ভর্তি তথ্য

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) খেলােয়াড় বাছাই কর্মসূচির আবেদন বিজ্ঞপ্তি ২০২৩

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) খেলােয়াড় বাছাই কর্মসূচির আবেদন সংক্রান্ত বিজ্ঞপ্তি ২০২৩ প্রকাশিত। বিকেএসপিতে তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও নিবিড় প্রশিক্ষণ কার্যক্রম-২০২২ এর বিজ্ঞপ্তি প্রকাশ। যে কোন জেলার প্রার্থী যে কোন বাছাই কেন্দ্রে নির্ধারিত তারিখে অংশগ্রহণ করতে পারবে।

বিকেএসপির খেলােয়াড় নির্বাচন এবং প্রশিক্ষণ পদ্ধতি:

এ কার্যক্রমের অধীনে ১৯টি ক্রীড়া বিভাগ, যথা: আর্চারি, এ্যাথলেটিক্স, বাস্কেটবল, ক্রিকেট, ফুটবল, হকি, জুডাে, কারাতে, শ্যটিং, তায়কোয়ানডাে, টেবিল টেনিস, ভলিবল, উত্ত, স্কোয়াশ ও কাবাড়ি খেলায় ১২-১৩ বৎসর এবং বক্সিং, জিমন্যাস্টিক্স, সাঁতার ও টেনিস খেলায় অনুষ্ধ ৮-১২ বৎসর বয়সী ছেলে এবং মেয়ে খেলােয়াড় নির্বাচন করা হবে। নির্বাচিত খেলােয়াড়দের বিকেএসপি ঢাকা এবং বিকেএসপির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র সমূহে প্রথমে ১ মাস মেয়াদের ১টি এবং পরবর্তীতে ২ মাস মেয়াদের ১টি প্রশিক্ষণ শিবিরের মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করা হবে।

দায়িত্বগ্রাপ্ত প্রশিক্ষক এবং সংশ্লিষ্ট কর্মকর্তাগণ নির্ধারিত ছক অনুযায়ী খেলােয়াড়দের বয়স যাচাই, শারীরিক যােগ্যতা ও সংশ্লিষ্ট খেলার পারদর্শিতার বিষয়ে বাছাই পরীক্ষা সম্পন্ন করবেন।

প্রাথমিক বাছাই পরীক্ষায় নির্বাচিত ১০০০ খেলােয়াড়কে বিকেএসপি ঢাকা এবং বিকেএসপির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রসমূহে ১ মাস মেয়াদের প্রশিক্ষণ প্রদান করা হবে।

১ম পর্যায়ে ১মাস মেয়াদের ১টি প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হবে। প্রথম পর্যায়ের প্রশিক্ষণ গ্রহণকারী ১০০০ জন খেলােয়াড়ের মধ্য থেকে ৪০০ জনকে বাছাই করে পুনরায় ২য় পর্যায়ে বিকেএসপিতে (ঢাকা) এবং আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রসমূহে নিরবচ্ছিন্নভাবে ২ মাস ব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হবে।

১ এবং ২মাস মেয়াদের ২টি প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের বিকেএসপি কর্তৃক খাওয়া, ট্র্যাকস্যুটসহ প্রয়ােজনীয় ক্রীড়া সাজ-সরঞ্জাম প্রদান করা হবে। প্রশিক্ষণে সফল খেলােয়াড়দের সা্টফিকেট প্রদান করা হবে।

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) খেলােয়াড় বাছাই কর্মসূচির আবেদন বিজ্ঞপ্তি ২০২৩

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩

বি: দ্র:

• অন্যান্য জেলার বাছাই পর্বে অংশ নিতে না পারা ছেলে-মেয়েরাও ঢাকা কোন্দ্রের পরীক্ষায় অংশ নিতে পারবে।

• বাছাই পরীক্ষার সময় ০২ (দুই) কপি পাসপাের্ট সাইজ ছবি এবং পিইসি সার্টিফিকেট সঙ্গে আনতে হবে।

• সকাল ৯:০০টা হতে বিকাল ৪:০০টা পর্যন্ত বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

• পরীক্ষার ফি বাবদ নগদ ৫০/- (পঞ্চাশ) টাকা জমা দিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

অনলাইনে আবেদন ফরম পূরণ করবেন যেভাবে

খেলোয়াড়দের www.bksp.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে লগইন বাটনে ক্লিক করতে হবে এবং ছাত্রছাত্রী সিলেক্ট করতে হবে৷ এরপর।Online Registration Submit গিয়ে আবেদন ফরম পূরণ এর পর submit বাটনে ক্লিক করে পূরণকৃত ফরমের প্রিন্ট কপি সংগ্রহ করতে হবে।

প্রয়ােজনীয় তথ্যের জন্য: ফোন: +৮৮ ০২-২২৩৩৭১১১৪, মােবা: ০১৯৮৯৪০৬৯৬৪, ০১৯১৩৪৫২৮০৬, ০১৭০৯-৩৩০০৮৪, ফ্যাক্স +৮৮ ০২২২৩৩৭১১০৪ E-mail: bksp1983@yahoo.com, www.bksp.gov.bd

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply