পরীক্ষা খবরসকল ভর্তি খবর

ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার সিলেবাস ও মানবন্টন ২০২২

ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার সিলেবাস ২০২২। ৭ম শ্রেণীতে ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার সিলেবাস। বাংলাদেশ সেনাবাহিনীর এ্যাডজুটেন্ট জেনারেল এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে ক্যাডেট কলেজ সমুহে ৭ম শ্রেণীর ভর্তির সিলেবাস। ক্যাডেট কলেজে ৭ম শ্রেণির ভর্তি পরীক্ষার সিলেবাস নিয়ে আজ আলোচনা করা হবে। ক্যাডেট কলেজে ৭ম শ্রেণির ভর্তি বিজ্ঞপ্তি ইতোমধ্যে প্রকাশ হয়েছে  এখানে আপনাদের সামনে তুলে ধরব ক্যাডেট কলেজের ভর্তির লিখিত পরীক্ষার সিলেবাস ও মানবন্টন ২০২০৷

আরো পড়ুন- ক্যাডেট কলেজ সমূহে ৭ম শ্রেণীতে ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩

ক্যাডেট কলেজে ৩০০ নম্বরের ৭ম শ্রেণীর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৩০০ নম্বরের মধ্যে ইংরেজি- ১০০, গণিত- ১০০, বাংলা- ৬০, বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্ব পরিচিতি, তথ্য ও যােগাযােগ প্রযুক্তি এবং সাধারণ জ্ঞান- ৪০।

ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার প্রশ্ন ও সমাধান

ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার সিলেবাস ও মানবন্টন ২০২০

বিষয়: বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্ব পরিচিতি, তথ্য ও যােগাযােগ প্রযুক্তি এবং সাধারণ জ্ঞান (নম্বর-৪০)

• বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাস।
• বিশ্ব ও বাংলাদেশের ভৌগলিক বিষয়।
• বাংলাদেশ সশস্ত্র বাহিনী।
• বিশ্ব ও বাংলাদেশের চলতি ঘটনাবলি।
• বাংলাদেশের ক্যাডেট কলেজসমূহ।
• বাংলাদেশের সমাজ ও সংস্কৃতি।
• খেলাধুলা।
• সাধারণ বিজ্ঞান।
• পরিবেশ ও দৈনন্দিন জীবন।
• তথ্য ও যােগাযােগ প্রযুক্তি।

SUBJECT: ENGLISH (Marks -100)

Grammar.

• Sentence.
• Parts of Speech.
• Gender.
• Number.
• Punctuation and use of capital letters.
• Tense.
• Subject and Predicate.
• Agreement of Subject and Verb.
• Transformation of sentences.
• Correct form of verbs
• Contractions.
• Re-arrange jumbled words to make sentences
• Spelling.
• Phrases and Idioms.

Open Ended.

• Paragraph writing.
• Story writing from given outline.
• Comprehension.
• Argumentative Essay.

বিষয়ঃ গণিত (নম্বর-১০০)

• স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ।
• অনুপাত ও শতকরা।
• পূর্ণসংখ্যা।
• বীজগণিতীয় রাশি।
• সরল সমীকরণ।
• জ্যামিতির মৌলিক ধারণা।
• ব্যবহারিক জ্যামিতি।
•তথ্য ও উপাত্ত।
• বুদ্ধিমত্তা বিষয়ক অংক।

বিষয়ঃ বাংলা (নম্বর-৬০)

ব্যাকরণ

• ভাষা ও বাংলা ভাষা, ধ্বনিতত্ত্ব, রুপতত্ত্ব, বাক্যতত্ত্ব, বাগর্থ।
• শব্দ ও পদ পরিচয়ঃশব্দ, পদ, পদের শ্রেণিবিভাগ, পদ পরিবর্তন, বিপরীত শব্দ, দ্বিরুক্ত শব্দ ও সংখ্যাবাচক শব্দ।
• লিঙ্গ।
• বচন।
• ক্রিয়ার কালঃ শ্রেণিবিভাগ ও প্রয়ােগ।
• কারক।
• বাগধারা।
• এক কথায় প্রকাশ।
• বিরাম চিহ্ন।

নির্মিতি/রচনারীতি

• ভাব-সম্প্রসারণ।
• অনুচ্ছেদ লিখন/যুক্তিভিত্তিক অনুচ্ছেদ (১০-১৫ বাক্য)।
• অনুধাবন।
• সারাংশ ও সারমর্ম।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group