চাকরির বিজ্ঞপ্তি

চাকরির প্রস্ততি ২০২২ সাধারন জ্ঞান Job Preparation 2022 General Knowledge

চাকরির প্রস্ততি ২০২২ সাধারন জ্ঞান Job Preparation 2022 General Knowledge

১। জাতীয় পরিচয়পত্র (NID) যাচাই করার গেটওয়ের নাম- পরিচয় (Porichoy)
২। স্মার্টকার্ডের (NID) মেয়াদ- ১০ বছর
৩। স্মার্টকার্ডের কত ধরনের সেবা পাওয়া যাবে? – ২২ ধরনের
৪। স্মার্টযন্ত্রের জন্যে অপারেটিং সিস্টেম ‘হারমোনি অপারেটিং সিস্টেম ‘ বাজারে আনলো- হুয়াওয়ে
৫। ক্রিকেটে বাংলাদেশের বর্তমান কোচ- রাসেল ডমিঙ্গো ( দক্ষিণ আফ্রিকা)
৬। এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ১৩তম বৃহৎ অর্থনীতির দেশ- বাংলাদেশ
৭। এশিয়ার সবচেয়ে বড় অর্থনীতির দেশ- চীন
৮। পদ্মাসেতু সেতুর পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করবে- দক্ষিণ কোরিয়া
৯। মেট্রোরেল প্রকল্প বাস্তবায়ন করছে-
১০। মেট্রোরেল নির্মাণ করছে- তেকেন কর্পোরেশন

একনজরে এই পোষ্টে কি কি থাকছে দেখে নিন

Job Preparation 2022 General Knowledge

Job Preparation 2022 General Knowledge
Job Preparation 2022 General Knowledge
চাকরির প্রস্ততি ২০২২ সাধারন জ্ঞান
চাকরির প্রস্ততি ২০২২ সাধারন জ্ঞান

১১। ২০১৯-২০ অর্থবছরে বাংলাদেশের জাতীয় বাজেটের পরিমাণ –
১২। ২০১৯-২০ অর্থবছরে সর্বোচ্চ বরাদ্দ – জনপ্রশাসন খাতে
১৩। বিরতিহীন আন্তঃনগর ট্রেন সার্ভিস ৫টির মধ্যে সর্বশেষ সংযোজন – বেনাপোল এক্সপ্রেস
১৪। সোয়াজিল্যান্ড এর বর্তমান নাম – কিংডম অব ইসওয়াতিনি
১৫। মেসিডোনিয়ার বর্তমান নাম- উত্তর মেসিডোনিয়া
১৬। বিশ্বের ২য় দেশ হিসেবে আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে সদস্যপদ প্রত্যাহার করে – ফিলিপাইন
১৭। যে অঙ্গরাজ্যটি যুক্তরাষ্ট্র ১৮০৩সালে ফ্রান্সের নিকট হতে ক্রয় করে- লুইজিয়ানা
১৮। ফেইসবুক প্ল্যাটফর্মে বাংলাদেশের ২য় ভাষা হিসেবে কোন ভাষা যুক্ত হয়?- চাকমা
১৯। বিদেশের মাটিতে হকিতে বাংলাদেশের মেয়েরা প্রথম বারের মতো কোন দেশের সাথে জয়লাভ করে? – শ্রীলঙ্কা
২০। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপে বাংলাদেশ মোট কয়টি ম্যাচ খেলবে?- ১৪টি
২১। বাংলাদেশকে নিম্ন মধ্যম আয়ের দেশ হিসেবে ঘোষণা করে – বিশ্বব্যাঙ্ক
২২। অর্থনৈতিক সমীক্ষা ২০১৯ অনুযায়ী, বাংলাদেশের মানুষের বর্তমান মাথাপিছু আয় কত? – ১৯০৯ মার্কিন ডলার
২৩। বাংলাদেশের উন্নয়ন ফোরামের সমন্বয়কারী সংস্থা – বিশ্বব্যাঙ্ক
২৪। বিশ্বের প্রথম নির্বাচিত কৃষাঙ্গ প্রেসিডেন্ট – নেলসন ম্যান্ডেলা
২৫। অসলো চুক্তি স্বাক্ষরিত হয় কোথায়? – ওয়াশিংটন ডিসিতে

২৬। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড সংঘটিত হয়- ১৩ এপ্রিল, ১৯১৯ (শর্তবর্ষ পূর্তি)
২৭। রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর নাইটহুড উপাধি ত্যাগ করেন- ১৯১৯সালে ( জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে)
২৮। আফগানিস্তান স্বাধীনতা লাভ করে – ১৯১৯সালে (শর্তবর্ষ পূর্তি)
২৯। বিশ্বের সেনা ইতিহাসে সবচেয়ে বড় সামরিক অভিযান ‘ডি-ডে’ সংঘটিত হয়- ৬ জুন, ১৯৪৪
৩০। এবছর চন্দ্র অভিযান ও ইন্টারনেট চালুর ৫০ বছর পূর্তি পালন হয়- সুবর্ণ জয়ন্তী
৩১। অ্যাপোলো ১১ চাঁদে অবতরণ করে – ২০ জুলাই, ১৯৬৯
৩২। আগরতলা ষড়যন্ত্র মামলা করা হয় – ৩ জানুয়ারি, ১৯৬৮
৩৩। আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি – ৩৫ জন

৩৪। আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করা হয় – ২২ ফেব্রুয়ারি, ১৯৬৯
৩৫। শেখ মুজিবুর রহমানকে ‘ বঙ্গবন্ধু ‘ উপাধিতে ভূষিত করা হয় – ২৩ ফেব্রুয়ারি, ১৯৬৯
৩৬। বঙ্গবন্ধু ‘বাংলাদেশ ‘ নামকরণ করেন – ৫ ডিসেম্বর, ১৯৬৯
৩৭। বিশ্বের বৃহত্তম ই-কমার্স প্রতিষ্ঠান – আমাজন ডট কম
৩৮। আমাজানের সদরদপ্তর- সিয়াটেল, ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র

৩৯। পূর্তিসমূহঃ
রজত- ২৫ বছর পূর্তি
সুবর্ণ – ৫০ বছর পূর্তি
হীরক- ৬০ বছর পূর্তি
প্লাটিনাম – ৭৫ বছর পূর্তি
শতবর্ষ – ১০০ বছর পূর্তি
সার্ধশতবর্ষ – ১৫০ বছর পূর্তি

৪০। বাংলাদেশে জাতীয় বৃক্ষমেলা শুরু হয়- ১৯৯৪ সালে
৪১। জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০১৯ এর স্লোগান – শিক্ষায় বন প্রতিবেশ, আধুনিক বাংলাদেশ।
৪২। বর্তমান বিশ্বে যে দুটি পরাশক্তির মধ্যে বাণিজ্য যুদ্ধ চলছে – চীন ও যুক্তরাষ্ট্র
৪৩। ‘I have a dream.’- শীর্ষক বক্তৃতাটি যার- মার্টিন লুথার কিং জুনিয়র
৪৪। রাজশাহীর আদি নাম- রামপুর বোয়ালিয়া
৪৫। বরিশালের আদি নাম- চন্দ্রদ্বীপ

৪৬। যে মার্কিন প্রেসিডেন্ট আমেরিকার গৃহযুদ্ধ শেষ হওয়ার ৫ দিন পর আততায়ীর গুলিতে মারা যান – আব্রাহাম লিংকন
৪৭। গুপ্তচর মাতা হ্যারি যে দেশের লোক ছিলেন- নেদারল্যান্ডস (হল্যান্ড)
৪৮। কৃষ্ণ সোমবারে নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জের সূচকের ৩৩% দরপতন হয়- ১৯৮৭সালে
৪৯। যুক্তরাষ্ট্রভিত্তিক ‘ক্লু ক্ল্যান ক্ল্যাক্স’ মূলত- বর্ণবাদী গোষ্ঠী
৫০। বাংলা একাডেমি হীরক জয়ন্তী পালন করে – ২০১৫সালে
৫১। মাগুরছড়া গ্যাসক্ষেত্র বিস্ফোরণ ঘটে – ১৯৯৭সালে
৫২। বাংলাদেশের প্রাকৃতিক গ্যাস সবচেয়ে বেশি ব্যবহৃত হয়- বিদ্যুৎখাতে
৫৩। বর্তমানে সবচেয়ে বেশি চলচ্চিত্র নির্মিত হচ্ছে – ভারতে Job Preparation 2022 General Knowledge

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply