তিনি আরও বলেন, স্কুলে যে সংক্ষিপ্ত সিলেবাস দেয়া হয়েছে সেটার উপর ভিত্তি করেই সব বিষয়ে এবারে এসএসসি-এইচএসসি পরীক্ষা নেয়ার পরিকল্পনা করা হয়েছে। এছাড়াও এস্যাইনমেন্ট দেয়া হবে। সেগুলো মনোযোগ দিয়ে করতে হবে। তবে সব কিছু নির্ভর করবে করোনা পরিস্থিতির উপর।

 

একাধিক শিক্ষক বলছেন, সশরীরে একাধারে ক্লাস চালিয়ে যাওয়া সম্ভব হবে না। তাই সংক্ষিপ্ত সিলেবাসে সব বিষয়ে প্রস্তুতি নিতে হবে শিক্ষার্থীদের এদিকে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আগামী দুই সপ্তাহ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের জরুরি নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। ২১ জানুয়ারি থেকে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সব স্কুল-কলেজ বন্ধ থাকবে।

It is planned to take SSC exam in June and HSC exam in August this year. This time preparations are underway to take SSC-HSC examination in all subjects. The concerned authorities also said that the work of making question papers has already started. Last year, the subject was reduced in the short syllabus of ESC and HSC examinations. However, the board says that this year all subjects will be examined. In an interview given to the media, Inter-Board of Education Coordinator Professor Nehal Ahmed said, “Since the work of preparing question papers is quite time consuming, we have already started its preparation.”

 

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply