জাতীয় বিশ্ববিদ্যালয়পরীক্ষা খবর

পরীক্ষা কক্ষে নূন্যতম ৩ ফুট শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে

স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে জাতীয় বিশ্ববিদ্যালয়কে পরীক্ষা গ্রহণের অনুমতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা গ্রহণের বিষয়ে নির্দেশনা প্রকাশ করেছে কর্তৃপক্ষ। জাতীয় বিশ্ববিদ্যালয় এক বিজ্ঞপ্তিতে পরীক্ষা গ্রহণ প্রসঙ্গ নির্দেশনা প্রকাশ করা হয়।

আরো পড়ুন- জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা গ্রহণ সংক্রান্ত ৫ দফা নির্দেশনা প্রকাশ

পরীক্ষা কক্ষে নূন্যতম তিন ফুট দূরত্ব বজায় রাখা, সকলকে মাস্ক ব্যবহার করা, পরীক্ষা কক্ষের বাইরে হাত ধােয়ার ব্যবস্থা অথবা কক্ষের ভিতরে হ্যান্ড স্যানিটাইজার সংরক্ষণ করা এসব নির্দেশনা মেনে পরীক্ষা নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়।

প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের কোভিড পরিস্থিতিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে চলমান বিভিন্ন পরীক্ষা সংশােধিত সময়সূচী অনুযায়ী আগামি ০৭/০২/২০২২ তারিখ থেকে শুরু হবে। পরীক্ষা গ্রহণে নিম্নলিখিত নির্দেশনা এবং স্বাস্থ্যবিধি অনুসরণের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরােধ করা হলাে;

নির্দেশনা-(ক): পরীক্ষা কেন্দ্রে ২(দুই) জন পরীক্ষার্থীর মধ্যে অন্তত ৩ (তিন) ফুট দূরত্ব বজায় রেখে আসন ব্যবস্থা করতে হবে। এক্ষেত্রে প্রয়ােজনে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ভেন্যু কেন্দ্রে পরীক্ষা গ্রহণ করা যাবে।

নির্দেশনা-(খ): সকল শিক্ষক, পরীক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী মাক্ক পরিধান করে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করবে। মাক্ক সঠিক নিয়মে পরতে হবে এবং মাস্ক ছাড়া কেউ পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। শুধুমাত্র পরীক্ষার্থীর পরিচয় নিশ্চিত করার জন্য সাময়িক মাক্ক খােলা যাবে।

নির্দেশনা-(গ): পরীক্ষা কেন্দ্রে প্রবেশের পূর্বে হাত ধােয়ার জন্য প্রয়ােজনীয় সাবান এবং পানির ব্যবস্থা রাখতে হবে প্রয়ােজনে হ্যান্ড সেনিটাইজারের ব্যবস্থা রাখতে হবে।

নির্দেশনা-(ঘ): সকলকে কোভিড-১৯ এর টিকা দেয়া হচ্ছে। যেসব শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা/কর্মচারী এখনও টিকা গ্রহণ করেনি অনতিবিলম্বে তাদের টিকা গ্রহণের জন্য বলা হলাে।

নির্দেশনা-(ঙ): স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক জারিকৃত সকল স্বাস্থ্যবিধি অবশ্যই অনুসরণ করতে হবে।

উপরােক্ত স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করে পরীক্ষা অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকলের সহযােগিতা একান্তভাবে কামনা করা হয়েছে।

আরো পড়ুন- অনার্স শেষ বর্ষের শিক্ষার্থীরা ৪৪তম বিসিএস পরীক্ষায় আবেদন করতে পারবেন

উল্লেখ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষা, ডিগ্রি ১ম বর্ষের পরীক্ষা সম্পন্ন হওয়ার পূর্বে সরকারি নির্দেশ অনুযায়ী বাকি পরীক্ষাগুলাে স্থগিত ঘােষণা করা হয়। এছাড়া ২০২০ সালের অনার্স ১ম বর্ষের লিখিত পরীক্ষা শেষ হলেও ব্যবহারিক  পরীক্ষা স্থগিত হয়ে যায়। এসব পরীক্ষা স্বাস্থ্যবিধি মেনে ৭ ফেব্রুয়ারি থেকে গ্রহণ করা হবে।

এদিকে ২০২০ সালের অনার্স ২য় বর্ষ পরীক্ষা গত ১৬ ফেব্রুয়ারি সারা দেশে একযােগে শুরু হবে। করোনাভাইরাসের কারণে স্থগিত হওয়া বিশ্ববিদ্যালয়ের অধীনে সকল প্রফেশনাল পরীক্ষা যেমন- বিবিএ, সিএসই, ইসিই, এলএলবি, গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান, বিএড, বিএড অনার্স, এমএডসহ সকল স্থগিত পরীক্ষা নেওয়া হবে। ইতোমধ্যে বেশ কয়েকটি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। এসব পরীক্ষার প্রস্তুতি নিতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

One thought on “পরীক্ষা কক্ষে নূন্যতম ৩ ফুট শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে

  • আমরা ১৬-১৭ শিক্ষাবর্ষের ডিগ্রি ফাইনাল ইয়ারের স্টুডেন্ট, ২২ সালে আমাদের ভর্তির মেয়াদ শেষ হয়ে যাবে,আর আমরা যদি ২১ সালে পরিক্ষা দিয়ে ফেল করি,তাহলে আমাদের কি ২২ সালে আবার ভর্তির মেয়াদ বাড়াতে হবে।

    Reply

Leave a Reply