ক্যারিয়ারচাকরির বিজ্ঞপ্তি

৮৯টি টেকনিক্যাল স্কুল ও কলেজের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন টেকনিক্যাল স্কুল ও কলেজের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। কারিগরি বোর্ডের ওয়েবসাইট উক্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন টেকনিক্যাল স্কুল ও কলেজের নিয়োগ বিজ্ঞপ্তি দেখুুুন এখানে।

কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন বিদ্যমান ৬৪টি টেকনিক্যাল স্কুল ও কলেজ এবং সদ্য চালুকৃত ২৫টি টেকনিক্যাল স্কুল ও কলেজে রাজস্বখাতে শূন্য পদসমূহ সম্পূর্ণ অস্থায়ী ডিত্তিতে সরাসরি নিয়ােগের মাধ্যমে পুরণের নিমিত্ত নিম্নবর্ণিত শর্তে উল্লিখিত পদের বিপরীতে বর্ণিত যােগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে আবেদনপত্র আহবান করা যাচ্ছে:

অন লাইনে আবেদনপত্র পুরণ এবং পরীক্ষার ফি জমাদান পদ্ধতিঃ

আবেদন http://dtev.teletalk.com.bd ওয়েবসাইটে সরাসরি দাখিল করতে হবে।

আবেদনের সময়সীমা নিম্নরূপ

• Online এ আবেদনপত্র পুরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ: ১০/০১/২০২১ খ্রিঃ, সকাল ১০:০০ টা।

• Online এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শেষ তারিখ: ৩১/০১/২০২১ খ্রিঃ, সন্ধ্যা ০৬:০০ টা।

• উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online এ আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস এর মাধমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।

Online এ আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৮০ Pixel) ও রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৩০০ Pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন Online এ আবেদনপত্রে পুরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু আবেদন প্রেরণ করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।

প্রার্থী Online এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়ােজনের সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন। SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান: Online এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনামতে ছবি এবং Signature Upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে প্রার্থী ০১টি User ID, হবি এবং স্বাক্ষর যুক্ত ০১টি Applicant’s Copy পাবেন।

উক্ত Applicant’s Copy প্রার্থী Print অথবা  Download করে সংরক্ষণ করবেন। উক্ত Applicant’s কপিতে প্রার্থীর User Id দেওয়া থাকবে এবং এই User ID ব্যবহার করে প্রার্থী নিম্নােক্ত পদ্ধতিতে যে কোন Teletalk Pre-Paid Mobile নম্বরের মাধ্যমে দুটি SMS করে পরীক্ষার ফি নিয়ােগ বিজ্ঞপ্তি’র ক্রমিক ১ থেকে ১৩ পর্যন্ত পদের জন্য ১০০ টাকা + Teletalk এর সার্ডিস চার্জ বাবদ ১২ টাকাসহ সর্বমােট ১১২ টাকা এবং ক্রমিক ১৪ থেকে ১৫ পর্যন্ত পদের জন্য ৫০ টাকা + Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ৬ টাকাসহ সর্বমােট ৫৬ টাকা অনধিক ৭২ ঘন্টার মধ্যে জমা দিবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, Online এ আবেদনপত্রের সকল অংশ পুরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত Online এ আবেদনপত্র কোন অবস্থায় গৃহীত হবে না।

• প্রথম SMS: DTEV < Space > User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে|

• দ্বিতীয় SMS: DTEV < Space > Yes < Space > PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।

প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://dtev.teletalk.com.bd এই ওয়েবসাইটে এবং প্রার্থীর মােবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধু যােগ্য প্রার্থীদের) যথাসময়ে জানানাে হবে। Online এ আবেদনপত্রে প্রার্থীর প্রদত মােবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যােগাযােগ সম্পন্ন করা হবে। বিধায় উত্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞনীয়।

SMS এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রােল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও ভেন্যুর নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী রজিন প্রিন্ট করে নিবেন। প্রার্থী এই প্রবেশ পত্রটি লিখিত পরীক্ষায় অংশ গ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply