ক্যারিয়ারচাকরির বিজ্ঞপ্তি

প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার ফাইনাল সাজেশন্স (২য় পর্ব)

প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার ফাইনাল সাজেশন্স (২য় পর্ব) Primary Teacher Recruitment Test Final Suggestions (Part 2)। আসসালামু আলাইকুম, সুপ্রিয় চাকুরি প্রত্যাশি ভাই বোনেরা আপনারা অনেকেই বলেছিলেন, যেহেতু আপনি প্রাইমারির একজন শিক্ষক, প্রাইমারির জন্য শেষ মুহূর্তে কি কি পড়ব?

তাই, গত পোস্টে আমি সার্বিক বিষয় নিয়ে কথা বলেছি, যারা পড়েননি দেখে নিবেন। আজকে লিখব প্রাথমিক পরীক্ষায় বাংলা বিষয়ে কি কি পড়তে হবে আর কোন কোন টপিকস না পড়লেও চলবে। যেহেতু প্রশ্ন বিশ্লেষণ একটি সময় সাপেক্ষ ব্যপার তাই একটু লেইট হলো লিখতে,

যেহেতু এবারো পরীক্ষার দায়িত্বে থাকবে বুয়েট,আর গত পরীক্ষা অর্থ্যাৎ ২০১৯ সালের ৪ ধাপের পরীক্ষাটি নিয়েছিল বুয়েট যেটায় আমি চাকরি পেয়েছি,

তাই ২০১৯ সাল এবং ২০১৪ সালের পরীক্ষা যেটা ২০১৮ সালে হয়েছে তার প্রশ্নের আলোকেই বিশ্লেষণ করে আমি লেখার চেষ্টা করছি, আশাকরি উপকৃত হবেন। এবং বুয়েটের প্রশ্নের ধরণ কেমন হয় খুব ভালোভাবে বুঝতে পারবেন।

তাহলে, আসুন প্রথমেই জেনে নেই বাংলায় প্রাইমারিতে মোট কতটি প্রশ্ন আসে।

মোট প্রশ্ন হয় ৮০ টি যার জন্য সময় কিন্তু মাত্র ৬০ মিনিট অর্থ্যাৎ প্রতিটি প্রশ্নের জন্য ১ মিনিটের কম সময় পাবেন আপনি।
এখন আসা যাক, বাংলায় মোট প্রশ্ন কতটি, মোট প্রশ্ন ২০ টি, যার মধ্যে ব্যাকরণ এবং সাহিত্য অংশ থাকে।

মজার ব্যাপার হলো, প্রশ্ন বিশ্লেষণ করে দেখা গেল, ২০ টির মধ্যে অধিকাংশ প্রশ্নই আসে ব্যাকরণ থেকে ২০ টির মধ্যে ১৮-১৯ টি প্রশ্নই ব্যাকরণ থেকে

আর সাহিত্য থেকে ১-২ টি মাত্র। সুতরাং বুঝতেই পারছেন কোনটায় কতটুকু সময় দিবেন।

এখন, বলা যাক কোন কোন টপিকস আপনাকে চাকুরিটি পেতে হলে পড়তেই হবে।

ব্যাকরণঃ
১।বানান শুদ্ধিকরণ( আসবেই)
২। ধ্বনি ও বর্ণ ( আসবেই)
৩।এক কথায় প্রকাশ ( আসবেই)
৪।বাক্যে ও প্রকারভেদ ( আসবেই)
৫। সমাস ( আসবেই)
৬। বাগধারা ( ২০-১০ গ্রেডের ম্যাক্সিমাম জবেই আসে)
৭।সমার্থক শব্দ
** উপসর্গ ( প্রায় প্রত্যেক বছর ই এসেছে)
৮। বিপরীত শব্দ
৯। সন্ধি
১০।বাক্য শুদ্ধিকরণ
১১।কারক ও বিভক্তি
১২। বিরাম চিহ্ন
১৩। শব্দার্থ
চলুক দেখে যাক, মোটামুটি যে গুলো আপাতত না পড়লেও চলবে।

  • পুরুষ
    *উক্তি
  • বাচ্য
  • লিঙ্গ
  • ক্রিয়ারকাল ( আগে আসতে দেখা গেছে)
    *দ্বিরুক্ত শব্দ
  • পরিভাষা
  • সাধু ও চলিত
  • অনুবাদ
    *পদাশ্রিত নির্দেশক
    *ছন্দ
  • অলঙ্কার
  • প্রায় সমোচ্চারিত শব্দ

এরকম আরো অনেক টপিকস।

আর সাহিত্য থেকে মাত্র ১-২ বা বড়োজোর ৩ টি প্রশ্ন আসতে পারে, এর জন্য সময় নষ্ট করা যাবেনা।
আগের পোস্টে আমি বারবার প্রিভিয়াস প্রশ্ন তথা জব সল্যুশন পড়তে বলেছি তাতেই কভার হয়ে যাবে

তবুও,পড়তে চাইলে,
সাহিত্যঃ
১। রবীন্দ্রনাথ
২। জীবনানন্দ দাশ
৩. হুমায়ুন আহমেদ
৪। জহির রায়হান
৫। মাইকেল মধুসূদন দত্ত
৬। সৈয়দ শামসুল হক

এদের দেখলেই চলবে,

পড়তে হবেনাঃ প্রাচীন যুগ, মধ্য যুগ ও আধুনিক যুগের শতশত পৃষ্ঠা।

কি বুঝলেন??

পড়ার টপিকসের থেকে বাদ দেয়ার টপিকস ই বেশি, এখানেই আসল খেলা। বুদ্ধিমানরা গুরুত্বপূর্ণ টপিকস গুলো বারবার পড়বে, ভুল সংশোধন করবে

আর বোকারা বইয়ের সব পড়তে গিয়ে গোলায়ে ফেলবে পরীক্ষার হলে কমন জিনিস ও কনফিউজিং এর শিকার হয়ে ভুল করবে। সুতরাং, বুদ্ধিমান দলের হয়ে উঠবেন আশা করছি।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply