পরীক্ষা খবরপরীক্ষার ফরম পূরণ

২০২২ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণ বিজ্ঞপ্তি প্রকাশ

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বাের্ড, ঢাকার ২০২২ সালের এসএসসি পরীক্ষার ফরমপূরণের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ঢাকা শিক্ষাবোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত তথ্য জানানো হয়েছে। ২০২২ সালে অনুষ্ঠিতব্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার Online এ ফরম পূরণ ও প্রয়ােজনীয় ফি ঢাকা শিক্ষা বাের্ডে জমা দেয়ার তারিখ, ফি এর হার ও নিয়মাবলি বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়েছে।

অনলাইনে এসএসসি শিক্ষার্থীদের সম্ভাব্য তালিকা প্রদর্শন :

• শিক্ষার্থীদের তথ্য সম্বলিত সম্ভাব্য তালিকা ঢাকা শিক্ষা বাের্ডের ওয়েবসাইট (www.dhakaeducationboard.gov.bd) এ ১০/০৪/২০২২ তারিখে দেওয়া হবে। উক্ত সম্ভাব্য তালিকা হতে ১৩/০৪/২০২২ থেকে ২৪/০৪/২০২২ তারিখের মধ্যে Online এ নিম্নবর্ণিত প্রক্রিয়ায় ফরম পূরণ (eFF) সম্পন্ন করতে হবে।

• প্রতিষ্ঠানসমূহ ঢাকা বাের্ডের ওয়েবসাইটে প্রবেশ করে OEMS eFF এ ক্লিক করে EIN ও Password দিয়ে Login করে Probable list এ যেতে হবে এবং Print করে হার্ডকপিতে লালকালি ব্যবহার করে টিক চিহ্ন দিয়ে পরীক্ষার্থী নির্ধারণ করতে হবে।

• উক্ত হার্ডকপি Probable list এ টিক চিহ্নিত পরীক্ষার্থীর তথ্য মিলিয়ে কম্পিউটারে প্রদর্শনকৃত probable list থেকে feleck করতে হবে।

• Temporary List Print করে ভালভাবে যাচাই/বাছাই করে প্রয়ােজন হলে $elect/ UnSelect করা যাবে।

• এর পর Pay Slip Print করতে হবে। নিকটস্থ সােনালী ব্যাংকের শাখায় (যে শাখায় সােনালী সেবা চালু আছে) Pay slip এ উল্লিখিত পরিমাণ টাকা জমা প্রদান করতে হবে। উল্লেখ্য Pay Slip Print করলে আর কোন অবস্থাতেই $elect/Unfelect করা যাবে না।

• ফি এর টাকা ব্যাংকে জমা দেয়ার ২৪ ঘণ্টার মধ্যে Final Candidate List Print Active হবে।

• Final Candidate List Print করে পরীক্ষার্থীর স্বাক্ষর গ্রহণ করতে হবে এবং প্রতি পৃষ্ঠায় প্রতিষ্ঠান প্রধান স্বাক্ষর করবেন।

• প্রয়ােজন হলে শিক্ষা প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের মধ্যে অবশিষ্ট ছাত্র/ছাত্রীদের মধ্য থেকে ফরম পূরণের কাজ একইভাবে সম্পন্ন করতে পারবে।

• পরীক্ষার্থীর স্বাক্ষর সম্বলিত প্রিন্ট কপি শিক্ষা প্রতিষ্ঠানে ১ (এক) কপি সংরক্ষণ করতে হবে।

এসএসসি ফরম পূরণ ফি জমার সর্বশেষ তারিখ: ২৫/০৪/২০২২

একনজরে এই পোষ্টে কি কি থাকছে দেখে নিন

২০২২ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণ বিজ্ঞপ্তি

• রেজিস্ট্রেশন এর মেয়াদ থাকা সাপেক্ষে জিপিএ উন্নয়ন পরীক্ষার্থীসহ আবশ্যিক ও নৈর্বাচনিক বিষয়/বিষয়সমূহে ০১ (এক) থেকে ০৪ (চার) বিষয়ে অকৃতকার্য ২০২০ সালের পরীক্ষার্থীগণের ২০২২ সনের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় অকৃতকার্য বিষয়/বিষয়সমূহে অংশগ্রহণের জন্য নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের বরাবরে সাদা কাগজে আবেদন করতে হবে।

• রেজিস্ট্রেশন এর মেয়াদ থাকা সাপেক্ষে জিপিএ উন্নয়ন পরীক্ষার্থীসহ নৈর্বাচনিক বিষয়/বিষয়সমূহে ০১ (এক) থেকে ০৩ (তিন) বিষয়ে অকৃতকার্য ০১ (এক) থেকে ০২ (দুই) বিষয়ে অনুপস্থিত ২০২১ সালের পরীক্ষার্থীগণের ২০২২ সনের মাধ্যমিক স্কুল সা্টিফিকেট পরীক্ষায় অকৃতকার্য বিষয়/বিষয়সমূহে বা সকল বিষয়ে অংশগ্রহণের জন্য নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের বরাবরে সাদা কাগজে আবেদন করতে হবে।

• জিপিএ উন্নয়ন পরীক্ষার্থীসহ ০৩ (তিন) বিষয়ে অনুপস্থিত ২০২১ সালের পরীক্ষার্থীগণের ২০২২ সনের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় সকল বিষয়সমূহে অংশগ্রহণের জন্য নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের বরাবরে সাদা কাগজে আবেদন করতে হবে।

এসএসসি পরীক্ষার ফরম পূরণ সংক্রান্ত সময়সীমা

• আবেদন করার শেষ সময়: ১০/০৪/২০২২

• এবছর নির্বাচনী পরীক্ষার পরিবর্তে প্রস্তুতিমূলক পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রস্তুতিমূলক পরীক্ষা শুরুর তারিখ: ১৯/০৫/২০২২

১৩/০৪/২০২২

• অনলাইনে ফরমপূরণ: ১৩/০৪/২০২২ হতে ২৪/০৪/২০২২

• অনলাইনে ফি জমা দেয়ার শেষ তারিখ : ২৫/০৪/২০২২

The notification for filling up the forms for the 2022 SSC examination of Secondary and Higher Secondary Education, Bard, Dhaka has been published. This information has been given in a notification of The Dhaka Education Board.

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

One thought on “২০২২ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণ বিজ্ঞপ্তি প্রকাশ

  • MD. Asraful Islam

    প্রতিবন্ধি ব্যাক্তি কি কি সুযোগ সুবিধা রয়েছে পরি‌ায় জানতে পারি আমি আমি একজন শারীরিক প্রতিবন্ধি ব্যাক্তি

    Reply

Leave a Reply