ক্যারিয়ারচাকরির বিজ্ঞপ্তি

জীবন বীমা কর্পোরেশনে ৫৫১ পদের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২০

দেশের একমাত্র রাষ্ট্রীয় জীবন বীমা প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জীবন বীমা কর্পোরেশনের ওয়েবসাইটে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। জীবন বীমা কর্পোরেশন এর নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন এখানে।

জীবন বীমা কর্পোরেশনের শূন্য পদসমূহে সরাসরি জনবল নিয়োগের জন্য বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। জীবন বীমা কর্পোরেশন ৫টি পদে মোট ৫৫১ জনকে নিয়োগ দেবে। পদগুলোতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

জীবন বীমা কর্পোরেশনে নিম্নবর্ণিত শূন্য পদসমূহে সরাসরি নিয়ােগের নিমিত্ত আগ্রহী বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে আবেদপত্র আহবান করা যাচ্ছেঃ

পদের নাম: উচ্চমান সহকারী
• বেতন স্কেল: গ্রেড-১৩ (টাঃ ১১,০০০-২৬৫৯০/-)
• পদের সংখ্যা: ১৭৬টি
• বয়স: অনূর্ধ্ব ৩০ বছর
• শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পাশ।
• যে সকল জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নাই:  গােপালগঞ্জ, শরিয়তপুর, চাঁদপুর, ফেনী, রাজশাহী, বরিশাল, ঝালকাঠি, পিরােজপুর।

পদের নাম: অফিস সহকারী
• বেতন স্কেল: গ্রেড-১৬ (টাঃ ৯৩০০-২২,৪৯০/-)
• পদের সংখ্যা: ১৬৫টি
• বয়স: অনূর্ধ্ব ৩০ বছর
• শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতা:
(ক) স্বীকৃত বাের্ড হতে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচ,এস,সি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;
(খ) কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত; এবং
(গ) কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতি।
• যে সকল জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নাই:  মুন্সীগঞ্জ, শরিয়তপুর, চাঁদপুর, ফেনী,  রাজশাহী, নড়াইল, বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী

পদের নাম: অফিস সহায়ক
• বেতন স্কেল: গ্রেড-২০ (টাঃ ৮২৫০ -২০০১০/-)
• পদের সংখ্যা: ১৯৯টি
• বয়স:  অনুর্ধ্ব ৩০ বছর
• শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতা: অষ্টম শ্রেণী পাশ
• যে সকল জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নাই:  মুন্সীগঞ্জ, শরিয়তপুর, চাঁদপুর, নােয়াখালী, নড়াইল, বরিশাল, পিরােজপুর, বরগুনা, পটুয়াখালী

পদের নাম: সহকারী ম্যানেজার
• বেতন স্কেল: গ্রেড-০৯ (টাঃ ২২০০০-৫৩,০৬০/-)
• পদের সংখ্যা: ১০টি
• বয়স: অনূর্ধ্ব ৩০ বছর
• শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতকোত্তর ডিগ্রি।

পদের নাম: জুনিয়র অফিসার
• বেতন স্কেল: গ্রেড-১০ (টাঃ ১৬০০০-৩৮,৬৪০/-)
• পদের সংখ্যা: ১টি
• বয়স: অনূর্ধ্ব ৩০ বছর
• শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতা: প্রকৌশলে স্নাতক বা সমমানের ডিগ্রি।

আবেদনকারীদের জন্য ফরম পূরণ ও পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অনুসরণীয় শর্তাবলি

আগ্রহী প্রার্থীগণকে অবশ্যই ওয়েবসাইট http://jbc.teletalk.com.bd এর মাধ্যমে নির্ধারিত আবেদনপত্র পূরণ করে online এ রেজিস্ট্রেশন ও ফি জমাদান কার্যক্রম সম্পন্ন করতে হবে এবং নিয়ােগ বিজ্ঞপ্তির শর্তাবলি ও প্রদত্ত নির্দেশিকা মােতাবেক ফরম পূরণ করে আবেদন করতে হবে। অসম্পূর্ণ ভুল তথ্য সম্বলিত আবেদন কোনাে প্রকার যােগাযােগ ব্যতিরেকেই বাতিল করা হবে।

আবেদনকারীর বয়সঃ

(ক) ০১ জানুয়ারি, ২০২০ তারিখে সর্বনিম্ন ১৮ বছর এবং অনু ৩০ বছর।

(খ) শারীরিক প্রতিবন্ধি ও মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধার পুত্র-কন্যাদের ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযােগ্য। তবে মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধাদের পুত্রকন্যার পুত্র/কন্যাদের ও ক্ষুদ্র নৃ-গােষ্ঠী প্রার্থীদের বয়স অনূর্ধ্ব ৩০ বছর।

(গ) বয়স সম্পর্কিত কোন এফিডেভিট গ্রহণযােগ্য হবে না। বয়স প্রমাণের ক্ষেত্রে স্বীকৃত শিক্ষা বাের্ড কর্তৃক প্রদত্ত এসএসসি/সমমানের পরীক্ষার সাটিফিকেটে লিপিবদ্ধ জন্ম তারিখ গ্রহণযােগ্য হিসেবে বিবেচিত হবে।

• সরকারি/আধা-সরকারি সংস্থা ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীগণ অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করতে হবে। অনুমতির মূল কপি মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে।

• এতিমখানার নিবাসী ও শারীরিক প্রতিবন্ধি (জেলা কোটা বহির্ভূত)।

একনজরে এই পোষ্টে কি কি থাকছে দেখে নিন

জীবন বীমা কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২০



আবেদনের সময়সীমাঃ

(ক) আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় ১২-০১-২০২০ খ্রিঃ, সকাল: ১০,০০ ঘটিকা।

(খ) আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শেষ তারিখ ও সময় ০২-০২-২০২০ খ্রিঃ, বিকেল: ০৫.০০ ঘটিকা পর্যন্ত।

(গ) নির্ধারিত সময়সীমার মধ্যে সরকারি ছুটির দিনসহ ২৪ ঘণ্টা অনলাইনে আবেদন ও ফি জমা করা যাবে।

• উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২(বাহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি বাবদ

(ক) উচ্চমান সহকারী ও অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের ক্ষেত্রে প্রত্যেক প্রার্থীকে পরীক্ষার ফি বাবদ ১০০/- (এতশত) টাকা এবং টেলিটক এর সার্ভিস চার্জ বাবদ ১২/- (বার টাকা) সহ মােট ১১২/-(একশত বার টাকা) জমা দিতে হবে; এবং

(খ) অফিস সহায়ক পদের ক্ষেত্রে প্রত্যেক প্রার্থীকে পরীক্ষার ফি বাবদ ৫০/- (পঞ্চাশ টাকা) এবং টেলিটক এর সার্ভিস চার্জ বাবদ ৬/- (ছয় টাকা) সহ মােট ৫৬/-(ছাপ্পান্ন টাকা) জমা দিতে হবে।

SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদানঃ

online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মােতাবেক দুই মাসের মধ্যে তােলা রঙিন ছবি (৩০০x৩০০ পিক্সেল) ও স্বাক্ষর (১০০ x৮০ পিক্সেল) Upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটার স্ক্রিনে ছবিসহ Application Preview দেখা যাবে।

নির্ভুলভাবে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে
প্রার্থী একটি User ID এবং ছবি ও স্বাক্ষরযুক্ত একটি Applicant’s Copy পাবেন। উক্ত Applicant’s Copy প্রার্থী প্রিন্ট অথবা Download করে সংরক্ষণ করবেন। User ID ব্যবহার করে নিমােক্ত পদ্ধতিতে টেলিটক প্রি-পেইড মােবাইলের মাধ্যমে ০২(দুই)টি SMS করে পরীক্ষার ফি (৬ নং শর্তানুসারে) অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা প্রদান করতে হবে। উল্লেখ্য, online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না।

প্রথম SMS JBC<space>User ID লিখে Send করতে হবে ১৬২২২ নম্বরে। Example:JBC NICptrend to 16222

Reply: Applicant’s Name. Tk-112/56 will be charged as application fee. Your PIN is 12345678 to pay fee, type JBC<space Yes<spacePIN and send to 16222

দ্বিতীয় SMS JBC<space>Yes<space>PIN লিখে Send করতে হবে ১৬২২২ নম্বরে।

Example: JBC Yes 12345678 send to 16222.
Reply: Congratulations! Applicant’s Name, payment completed successfully for examination fee. User ID is (XXXXXXXX) and password (XXXXXXXX).

দ্বিতীয় SMS টি পাঠানাের পর ফিরতি SMS-এ Password পাবেন। এই Password টি প্রবেশপত্র (Admit Card) Download এর জন্য প্রার্থী সংরক্ষণ করবেন।

প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://jbc.teletalk.com.bd এ ওয়েবসাইটে এবং প্রার্থীর মােৰাইল ফোনে SMS এর মাধ্যমে যথাসময়ে জানানাে হবে। প্রার্থীকে তার User ID ও Password ব্যবহার করে ছবি ও স্বাক্ষর সংবলিত প্রবেশপত্র (Admit Card) Download করতে হবে। অনলাইন ছাড়া আলাদাভাবে কোন প্রবেশপত্র ইস্যু করা হবে না।

SMS-এ প্রেরিত User ID এবং password ব্যবহার করে পরবর্তীতে রােল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থানের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী কালার প্রিন্ট করে নিবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত ও মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করতে হবে।.

টেলিটক প্রি-পেইড মােবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন।

User ID জানা থাকলে
JBC<space>Help<space>User<space>User ID & Send করতে হবে ১৬২২২ নম্বরে।
Example: JBC Help User ABCDEF & Send করতে হবে ১৬২২২ নম্বরে

PIN Number’ জানা থাকলে JBC<space>Help<space>PIN<>PIN No& Send করতে হবে ১৬২২২ নম্বরে।
Example: JBC Help PIN 12345678 & Send করতে হবে ১৬২২২ নম্বরে।

JBC নিয়ােগ পরীক্ষা-২০২০ এর বিজ্ঞপ্তি, online-এ আবেদনপত্র পূরণ ও SMS-এর মাধ্যমে পরীক্ষার ফি প্রদানের নিয়মাবলি এবং অন্যান্য প্রয়ােজনীয় তথ্যাদি আবেদন সংশ্লিষ্ট ওয়েবসাইট http://jbc.teletalk.com.bd ও কর্পোরেশনের নিজস্ব ওয়েবসাইট www.jbc.gov.bd
এ পাওয়া যাবে।

প্রার্থীদেরকে প্রাথমিকভাবে কোন কাগজপত্র প্রেরণ করতে হবে না। লিখিত পরীক্ষার পর কেবলমাত্র উত্তীর্ণ প্রার্থীদের দুই মাসের মধ্যে তােলা রঙিন ৩(তিন) কপি পাসপাের্ট সাইজের ছবি, শিক্ষাগত যােগ্যতার সনদ, জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদ-এর কপি, মুক্তিযােদ্ধা কোটায় আবেদনকৃতদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক ইস্যুকৃত মুক্তিযােদ্ধার সনদপত্র(সর্বশেষ পরিপত্র অনুযায়ী), মুক্তিযােদ্ধার সাথে সম্পর্ক সম্বলিত প্রত্যয়ন এবং অন্যান্য আনুষাঙ্কিক কাগজপত্রের ১এক) সেট মূল কপি ও ১(এক) সেট ফটোকপি সত্যায়িত) সহ online-এ আবেদনের প্রিন্ট কপি (Applicant’s Copy) মৌখিক পরীক্ষার দিন মৌখিক পরীক্ষা শুরু হওয়ার কমপক্ষে এক ঘন্টা পূর্বে দাখিল করতে হবে।

দাখিলকৃত দলিলাদির সঠিকতা যাচাই সাপেক্ষ মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। এ সংক্রান্ত নির্দেশনা পরবর্তীতে পত্রিকায়, কর্পোরেশনের নিজস্ব ও আবেদন সংশ্লিষ্ট ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানাে হবে।

Online-এ আবেদন করতে কোনাে সমস্যা হলে টেলিটক নাম্বার থেকে ১২১ নাম্বারে কল করুন অথবা yas query@teletalk.com.bd এবং ruhul@jbc.gov.bd এ ইমেইল করুন; (Mail এর subject Organization Name JBC, Post Name ********Applicant’sUser IDContact Number অবশ্যই উল্লেখ করতে হবে।)

প্রার্থীগণকে লিখিত, মৌখিক ও প্রযােজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। সরকার নির্ধারিত সকল কোটা যথাযথভাবে অনুসরণ করা হবে। লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন টি.এ/ডি,এ প্রদান করা হবে না। কর্তৃপক্ষ যে কোন পর্যায়ে নিয়ােগ বিজ্ঞপ্তির শর্তের সাথে সাংঘর্ষিক আবেদনপত্র এবং পদের সংখ্যা হাসবৃদ্ধি কিংবা নিয়ােগ প্রক্রিয়া স্থগিতৰাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন। এ বিষয়ে নিয়ােগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group