সাধারন এবং অন্যান্য

নতুন ল্যাপটপ কেনার আগে জানুন কোনটা কিনবেন

নতুন বছরের শুরুতেই বাজারে আসছে অত্যাধুনিক সব ডিভাইস। ফলে অনেকেই ল্যাপটপ কেনার পরিকল্পনা করছেন। বিগত কয়েক বছরের মতোই ২০২২ সালেও একের পর এক নতুন স্মার্টফোন বাজারে আসবে। চলতি বছরে প্রায় সব ফ্ল্যাগশিপ ফোনে থাকবে লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮ জেন১ অথবা মিডিয়াটেক ডিমেনসিটি ৯০০০ অথবা এক্সিনোস ২২০০ চিপসেট। এই সব ফোনেই অত্যাধুনিক প্রযুক্তির সঙ্গেই নতুন ডিজাইন দেখা যাবে। এছাড়াও পুরনো জেনারেশনের চিপসেট আগের থেকে সস্তা হবে। ফলে নতুন ফোন লঞ্চ হলে গত বছর লঞ্চ হওয়া ফোনগুলো আগের থেকে সস্তা হবে। শুধুমাত্র স্মার্টফোন নয়, ল্যাপটপের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য।

 

ইনটেল, এএমডি ও এনভিডিয়া ইতিমধ্যেই তাদের পরিবর্তী জেনারেশনের প্রসেসর ও গ্রাফিক্স কার্ড নিয়ে হাজির হয়েছে। কয়েক সপ্তাহের মধ্যেই নতুন প্রসেসর ও গ্রাফিক্স কার্ড সহ একাধিক ল্যাপটপ বাজারে এসে যাবে। নতুন এই ল্যাপটপগুলোতে নিঃসন্দেহে আগের থেকে ভালো পারফর্মেন্স পেয়ে যাবেন। শিগগিরই ইনটেল টুয়েলভথ জেন ও এএমডি রাইজেন ৬০০ সিরিজের প্রসেসর সহ নতুন ল্যাপটপ বাজারে আসবে। এছাড়াও রেডিয়ন ৬০০ সিরিজ ও আরটিএক্স ৩০৭০ টিআই ও আরটিএক্স ৩০৮০ টিআই গ্রাফিক্স কার্ড দেখা যাবে বিভিন্ন ল্যাপটপে। এই মুহূর্তে বিশ্বের সবথেকে শক্তিশালী গ্রাফিক্স কার্ড আরটিএক্স ৩০৮০ টিআই।

 

At the beginning of the new year, all the sophisticated devices are coming on the market. As a result, many are planning to buy a laptop. Like the last few years, one new smartphone after another will come into the market in 2022. This year, almost all flagship phones will have the latest Snapdragon 8 Gen 1 or MediaTek Dimension 9000 or Exynos 2200 chipset. All these phones will have new designs with the latest technology. Also, the older generation chipsets will be cheaper than before. As a result, if new phones are launched, the phones launched last year will be cheaper than before. This rule applies not only to smartphones but also to laptops.

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply