জাতীয় বিশ্ববিদ্যালয়পরীক্ষার ফরম পূরণ

অনার্স ২য় বর্ষের ফরম পূরণে অতিরিক্ত ফি মওকুফের দাবি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বরিশাল ব্রজমোহন কলেজের অনার্স ২য় বর্ষের শিক্ষার্থীরা করোনায় বন্ধকালীন সময়ে সেশন চার্জসহ সকল ফি মওকুকের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে। ফি মওকুফের দাবিতে সড়কে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করে। আজ বুধবার (১১ আগস্ট) বেলা ১১টা থেকে কলেজের সামনে জড় হয়ে সড়কে অবস্থান নেয় শিক্ষার্থীরা।

আরো পড়ুন- অনার্স ৪র্থ বর্ষের ফলাফলের সঠিক মূল্যায়নের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

এসময় শিক্ষার্থীরা জানান, করোনাকালে দীর্ঘ দুই বছর ধরে কলেজ বন্ধ রয়েছে, অথচ কলেজ কর্তৃপক্ষ সেমিনার, স্কাউট, শিক্ষাসফর, ম্যাগাজিনসহ বিভিন্ন অযাচিত খাতে ফির নামে অর্থ আদায় করছে। যা বর্তমানে শিক্ষার্থীদের পক্ষে দেওয়া সম্ভব না।

এমন অবস্থায় অযাচিত ফি মওকুফ করে শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফি ধার্য করার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। তাদের দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

শিক্ষার্থীরা বলেন, ‘কলেজের পরীক্ষা আটকে আছে। সব বন্ধ ছিল। তারপরেও কেন এত টাকা দিতে হবে? এ জন্য আমরা রাস্তায় নেমেছি।’ দাবি না মানা পর্যন্ত তারা তা‌দের আন্দোলন চা‌লি‌য়ে যাওয়ার ঘোষণা দেন।

কলেজ প্রশাসন তাদের দাবি মেনে নিয়ে সব মিলিয়ে ফি ৬০০ টাকা কমালে শিক্ষার্থীরা বেলা দেড়টার দিকে অবরোধ তুলে নেয়।

এ বিষয়ে কলেজ অধ্যক্ষ ড. গোলাম কিবরিয়া জানান, বিষয়টি নিয়ে শিক্ষার্থী ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে এর সমাধান হবে।

আরো পড়ুন- আন্দোলনরত জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগ

জানা গেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০ সালের অনার্স ২য় বর্ষের পরীক্ষার ফরম পূরণ চলমান রয়েছে। ফরম পূরণে কলেজে কলেজে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ পাওয়া গেছে। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক ফরম পূরণের ফি নির্ধারণ করে দেওয়া হলেও কলেজ কর্তৃপক্ষ ফরম পূরণের সাথে অযাচিত ফি যুক্ত করেছেন।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply