পরীক্ষা খবরশিক্ষা খবর

৫ম শ্রেণীর বৃত্তি পরীক্ষার্থীদের নির্দেশনামূলক নোটিশ প্রকাশ ২০২২

আগামীকাল শুক্রবার প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। দীর্ঘ তেরো বছর পর বৃত্তি পরীক্ষায় অংশ নিতে যাচ্ছেন শিক্ষার্থীরা। সকাল ১০ টা থেকে বেলা ১২টা পর্যন্ত বাংলা, ইংরেজি, গণিত ও বিজ্ঞান এ চার বিষয়ে দুই ঘণ্টা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর কমপক্ষে ১৫ মিনিট আগে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে। পরীক্ষা শুরুর ১০ মিনিট আগে উত্তরপত্রের বুকলেট পরীক্ষার্থীদের মাঝে বিতরণ করা হবে।

৫ম শ্রেণীর বৃত্তি পরীক্ষার্থীদের নির্দেশনামূলক নোটিশ প্রকাশ ২০২২। ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের করণীয় কী – এ ব্যাপারে নির্দেশনামূলক নোটিশ প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (DPE)।

বৃত্তি পরীক্ষা চলাকালীন আচরণ

১. পরীক্ষার হলে অন্যের সঙ্গে কথা বলা যাবে না।

২. প্রশ্নপত্র ও প্রবেশপত্র ব্যতীত অন্য কোনো অননুমোদিত কাগজপত্র সঙ্গে রাখা যাবে না।

৩. পরীক্ষার হলে প্রশ্নপত্র বা অন্য কোনো মাধ্যমে কিছু লিখে অন্য পরীক্ষার্থীর সঙ্গে বিনিময় করা যাবে না।

৪. প্রশ্নপত্র ছাড়া অন্য কোনো কাগজপত্র বা অন্যের উত্তরপত্র দেখে লেখা যাবে না বা অন্যকে দেখিয়ে সহযোগিতা করা যাবে না।

৫. উত্তরপত্র কক্ষ ইনভিজিলেটরের কাছে জমা না দিয়ে উত্তরপত্রসহ পরীক্ষার হল ত্যাগ করা যাবে না।

৬. কেন্দ্র কর্তৃক সরবরাহকৃত উত্তরপত্রের পৃষ্ঠা পরিবর্তন বা বিনষ্ট করা যাবে না।

৭. পরীক্ষার্থী কর্তৃক পরীক্ষা হলের বাইরে থেকে লিখে অতিরিক্ত উত্তরপত্র দাখিল করা যাবে না।

৮. উত্তরপত্রে আপত্তিকর কিছু লেখা বা সাংকেতিক চিহ্ন ব্যবহার করা যাবে না।

৯. মোবাইল বা এ–জাতীয় কোনো ডিভাইস ব্যবহার করা যাবে না।

বৃত্তি পরীক্ষার্থীদের করণীয় / নিয়মাবলি

১. পরীক্ষার্থীকে প্রবেশপত্রসহ নির্দিষ্ট সময়ে পরীক্ষার হলে উপস্থিত হতে হবে। প্রবেশপত্র ছাড়া পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।

২. পরীক্ষার হলে প্রবেশপত্র ছাড়া অন্য কোনো অননুমোদিত কাগজপত্র বা ক্যালকুলেটর বা মোবাইল সঙ্গে আনা যাবে না।

৩. উত্তরপত্রের কভার পৃষ্ঠার নির্ধারিত স্থানে নাম, কেন্দ্র ও রোল নম্বর ছাড়া অন্য কোনো কিছু লেখা যাবে না।

৪. উত্তরপত্রে অবশ্যই ইনভিজিলেটরের স্বাক্ষর থাকতে হবে। অন্যথায় উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে।

৫. উত্তরপত্রের ভেতর বা বাইরে পরীক্ষার্থীর নাম, ঠিকানা, রোল নম্বর বা কোনো সাংকেতিক চিহ্ন বা অপ্রয়োজনীয় কোনো কিছু লেখা যাবে না।

৬. খসড়ার জন্য কোনো অতিরিক্ত কাগজ দেওয়া হবে না। প্রদত্ত উত্তরপত্রেই খসড়ার কাজ করতে হবে, তা পরে যথাযথভাবে কেটে দিতে হবে।

৭. প্রদত্ত উত্তরপত্র ছাড়া টেবিল, রুলার বা অন্য কোথাও পরীক্ষার্থী কোনো কিছু লিখতে পারবে না।

৮. প্রশ্নপত্র বিতরণের পর এক ঘণ্টা অতিবাহিত না হওয়া পর্যন্ত কোনো পরীক্ষার্থী পরীক্ষা হলের বাইরে যেতে পারবে না।

৯. পরীক্ষা শেষ হওয়ার পর উত্তরপত্র কর্তব্যরত ইনভিজিলেটরের নিকট জমা দিয়ে পরীক্ষা হল ত্যাগ করতে হবে।

 

আগামী ৩০ ডিসেম্বর (শুক্রবার) এ পরীক্ষা শুরু হবে। সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত দুই ঘণ্টা বৃত্তি পরীক্ষা নেওয়া হবে। আগের নির্ধারিত তারিখ ছিল ২৯ ডিসেম্বর। সোমবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) থেকে পরীক্ষা সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২২ এর সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

আগামী ৩০ ডিসেম্বর সকালে এ পরীক্ষার আয়োজন করা হবে। দুই ঘণ্টার বৃত্তি পরীক্ষায় বাংলা, ইংরেজি, প্রাথমিক গণিত ও প্রাথমিক বিজ্ঞান বিষয়ে প্রশ্ন থাকবে। বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীদের জন্য পরীক্ষার সময় অতিরিক্ত ৩০ মিনিট বরাদ্দ থাকবে। উল্লেখিত সময়সূচি অনুযায়ী প্রবেশপত্র প্রস্তুত ও সংশ্লিষ্ট সবাইকে অবহিত করার জন্য অনুরোধ করা হয়েছে।

জানা গেছে, প্রাথমিক বৃত্তি পরীক্ষা ঢাকায় ৩০ ডিসেম্বর ও উপজেলা পর্যায়ে ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। গত ১২ ডিসেম্বর ডিপিএ থেকে সেটি বাতিল করা হয়।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply