এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের বিজ্ঞপ্তি ২০২৩ প্রকাশ
এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের বিজ্ঞপ্তি ২০২৩ প্রকাশ। এতে বলা হয়, আগামী ১৮ ডিসেম্বর থেকে ০৪ জানুয়ারীর মধ্যে অনলাইনে ফরম পূরণ সম্পন্ন করতে হবে। আবেদন ফি জমা দিতে হবে ২৫ এপ্রিলের মধ্যে।২০২২ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা শিক্ষা বোর্ড। সোমবার (৪ এপ্রিল) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমিরুল ইসলাসেই সই করা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
অনলাইনে শিক্ষার্থীদের সম্ভাব্য তালিকা ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট (www.dhakaeducationboard.gov.bd) আগামী ১০ এপ্রিল দেওয়া হবে। ওই সম্ভাব্য তালিকা থাকা শিক্ষার্থীদের ১৩ থেকে ২৪ এপ্রিলের মধ্যে ফরম পূরণ সম্পন্ন করতে হবে।প্রতিষ্ঠানগুলোকে শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে OEMS eFF এ ক্লিক করে EIIN ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে সম্ভাব্য তালিকায় যেতে হবে এবং প্রিন্ট করে হার্ডকপিতে লালকালি ব্যবহার করে টিক চিহ্ন দিয়ে পরীক্ষার্থী নির্ধারণ করতে হবে।
এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের বিজ্ঞপ্তি ২০২৩ প্রকাশ
ওই হার্ডকপির সম্ভাব্য তালিকায় টিক চিহ্নিত পরীক্ষার্থীর তথ্য মিলিয়ে কম্পিউটারে দেখানো তালিকা থেকে সিলেক্ট করতে হবে। সাময়িক লিস্ট প্রিন্ট করে ভালোভাবে যাচাই-বাছাই করে প্রয়োজন হলে সিলেক্ট বা আনসিলেক্ট করা যাবে। পে স্লিপ প্রিন্ট করে নিকটস্থ সোনালী ব্যাংকের শাখায় (যে শাখায় সোনালী সেবা চালু আছে) পে স্লিপে উল্লিখিত পরিমাণ টাকা জমা দিতে হবে।
সার্টিফিকেট পরীক্ষায় অকৃতকার্য বিষয়/বিষয়গুলোতে অংশ নিতে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের বরাবর সাদা কাগজে আবেদন করতে হবে। আবেদন করার শেষ সময় এবছর নির্বাচনি পরীক্ষার পরিবর্তে প্রস্তুতিমূলক পরীক্ষা অনুষ্ঠিত হবে।ব্যবসায় শিক্ষা বিভাগের নিয়মিত পরীক্ষার্থীদের জন্য (চতুর্থ বিষয়সহ) বোর্ড ফি এক হাজার ৮৫ টাকা এবং কেন্দ্র ফি ৪১০ টাকা। মোট এক হাজার ৪৯৫ টাকা। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজ্ঞান বিভাগের নিয়মিত পরীক্ষার্থীর জন্য (চতুর্থ বিষয়সহ) বোর্ড ফি একহাজার ১৭৫ টাকা এবং কেন্দ্র ফি ৪৪০ টাকা। মোট এক হাজার ৫১৫ টাকা।
মানবিক বিভাগের নিয়মিত পরীক্ষার্থীদের জন্য (চতুর্থ বিষয়সহ) বোর্ড ফি এক হাজার ৮৫ টাকা এবং কেন্দ্র ফি ৪১০ টাকা। মোট এক হাজার ৪৯৫ টাকা। পরীক্ষার্থীদের বেতন ও সেশন চার্জ ২০২১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত পরিশোধ করতে হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোনও শিক্ষা প্রতিষ্ঠানে ইংরেজি ভার্সন পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থী থাকলে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে নির্ধারিত ছক অনুযায়ী এক কপি তালিকা উপ-পরীক্ষা নিয়ন্ত্রকের (মাধ্যমিক) কাছে হাতে হাতে ৬ এপ্রিলের মধ্যে অবশ্যই জমা দিতে হবে। অন্যথায় তার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ইংরেজি ভার্সন পরীক্ষা গ্রহণ সম্ভব হবে না। এতে শিক্ষার্থীদের কোনও অসুবিধা হলে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানই দায়ী থাকবেন।
Publication of notification to fill the forms of SSC candidates. It said the forms should be filled out online from April 13 to April 24. The application fee has to be submitted by April 25. Dhaka Education Board has released the notification to fill out the SSC exam form for 2022. On Monday (April 4), the notice signed by The Controller of Examinations of The Dhaka Education Board, Prof. S.M. Amirul Islasai, was released.