পরীক্ষা খবরশিক্ষা নিউজ

আলিম পরীক্ষা সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ ২০২২

আলিম পরীক্ষা সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ ২০২২। সাধারণ বিভাগ ও সুজাব্বিদ মাহির বিভাগের আলিম পরীক্ষার্থীদের আইসিটি বিষয়ের সাবজেক্ট ম্যাপিং করে মূল্যায়ন করা হবে। আর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের আল ফিকহ প্রথম পত্র, আরবি সাহিত্য ও আইসিটি বিষয়ে সাবজেক্ট ম্যাপিং হবে। আর বাকি বিষয়গুলোতে পরীক্ষা হবে। আলিমের চূড়ান্ত পরীক্ষায় প্রতি বিষয়ের পরীক্ষা হবে দুই ঘণ্টা। মাদরাসা শিক্ষা বোর্ড থেকে আলিম পরীক্ষার বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

 

বোর্ড জানিয়েছে, সাধারণ বিভাগের আলিম পরীক্ষার্থীদের কুরআন মাজিদ, হাদিস ও উসূলূল হাদিস, আল ফিকহ প্রথম ও দ্বিতীয় পত্র, আরবি প্রথম ও দ্বিতীয় পত্র, ইসলামের ইতিহাস, বালাগাত ও মানতিক, বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র ও অতিরিক্ত বিষয়ের পরীক্ষায় অংশ নিতে হবে। এ বিভাগের শিক্ষার্থীদের আইসিটি বিষয়ে সাবজেক্ট ম্যাপিং করে মূল্যায়ন করা হবে। বিজ্ঞান বিভাগে শিক্ষার্থীদের কুরআন মাজিদ, হাদিস ও উসূলূল হাদিস, পদার্থ বিজ্ঞান প্রথম ও দ্বিতীয় পত্র, রসায়ন প্রথম ও দ্বিতীয় পত্র, বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র, একটি নৈর্বাচনিক বিষয় ও একটি অতিরিক্ত বিষয়ের পরীক্ষা দিতে হবে। এ বিভাগের শিক্ষার্থীদের আল ফিকহ প্রথম পত্র, আরবি সাহিত্য ও আইসিটি বিষয়ের সাবজেক্ট ম্যাপিং করে মূল্যায়ন করা হবে।

 

মাদরাসা শিক্ষা বোর্ড জানিয়েছে, আলিম পরীক্ষার্থীদের বাংলা দ্বিতীয় পত্র এবং ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রের পরীক্ষা হবে ৫০ নম্বরে। ব্যবহারিত সম্বলিক সৃজনশীল বিষয়ে পরীক্ষা হবে ৪৫ নম্বরে (রচনামূলক ৩০ নৈর্ব্যত্তিক ১৫)। ব্যবহারিক পরীক্ষা ছাড়া সৃজনশীল বিষয়ের পরীক্ষা হবে ৫৫ নম্বরে (রচনামূলক ৪০ নৈর্ব্যত্তিক ১৫)। অন্যান্য বিষয় ও সময় নির্দেশিকা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। মুজাব্বিদ মাহির বিভাগে শিক্ষার্থীদের কুরআন মাজিদ, হাদিস ও উসূলুল হাদিস, আল ফিকহ প্রথমপত্র, আরবি সাহিত্য, তাজভীদ প্রথম ও দ্বিতীয় পত্র, কিরআতে তারতিল (মৌখিক), কিরাআতে হাদর (মৌখিক), বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র ও অতিরিক্ত একটি বিষয়ে পরীক্ষা দিতে হবে। এ বিভাগের শিক্ষার্থীদের আইসিটি বিষয়ে সাবজেক্ট ম্যাপিং করে মূল্যায়ন করা হবে।

 

আলিম পরীক্ষা সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ ২০২২

The emergency notification regarding the Alim examination is released in 2022. The alim examinees of the general section and the jabbing Mahir division will be evaluated by doing subject mapping of ICT subjects. And the students of the science department will have subject mapping on Al-Fiqh’s first paper, Arabic literature, and ICT. The rest of the subjects will be tested. In the final examination of Alim, the test of each subject will be for two hours. A notification has been issued by the Madrasah Education Board giving details of the alim examination.

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply