পরীক্ষার ফরম পূরণ

এইচএসসি (ভােকেশনাল) পরীক্ষার ফরম পূরণ বিজ্ঞপ্তি প্রকাশিত

বাংলাদেশ কারিগরি শিক্ষা বাের্ডের আওতাধীন ২০২১ সালের এইচএসসি (ভােকেশনাল) পরীক্ষার ফরম পূরণ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কারিগরি শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত তথ্য জানানো হয়। ২০২১ সালের এইচএসসি (ভােকেশনাল) পরীক্ষার ফরম পূরণ ২০ আগষ্ট ২০২১ থেকে শুরু হয়ে ৪ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত চলবে এবং SMS প্রাপ্তির পর হতে ০৯-০৯-২০২১ খ্রি, তারিখের মধ্যে ফরম পূরণের ফি দিতে হবে।

২০২১ সনে অনুষ্ঠিতব্য এইচএসসি (ভােকেশনাল) শিক্ষাক্রমের একাদশ ও দ্বাদশ চূড়ান্ত পরীক্ষায় নিয়মিত/অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের অনলাইনে ফরম পূরণ, অনলাইনে মাধ্যমে ফরম পুরণের ফি প্রেরণ এবং পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন কার্যক্রম যথাসময়ে সম্পন্ন করতে বলা হয়েছে।

পরীক্ষার সময়সূচি এবং পরীক্ষা কেন্দ্রের চূড়ান্ত তালিকা যথাসময়ে প্রকাশ করা হবে। পরীক্ষার্থীদের সম্ভাব্য তালিকা (Probable List) বাের্ডের Website: www.bteb.gov.bd এ পাওয়া যাবে।

এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষার্থীদের শ্রেণি বিন্যাস:

দ্বাদশ শ্রেণী: নিয়মিত পরীক্ষার্থীঃ ২০১৯-২০ শিক্ষাবর্ষে এইচএসসি(ভােকেশনাল) শিক্ষাক্রমের দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত সকল শিক্ষার্থী। অনিয়মিত পরীক্ষার্থীঃ ২০১৮-১৯ সন অথবা এর পূর্বে রেজিষ্ট্রেশনের মেয়াদ থাকা সাপেক্ষে এইচএসসি (ভােকেশনাল) ফাইনাল পরীক্ষায় যারা বিভিন্ন বিষয়/বিষয়সমূহে অকৃতকার্য হয়েছে।

একাদশ শ্রেণী: নিয়মিত পরীক্ষার্থীঃ ২০২০-২১ শিক্ষাবর্ষে এইচএসসি (ভােকেশনাল) শিক্ষাক্রমের একাদশ শ্রেণীতে অধ্যয়নরত সকল শিক্ষার্থী নিয়মিত। অনিয়মিত পরীক্ষার্থীঃ ২০১৯-২০ সনের এইচএসসি (ভােকেশনাল) একাদশ শ্রেণী সমাপনী পরীক্ষায় অনুত্তীর্ণ পরীক্ষার্থীগণ অনিয়মিত।

এইচএসসি ভোকেশনাল পরীক্ষার্থীর করণীয়ঃ

SMS এর ম্যাধ্যমে পরীক্ষার্থীর নাম, এইচএসসি’র রেজিস্ট্রেশন নম্বর, এসএসসি (SSC) রােল, বাের্ড ফি, কেন্দ্র ফি ও প্রতিষ্ঠানের পাওনাসহ সর্বমােট ফি আলাদা আলাদাভাবে জানতে পারবে এবং পরীক্ষার ফি পরিশােধের জন্য একাধিক পদ্ধতি ও দেখতে পাবে।

পরীক্ষার ফি পরিশােধের পদ্ধতি

SMS এ প্রাপ্ত LINK ব্যবহার করে অথবা সােনালী ব্যাংকের সােনালী ই-সেবা (Sonal eSheba) অ্যাপ ব্যবহার করে সােনালী সেবা পেমেন্ট গেটওয়ের মাধ্যমে পরীক্ষার সর্বমােট ফি পরিশােধ করতে পারবে। এছাড়া বাের্ডের ওয়েবসাইটের Student panel থেকেও সােনালী সেবা পেমেন্ট গেটওয়ের মাধ্যমে পরীক্ষার সর্বমােট ফি পরিশােধ করতে পারবে।

উক্ত তিনটি পদ্ধতিতেই ঘরে বসে সােনালী ব্যাংকের সােনালী ই-সেবা (Sonali eSheba) অ্যাপ ব্যবহার করে Nagad, bkash,Rocket, Sonali eWallet ইত্যাদি যে কোন একটির মাধ্যমে পরীক্ষার ফি প্রদান করতে পারবে তাছাড়া যে কোন Visa,Master Card, American Express, Dbbl Nexus ব্যবহার করেও পরীক্ষার ফি প্রদান করা যাবে। এছাড়াও সােনালী ব্যাংকের একাউন্টধারীরা অনলাইনে পেমেন্ট এর ম্যাধ্যমে পরীক্ষার ফি প্রদান করতে পারবে।

এক্ষেত্রে সােনালী ব্যাংক এবং মােবাইল ফিনান্সশিয়াল সার্ভিস (MFS) এর সার্ভিস চার্জও (বাের্ড কর্তৃক নির্ধারণকৃত) অপারেটর কেটে নিবে। যে অপারেটরের মাধ্যমে ফি পরিশােধ করা হবে সেই অপারেটরের সংশ্লিষ্ট একাউন্ট/ওয়ালেটে বাের্ড ফি.কেন্দ্র ফি ও প্রতিষ্ঠানের পাওনা এবং সার্ভিস চার্জসহ সর্বমােট টাকার নূন্যতম ব্যালেন্স থাকতে হবে।

পেমেন্ট করার পর পরীক্ষার্থী তার ফরম পূরণ সম্পন্ন হয়েছে মর্মে একটি SMS এর মাধ্যমে নিশ্চিত করা হবে। কোন কারিগরি ক্রুটির কারণে পরীক্ষার্থী SMS না পেলে বাের্ডের ওয়েবসাইটে Student Panel থেকে তার ফরম পূরণের Status যে কোন সময় দেখতে পাবে। প্রতিষ্ঠানকর্তৃক নির্বাচিত পরীক্ষার্থীরাই ফরম পূরণের জন্য ফি জমা দিতে পারবে।

বিদ্রঃ নির্ধারিত সময়ের মধ্যে কোন পরীক্ষার্থী ফি পরিশােধ করতে ব্যর্থ হলে তার ফরম পুরণ সম্পন্ন হয়নি বলে গণ্য হবে।

একনজরে এই পোষ্টে কি কি থাকছে দেখে নিন

এইচএসসি (ভােকেশনাল) পরীক্ষার ফরম পূরণ বিজ্ঞপ্তি ২০২১

অনলাইনে ফরম ফিলাপের তারিখ: ২০-০৮-২০২১ খ্রি. হতে ০৪-০৯-২০২১ খ্রি.

SMS প্রাপ্তির পর হতে ০৯-০৯-২০২১ খ্রি, তারিখের মধ্যে ফরম পূরণের ফি দিতে হবে। নির্ধারিত ২০-০৮-২০২১ খ্রি. হতে ০৪-০৯-২০২১ খ্রি. তারিখের মধ্যে অনলাইনে পরীক্ষার্থীদের ফরম পূরণ করতে হবে। কোন শিক্ষার্থী ধারাবাহিক পরীক্ষায় অকৃতকার্য হলে তার ফরম পূরণ করা যাবে না।

অনলাইন ফরম পূরণ সংক্রান্ত যাবতীয় নির্দেশাকলী দেখে ফরম পূরণ করতে হবে। অনলাইনে ফরম পূরণ সংক্রান্ত কোন জটিলতা দেখা দিলে ০১৫৫০৬২০৬০৪, ০১৮৭৬৩৯৭১৩৮, ০১৭৩২২৯৭৬০৭,০১৭৩২২৯৭৬০৮ নম্বরে যােগাযােগ করে তাৎক্ষণিক সমাধান করতে হবে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *