সাধারন এবং অন্যান্য

নতুন সুপার কম্পিউটার বানাচ্ছে ফেসবুকের মূল কোম্পানি মেটা

নতুন সুপার কম্পিউটার বানাচ্ছে ফেসবুকের মূল কোম্পানি মেটা।নতুন এই সুপার কম্পিউটার মেটাভার্সকে নতুন গতি দেবে। রিসার্চ সুপার ক্লাস্টার বা আরএসসি নামে এই সুপার কম্পিউটার আগামী ছয় মাসের মধ্যে তৈরি শেষ হবে। ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ সুপার কম্পিউটার বানানোর ঘোষণা দিয়ে বলেন, এটিই হবে সবচেয়ে দ্রুতগতির সুপার কম্পিউটার।

 

মেটা জানাচ্ছে, সুপার কম্পিউটারটি কৃত্রিম বুদ্ধিমত্তায় আরও কার্যকর হতে বাস্তব উদাহরণ গ্রহণ করবে। এর আগে এআই প্রকল্পে ওপেনসোর্স কিংবা মুক্ত ডাটাসেট ব্যবহূত হয়েছে। সুপার কম্পিউটার তৈরিতে কী পরিমাণ বিনিয়োগ হচ্ছে, অবশ্য তা প্রকাশ করেনি মেটা।

 

সুপার কম্পিউটারটি এআই গবেষকদের কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল তৈরিতে আরও কার্যকর সহায়তা করবে বলে মনে করছেন জাকারবার্গ। মেটার নির্মীয়মাণ সুপার কম্পিউটারটি ভিন্ন পদ্ধতিতে কাজ করবে।

 

Meta, the parent company of Facebook, is building new supercomputers. This new supercomputer will give new speed to Metavers. Named the Research Super Cluster or RSC, this super computer will be completed within the next six months. Facebook CEO Mark Zuckerberg has announced plans to build a supercomputer, saying it will be the fastest supercomputer.

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply