জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কবে টিকা পাবে?

পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকা দেওয়া শুরু হলেও জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকা প্রদান কার্যক্রম এখনো শুরু হয়নি। জাতীয় বিশ্ববিদ্যালয় নিজ উদ্যোগে তাদের ওয়েবসাইটে শিক্ষার্থীদের টিকার নিবন্ধন করালেও কবে নাগাদ টিকা দেওয়া হবে এ সংক্রান্ত কোন আপডেট জানায়নি৷ অপরদিকে শিক্ষার্থীদের নিজ দায়িত্বে টিকা নেওয়ার নির্দেশ দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিজ দায়িত্বে টিকা নেয়ার নির্দেশ দিয়েছে ঠিকই তবে শিক্ষার্থীরা নিজ দায়িত্বে টিকা নিতে পারছে না। নিজ দায়িত্বে টিকা নিতে হলে শিক্ষার্থীদের সর্বনিম্ন বয়সসীমা ২৫ লাগবে। কিন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষার্থীদের বয়স ১৮ থেকে ২৫ এর মধ্যে। যার ফলে শিক্ষার্থীদের মাঝে কোভিড-১৯ টিকা দেওয়া নিয়ে দেখা গিয়েছে সংশয়। শিক্ষার্থীরা কবে নাগাদ টিকা পাবে এটি নিয়ে রয়ে গেছে এক ধরনের ধোঁয়াশা।

কয়েকদিন আগে জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের টিকা প্রদানের লক্ষ্যে তালিকা সংগ্রহ করেছে৷ এতে প্রায় ১০ লাখ শিক্ষার্থীর তালিকা পাওয়া গেছে। টিকার তালিকা সংগ্রহ করা পরেও সকল শিক্ষার্থীদের নিকটস্থ টিকাদান কেন্দ্রে নিজ দায়িত্বে নিবন্ধিত হয়ে কোভিড-১৯ এর টিকা নেয়ার জন্য নির্দেশ দেয় কর্তৃপক্ষ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের তাদের ওয়েবসাইটে এক নোটিশে এ বিষয়টি জানায়। কিন্তু সরকার সাধারণ নাগরিকদের টিকা নেওয়ার সর্বনিম্ন বয়সসীমা ২৫ বছরই রেখেছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষার্থীদের বয়স ২৫ এর নিচে হওয়ায় কেউ নিজ দায়িত্বে টিকা নিতে পারছেন না।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, তাঁরা জাতীয় পরিচয়পত্র থাকা শিক্ষার্থীদের তালিকা সংগ্রহ করেছেন। এতে প্রায় ১০ লাখ শিক্ষার্থীর তালিকা পাওয়া গেছে। এই তালিকাগুলো স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো হবে। এ ছাড়া অন্য শিক্ষার্থীদের টিকা দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে।

জানা গেছে, বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার আগে সব আবাসিক শিক্ষার্থীকে টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, টিকার জন্য বিশ্ববিদ্যালয়ের এক লাখ ৭৯ হাজার ২৬১ শিক্ষার্থী নিবন্ধন করেছেন। এর মধ্যে প্রথম ডোজ টিকা পেয়েছেন ৭৯ হাজার ৯১৪ জন। দ্বিতীয় ডোজ পেয়েছেন ছয় হাজার ৭২ জন।

তবে বিশ্ববিদ্যালয়গুলোর মোট শিক্ষার্থীর মধ্যে এখনো অধিকাংশ শিক্ষার্থীই টিকার আওতার বাইরে। এ ছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর প্রায় ২৯ লাখ শিক্ষার্থী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের প্রায় দুই লাখ শিক্ষার্থীর টিকা দেওয়া এখনো শুরু হয়নি।

বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ ২ হাজার ২৬০টি। এর মধ্যে পাঁচ শতাধিক কলেজে অনার্স আছে। এই বিশ্ববিদ্যালয়ের অধীনে মোট শিক্ষার্থী প্রায় ২৯ লাখ।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply