ক্যারিয়ারচাকরির বিজ্ঞপ্তিশিক্ষক নিবন্ধন

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ’র নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। সেকেন্ডারী এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সেসিপ) এর চাহিদার ভিত্তিতে শিক্ষক নিয়োগে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ। এনটিআরসিএর ওয়েবসাইটে এই গণবিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়।

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি অনুযায়ী ৬০৪টি মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসায় ১ হাজার ১৯৯টি পদে শিক্ষক নিয়োগ দেয়া হবে। উক্ত নিয়োগ কার্যক্রমে ১৫তম নিবন্ধনের উত্তীর্ণ প্রার্থীরাও আবেদন করতে পারবেন।

আরো পড়ুন- ১৬ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি

সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রােগ্রাম (সেসিপ)-এর চাহিদার ভিত্তিতে সাধারণ শিক্ষা ধারার ৬০৪ টি শিক্ষা প্রতিষ্ঠানে (মাধ্যমিক বিদ্যালয়/দাখিল মাদরাসা) ভােকেশনাল কোর্স চালুর লক্ষ্যে অনলাইনে নিয়ােগযােগ্য নিম্ন বর্ণিত ১০ টি ট্রেডের সর্বমােট ১,১৯৯টি শিক্ষক পদে অনলাইনে ই-চাহিদা আহবান করা যাচ্ছে। যার বিস্তারিত তালিকা ও বিবরণ http:// ngi.teletalk.com.bd এবং www.ntrca.gov.bd এ বিজ্ঞপ্তি (e-Advertisement) আকারে প্রকাশ করা হয়েছে।

ট্রেডের নাম সমূহ নিম্নরূপ

• Food processing and preservation
• Civil Construction
• General Electrical Works
• General Electronic Works/ General Electronics
• Dress Making
• Computer and information Technology
• General Mechanics
• Refrigeration and Air Conditioning
• Plumbing and Pipe Fitting
• Welding and fabrication

উল্লিখিত ১০টি ট্রেডে ইন্সট্রাক্টর পদে নিবন্ধনধারী আগ্রহী ব্যক্তিবর্গ (যাদের বয়স ০১-০১-২০২০ তারিখে ৩৫ বছর বা তার কম এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের জারিকৃত জনবল কাঠামাে ও এমপিও নীতিমালা-২০১৮ (সংশােধিত) তে উল্লিখিত শিক্ষাগত যােগ্যতা রয়েছে। তাঁরা উক্ত চাহিদা তালিকায় বর্ণিত তাঁর সংশ্লিষ্ট পদসমূহের জন্য আগামী ০৮-০১-২০২০ তারিখ হতে ২২-০১-২০২০ তারিখ পর্যন্ত ছুটির দিন ও প্রতিদিন দিবারাত্রি ২৪ ঘন্টা) অনলাইনে আবেদন (e-Application) পেশ করতে পারবেন।

প্রাপ্ত সকল আবেদনসমূহ সরকারি বিধি-বিধান ও মহিলা কোটার পরিপত্রের আলােকে সম্মিলিত জাতীয় মেধার ভিত্তিতে বাছাইপূর্বক প্রতিটি পদের বিপরীতে এনটিআরসিএ থেকে একজনকে নিয়ােগের জন্য সুপারিশ করে সংশ্লিষ্ট SMC/MMC/GB-এর নিকট প্রেরণ করা হবে এবং নির্বাচিত প্রার্থীকে SMS এর মাধ্যমে জানানাে হবে। বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন http://ngi.teletalk.com.bd এবং www.ntrca.gov.bd.

প্রার্থিত ১০টি ট্রেড ইন্সট্রাক্টর পদের শিক্ষাগত যােগ্যতা নিম্নরূপঃ

পদের নাম: ট্রেড ইন্সট্রাক্টর

শিক্ষাগত যােগ্যতা: কোন স্বীকৃত বাের্ড হতে সংশ্লিষ্ট টেকনােলজিতে নুন্যতম ২য় বিভাগে (সমমান সিজিপিএ) ডিপ্লোমা ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং/ ডিপ্লোমা-ইন-টেকনিক্যাল এডুকেশন/ ডিপ্লোমা-ইন ভোকেশনাল এডুকেশন/ কৃষি ডিপ্লোমা (তিন অথবা চার বছর মেয়াদী) জেনারেল বর্ণিত সর্বশেষ তিথি ব্যতীত সমগ্র শিক্ষা জীবনে যে কোন শ্রেণি/সমমান গ্রহণযােগ্য হবে না।

বিষয়: ১. ফুড প্রসেসিং এন্ড প্রিজার্ভেশন ২. সিভিল কনস্ট্রাকশন ৩. জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস ৪. জেনারেল ইলেকট্রনিক ওয়ার্কস /জেনারেল ইলেকট্রনিক্স ৫. ড্রেস মেকিং ৬. কম্পিউটার ও তথ্য প্রযুক্তি ৭. মেকানিক্স ৮. রিফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং ৯. প্লাম্বিং এন্ড পাইপ ফিটিং ১০. ওয়েল্ডিং এন্ড ফেব্রিকেশন

আরো পড়ুন- বেসরকারি শিক্ষক নিবন্ধন অনলাইনে আবেদন প্রক্রিয়া

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি

অনলাইনে আবেদনকারী শিক্ষক প্রার্থীদের তথ্য কতিপয় বিষয়

• এনটিআরসিএ কর্তৃক শিক্ষক নিয়ােগের লক্ষ্যে সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রােগ্রাম (সেসিপ)-এর আওতায় সাধারণ শিক্ষা ধারার ৬০৪ টি শিক্ষা প্রতিষ্ঠানে (মাধ্যমিক বিদ্যালয়/দাখিল মাদরাসা) ভােকেশনাল কোর্স চালুর লক্ষ্যে অনলাইনে নিয়ােগযােগ্য ১০ টি ট্রেডের সর্বমােট
১.১৯৯টি শিক্ষক পদ পূরণের জন্য সেসিপ থেকে চাহিদা পাওয়া যায়-যার বিস্তারিত তালিকা http://ngi.teletalk.com.bd এবং www.ntrca.gov. এ বিজ্ঞপ্তি (e-Advertisement) আকারে প্রকাশ করা হয়েছে।

• উল্লিখিত ১০টি ট্রেডে ইন্ট্রাক্টর পদে নিবন্ধনধারী আগ্রহী ব্যক্তিবর্গ (০১/০৯/২০২০ তারিখে যাদের বয়স ৩৫ বছর বা তার কম এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের জারিকৃত সর্বশেষ জনবল কাঠামাে ও এমপিও নীতিমালা- ২০১৮ (সংশােধিত) এ উল্লিখিত শিক্ষাগত যােগ্যতা রয়েছে তীরা সকলেই ওয়েবসাইটে প্রকাশিত তালিকার সংশ্লিষ্ট পদসমূহের জন্য এনটিআরসিএ’র নিকট অনলাইনে আবেদন করতে পারবেন। ই-আবেদন ফরম পূরণের সময় নামের বানানসহ অন্যান্য তথ্যাদি নিবন্ধন পরীক্ষার ফরম পূরণের সময় প্রদত্ত তথ্যের অনুরূপ হতে হবে। নামের বানান ভুল করে দিলে কম্পিউটার প্রসেসিং এ বিভ্রাট ঘটবে যার দায় NTRCA নিবে না।

• নিয়ােগ আবেদন (e-Application) ফরমটি খুব সতর্কতার সাথে পূরণ করার জন্য অনুরােধ করা হলাে। কারণ ফরম পুরণ শেষে একবার Submit করা হয়ে গেলে তা আর কোনভাবেই সংশােধন যােগ্য নয়।

• কেউ কোন ভুল/মিথ্যা তথ্য প্রদান করেছেন প্রমাণিত হলে তাঁর আবেদনটি কোন কারণ দর্শানাে ছাড়াই ৰাতিল করা হবে। ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য প্রদান করা হলে তাঁর বিরুদ্ধে প্রয়ােজনে ফৌজদারী ব্যবস্থা গ্রহণের পদক্ষেপ নেয়া হবে।

• যিনি যে যে বিষয়ে এনটিআরসিএ’র নিবন্ধন সনদধারী তিনিe-Advertisement এ প্রদর্শিত তার সংশ্লিষ্ট বিষয় বিষয়সমূহের বিপরীতে তালিকায় বর্ণিত সকল প্রতিষ্ঠানের সকল পদে আবেদন করতে পারবেন। তবে এক ব্যক্তি একাধিক প্রতিষ্ঠানের একাধিক পদে আবেদন করলে পছন্দের ক্রম উল্লেখ করে দিতে হবে। তার পছন্দ ও মেধাক্রম অনুসারে মাত্র একটি পদের বিপরীতে তাকে নিয়ােগের জন্য সুপারিশ করা হবে।

• প্রতিটি পদের জন্য প্রাপ্ত সকল বৈধ আবেদনকারী অনলাইনে সফলভাবে আবেদন পেশ করার পরে এনটিআরসিএ’র পক্ষ হতে একটি এসএমএস পাবেন। এছাড়া আবেদনকারীকে পেশকৃত আবেদনের একটি প্রিন্ট কপি সংরক্ষণ করতে হবে।

• প্রত্যেক আবেদনের জন্য নির্ধারিত (১৮০.০০ টাকা) হারে ফি জমা না দিলে আবেদন বৈধ বলে গণ্য হবে না।

• প্রাপ্ত আবেদনসমূহ সরকারি বিধি-বিধান অনুযায়ী সম্মিলিত জাতীয় মেধাতালিকা হতে মেধার ভিত্তিতে চুড়ান্তভাবে বাছাই করে নিয়ােগের জন্য সংশ্লিষ্ট SMC/MMC/GB বরাবরে প্রেরণ করা হবে এবং নির্বাচিত প্রার্থীকে SMS এর মাধ্যমে অবহিত করা হবে।

• জনবল কাঠামাে ও এমপিও নীতিমালা ২০১৮ (সংশােধিত) অনুযায়ী ইনডেক্সধারী শিক্ষকদের জন্য বয়সসীমা শিথিলযােগ্য বিধায় বর্তমানে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ইনডেক্সধারী যে সকল নিবন্ধন সনদধারীগণ কর্মরত আছেন তাঁরাও অনলাইনে নিয়ােগের জন্য আবেদন করতে পারবেন। তবে তাঁদের নিয়ােগের আবেদনসমূহ অন্যান্য প্রার্থীদের ন্যায় জাতীয় মেধাতালিকার ভিত্তিতে বাছাইপূর্বক নিস্পত্তি করা হবে।

• কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাসবৃদ্ধি করার অধিকার সংরক্ষণ করেন।

• উল্লেখ্য, যে সকল প্রার্থী ১৫তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হবে তার ফলাফল প্রকাশিত হওয়ার সাথে সাথে এনটিআরসিএ’র কার্যালয় হতে সনদ সংগ্রহ করে উপরে বর্ণিত পদ সমূহে আবেদন করতে পারবেন।

কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাসবৃদ্ধি করার অধিকার সংরক্ষণ করেন। উল্লেখ্য, যে সকল প্রার্থী ১৫তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হবে তারা ফলাফল প্রকাশিত হওয়ার সাথে সাথে এনটিআরসিএ’র কার্যালয় হতে সনদ সংগ্রহ করে উপরে বর্ণিত পদ সমূহে আবেদন করতে পারবেন। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ’র নিয়োগ বিজ্ঞপ্তি।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group