শিক্ষা খবর

ইউনিক আইডি’র ডাটা এন্ট্রিঃ ষষ্ঠ ও একাদশ শ্রেণির শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি ৩১ আগস্টের মধ্যে

ইউনিক আইডি’র ডাটা এন্ট্রিঃ ষষ্ঠ ও একাদশ শ্রেণির শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি ৩১ আগস্টের মধ্যে।  শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর এস্টাবলিশমেন্ট অব ইন্টিগ্রেটেড এডুকেশনাল ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম-আইইআইএমএস প্রকল্পের পরিচালকের সই করা অফিস আদেশে দেশের আট বিভাগের জন্য আলাদা করে নতুন সময়সীমা নির্ধারণ করা হয়।  বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) ইউনিক আইডি প্রকল্পের পরিচালক প্রফেসর মো. শামছুল আলম স্বাক্ষরিত এক আদেশে এ কথা বলা হয়।

শিক্ষার্থীদের প্রোফাইল ডাটাবেজ তৈরি ও ইউনিক আইডির জন্য তথ্য সফট্ওয়ারে এন্ট্রি করতে প্রতিষ্ঠান প্রধানের আগামী ৩১ আগস্ট পর্যন্ত সময় দিয়েছে বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস)। এ সময়ের মধ্যে চলতি বছরের ষষ্ঠ ও একাদশ শ্রেণির শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি করতে হয়েছে প্রতিষ্ঠান প্রধানদের। আর গতবছর যেসব শিক্ষার্থী ডাটা এন্ট্রি সম্পন্ন হয়নি তাদের ডাটা এন্ট্রির সময় ৩১ আগস্ট পর্যন্ত পুনর্নির্ধারণ করা হয়েছে।

 

শিক্ষার্থীদের ইউনিক আইডি’র জন্য ডাটা এন্ট্রির সময়সীমা বাড়ানো হয়েছে। বাংলাদেশে সিভিল রেজিস্ট্রেশন অ্যান্ড ভাইটাল স্ট্যাটিসটিক্স (সিআরভিএস) ব্যবস্থার আলোকে সময়সীমা বাড়ানো হয়।অফিস আদেশে বলা হয়, আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছিল। কিন্তু কারিগরি ত্রুটি ও মাঠ পর্যায়ে বিভিন্ন সমস্যার কারণে ডাটা এন্ট্রি কার্যক্রম ধীরগতি হওয়ায় ব্যবহারকারীদের সুবিধার্থে বিভাগভিত্তিক ডাটা এন্ট্রির সময়সীমা পুনঃনির্ধারণ করা হলো।

প্রকল্প পরিচালক অধ্যাপক মো. শামছুল আলম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, সব বিভাগের জন্য ডাটা এন্ট্রির সময়সীমা ৩১ আগস্ট পুনর্নির্ধারণ করা হলো। সফটওয়্যারে  ২০২২ সালে ষষ্ঠ ও একাদশ শ্রেণির শিক্ষার্থীদের তথ্য এন্ট্রির অপশন তৈরি করা হয়েছে। এ তারিখের মধ্যে ২০২২ খ্রিষ্টাব্দে ষষ্ঠ ও একাদশ শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীর ডাটা এন্ট্রি সম্পন্ন করতে হবে।

 

চিঠিতে আর, বলা হয়েছে যেসব শিক্ষার্থীর অনলাইম জন্মনিবন্ধন করা হয় নেই তাদের ক্ষেত্রে বাবা অথবা মা যেকোন একজনের জাতীয় পরিচিতি নম্বর (এনআইডি) ও জন্ম তারিখের এর তথ্য দিয়ে অনলাইনে জন্মনিবন্ধন করা যাবে।

 

আইইআইএমএস প্রকল্প আরও বলছে, ২০২১ সালের যেসব শিক্ষার্থীর ডাটা এন্ট্রি ও আপলোড সম্পন্ন হয়নি সেসব শিক্ষার্থীসহ ২০২২ সালের ষষ্ঠ ও একাদশ শ্রেণির শিক্ষার্থীদের তথ্য ৩১ আগস্টের মধ্যে এন্ট্রি ও আপলোড করার জন্য প্রতিষ্ঠান প্রধানদের করা হলো।

চিঠিতে আরও বলা হয়েছে, ২০২২ সালের ষষ্ঠ ও একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ডাটা এন্ট্রির শিক্ষার্থী ফরমের প্রথম পাতায় (Page-1) শিক্ষার্থী তথ্যছমে ২০২১ এর ওপরে ‘বছর নির্বাচন করুন’ বক্সে ২০২২ নির্বাচন করলে ২০২২ সালের এন্ট্রি ফরম প্রদর্শিত হবে। ফরমে প্রদর্শিত তথ্যসমূহ ২০২১ এর মত পূরণ করতে হবে।জানা গেছে, ‘সিভিল রেজিস্ট্রেশন অ্যান্ড ভাইটাল স্ট্যাটিসটিকস’ (সিআরভিএস) ব্যবস্থার আলোকে দেশের তিন কোটির বেশি শিক্ষার্থীর জন্য ইউনিক আইডি (একক পরিচয়) করছে সরকার। পাঁচ বছর বয়সী প্রাক-প্রাথমিক থেকে ১৭ বছর বয়সের দ্বাদশ শ্রেণির সব ছাত্র-ছাত্রী পাবে এই ইউনিক আইডি। এই আইডিতে ১০ বা ১৬ ডিজিটের শিক্ষার্থী শনাক্ত নম্বর থাকবে, যা পরবর্তীতে হবে ওই শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্রের নম্বর।

 

জাতীয় পরিচয়পত্র তৈরিতে আলাদা করে তথ্য সংগ্রহ করার প্রয়োজন হবে না। ২০২০ সালে শিক্ষার্থীদের ইউনিক আইডি দেওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে বিগত সময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় তা সম্ভব হয়নি। তবে করোনা পরিস্থিতির মধ্যেই শিশু জরিপের উদ্যোগ নেয় প্রাথমিক শিক্ষা অধিদফতর। নির্ধারিত এই সময়ের মধ্যে সংশ্লিষ্ট সবাইকে ডাটা এন্ট্রির জন্য অনুরোধ জানিয়ে অফিস আদেশে আরও বলা হয়, এক বিভাগের প্রতিষ্ঠান অন্য বিভাগের জন্য নির্ধারিত সময় লগইন করতে পারবে না।

 

প্রসঙ্গত, প্রাথমিক শিক্ষার্থীদের ইউনিক আইডি (একক পরিচয়) দিতে মুবিজবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর সময় শিক্ষার্থীদের প্রোফাইল প্রণয়নের কাজ শুরু করেছে সরকার। প্রোফাইলে একজন শিক্ষার্থীর যাবতীয় তথ্য সন্নিবেশিত থাকবে।  প্রোফাইলের তথ্য থেকে তৈরি করা হবে ইউনিক আইডি। এই আইডি থেকেই পরে জাতীয়পরিচয় পত্র পাবে শিক্ষার্থীরা।

The deadline for unique ID data entry has been extended. An office order signed by the Director of the Establishment of Integrated Educational Information Management System (IEIMS project) of the Bureau of Education Information and Statistics on Sunday (February 13) set a separate new deadline for the eight divisions of the country.

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply