সাধারন এবং অন্যান্য

Current Affairs February 2023 PDF bangladesh কারেন্ট অ্যাফেয়ার্স

Current Affairs February 2023 PDF bangladesh কারেন্ট অ্যাফেয়ার্স

বাংলাদেশ পরিচিতি
১। বাংলাদেশের সরকারী নাম- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
২। বাংলাদেশের চারিদিকে ভারতের কয়টি রাজ্য- পাঁচটি।
৩। বাংলাদেশে অধিকাংশ পাহাড় গঠিত হয়- টারশিয়ারীযুগে।
৪। বাংলাদেশের বিভাগ- ৭টি (মন্ত্রীসভা অনুযায়ী)।
৫। বাংলাদেশের মোট উপজেলা- ৪৮৩ টি
৬। বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাত- ২০৩
৭। বাংলাদেশের উপর দিয়ে পতিত – কর্কটক্রান্তি বা ট্রপিক অব ক্যান্সার রেখা।
৮। বাংলাদেশের মোট সীমারেখা ৫,১৩৮ কি.মি।
৯। বাংলাদেশ মায়ানমার সীমান্ত- ২৮৩ কিঃমিঃ বা ১৭৬ মাইল।
১০। বাংলাদেশের সমুদ্র উপকুলের সীমা দৈর্ঘ্য ৭১১ কিলোমিটার।
১১। কক্সবাজারের সমুদ্র সীমার দৈর্ঘ্য- ১৫৫ কি:মি:। (পৃথিবীর সর্ববৃহৎ সমুদ্র সৈকত)
১২। বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা- ২০০ ন্যাটিক্যাল মাইল।
১৩। বাংলাদেশের রাজনৈতিক সমুদ্র সীমা রেখা- ১২ ন্যাটিকেল মাইল।
১৪। বাংলাদেশ-ভারত সীমান্ত চুক্তি- ১৬ই মে, ১৯৭৪ সালে। (ইন্দিরা-মুজিব চুক্তি নামেও পরিচিত)।
১৫। বাংলাদেশের সাথে ভারতের অমিমাংসিত সীমান্ত- ৬.৫ কি:মি:।
‘১৬। সোয়াস অব নো গ্রাউন্ড’ খাদটি – বঙ্গোপসাগরে অবস্থিত।
১৭। বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগরে ভারতের একটি রাজ্যের নাম- আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ।
১৮। বাংলাদেশ ও আন্দামান দ্বীপপুঞ্জ এর মধ্যবর্তী স্থান- ১০০ চ্যানেল নামে পরিচিত।
১৯। সমুদ্র পৃষ্ঠ থেকে বাংলাদেশের সর্বোচ্চ উচ্চতর জেলা- দিনাজপুর। (37.50মি.)
২০। পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ- বাংলাদেশ।
২১। বাংলাদেশ সৃষ্টির পূর্বে এটি ছিল বঙ্গখাত বা Bango-Basin.
২২। বাংলাদেশের সর্ব উত্তরে জেলা- পঞ্চগড়।
২৩। দক্ষিণের জেলা- কক্সবাজার
২৪। বর্তমানে বাংলাদেশে কতটি জেলা আছে?
উত্তর: ৬৪ টি [প্রস্থাবিত, ভৈরব জেলা ছাড়া।]
২৫। বাংলাদেশে উপকূলীয় জেলা কতটি?
উত্তর: ১৯ টি

টর্ট আইন

কারেন্ট অ্যাফেয়ার্স – Current affairs 2023 (PDF) Download Link

Courtesy: http://www.helptrickbd.com/

বাংলাদেশের জনসংখ্যাঃ
১। বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার- ১.৩২
২। বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব- ৯৯০জন ।
৩। দারিদ্র সীমার নিচে বসবাসকারী- ৪০%
৪। বাংলাদেশের সবচেয়ে বেশি ও কম দারিদ্র বাস করে- কুষ্টিয়া।
৫। বাংলাদেশের অবস্থান জনসংখ্যায়-বিশ্বে- ৭ম
৬। বাংলাদেশের সবচেয়ে কম ঘনবসতিপূর্ণ এলাকা- বান্দরবন।
৭। আয়তনে বাংলাদেশ বিশ্বে- ৯১ তম।
৮। ম্যালথাসের মতে জনসংখ্যা বাড়ে- জ্যামিতিক হারে।
৯। ঢাকা বিশ্বের কততম মেগা সিটি- ২০তম ।
১০। বাংলাদেশে কিশোর অপরাধ (৭-১৬ বছর) কেন্দ্র অবস্থিত- গাজীপুর জেলার টঙ্গীতে।
১১। বাংলাদেশ কিশোরী সংশোধণ কেন্দ্র- গাজীপুরের কোণাবাড়িতে।
১২। বাংলাদেশ মোট উপজাতি- ৪৫ টি ।
১৩। চাকমাদের বর্ষবরণকে বলা হয়- বিছু।
১৪। কোন উপজাতিরা মুসলমান- পাঙন উপজাতি।
১৫। বৈসাবি হচ্ছে- পাহাড়ি উপজাতিদের বর্ষবরণ।
১৬। মৌয়ালীরা বাস করে- সুন্দরবনে।
১৭। রাখাইনরা বাস করে- পটুয়াখালী।

সাম্প্রতিক আন্তর্জাতিক প্রশ্নঃ
১.ভারতের যুদ্ধবিমানের প্রথম নারী মুসলিম পাইলট—- সানিয়া মির্জা
২.অত্যাধুনিক প্রযুক্তির বোমার বিমান ‘ বি -২১ রাইডার’কোন দেশের তৈরি—— যুক্তরাষ্ট্রে
৩.পেরুর প্রথম নারী প্রেসিডেন্ট —- দিনা বলুয়ার্তে
৪.২০২৩ সালের ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল— আক্রা ( ঘানা)
৫.অক্সফোর্ড অভিধান কর্তৃপক্ষের ২০২২ সালের বর্ষসেরা শব্দ— Goblin mode
৬.আরব দেশের মধ্যে প্রথমবারের মতো চাঁদে রোবটযান পাঠায়– সংযুক্ত আরব আমিরাত
৭.সংযুক্ত আরব আমিরাত চন্দ্রাভিযানের জন্য রোবটযান পাঠায়–১১ ডিসেম্বর ২০২২
৮.IOM এর বর্তমান সদস্য দেশ– ১৭৫ টি
৯. IOM এর সর্বশেষ সদস্য দেশ– বার্বাডোস (২৯ নভেম্বর ২০২২)

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply