বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তিশিক্ষা খবর

এখন থেকে মেসেঞ্জারেই বিলের টাকা পাঠানো যাবে

এখন থেকে মেসেঞ্জারেই বিলের টাকা পাঠানো যাবে। ফেসবুক তাদের এক ব্লগ পোস্টে জানিয়েছে,‌‌ আমরা খুবই আনন্দিত, কারণ মেসেঞ্জারে আমরা বিশেষ একটি শর্টকাট চালু করতে যাচ্ছি। নতুন এই কমান্ড সিস্টেমের মাধ্যমে আমরা সবাইকে নতুন এক অভিজ্ঞতা দিতে যাচ্ছি। একইসঙ্গে ব্যবহারকারীরা ওই ফিচার ব্যবহার করে বেশ আনন্দ পাবেন। নতুন ফিচারের মাধ্যমে মেসেঞ্জারে লাঞ্চ, ডিনার বা যেকোনো খরচের বিলের টাকা অন্য ব্যক্তির কাছে পাঠাতে পারবেন।

 

নতুন এই ফিচার খুব তাড়াতাড়ি চালু করা হবে। ফিচারটি ব্যবহারের জন্য নির্ধারণ করা হয়েছে শর্টকাট কমান্ড। কমান্ডটি হলো “/pay

 

প্রাথমিক ভাবে মেসেঞ্জারের নতুন এই স্প্লিট পেমেন্টস সিস্টেমটি আইওএস এবং অ্যাড্রয়েট ব্যবহারকারীদের জন্য শুধুমাত্র যুক্তরাষ্ট্রে উন্মুক্ত হতে যাচ্ছে। মূলত ফেসবুক চাচ্ছে, ব্যবহারকারীরা তাদের আর্থিক বিষয়গুলোও ফেসবুকে সাইন ইন থেকেই সম্পন্ন করুক। এর মধ্যদিয়ে মেটা মালিকানাধীন মেসেঞ্জার বিনামূল্যে ও দ্রুত সময়ে আর্থিক কার্যক্রম নিয়ন্ত্রণ করার প্রক্রিয়া উন্মুক্ত করতে চলেছে।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমের শীর্ষে অবস্থান করা ফেসবুক নিত্য নতুন সব ফিচার নিয়ে আসছে। ফেসবুক ব্যবহারকারীরা এসব নতুন ফিচারের জন্য অনেকটাই মুখিয়ে থাকে। এবার ফেসবুক তাদের মেসেঞ্জার ব্যবহারকারীদের জন্য নতুন ফিচার নিয়ে আসছে। এর ফলে অন্যকে টাকা পাঠাতে এবং টাকা সংগ্রহ করতে ব্যবহারকারীদের অনেক বেশি সুবিধা হবে।

 

From now on, the bill money can be sent to the messenger. Facebook said in a blog post, “We are very happy because we are going to introduce a special shortcut to Messenger. With this new command system, we are going to give everyone a new experience. At the same time, users will enjoy using this feature. With the new feature, you can send lunch, dinner or any expense bill money to another person in Messenger.

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *