ক্যাম্পাসজাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ৩ দফা দাবিতে মানববন্ধন

করোনাভাইরাস পরিস্থিতিতে সিলেবাস অর্ধেক, ফর্মফিলাপের ফি মওকুফ সহ ৩ দফা দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন। বুধবার (১৭ ফেব্রুয়ারি) সরকারি বিএম কলেজের সামনে এই মানববন্ধনে অংশ নেন শিক্ষার্থীরা।

আরো পড়ুন- সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা ও ফরম ফিলাপের ফি মওকুফের দাবি

করোনাভাইরাস পরিস্থিতিতে সিলেবাস অর্ধেক, ফর্মফিলাপের ফি মওকুফ সহ ৩ দফা দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা সিলেবাস অর্ধেক, ফর্মফিলাপের ফি মওকুফ সহ স্বাস্থ্যবিধি বজায় রেখে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক মনিটরিং টিম গঠন করার দাবি জানান৷

শিক্ষার্থীরা জানান, করোনার কারণে দীর্ঘদিন ধরে আমাদের ক্লাস বন্ধ রয়েছে। কলেজ বন্ধ থাকার কারণে আমরা পড়াশোনা ঠিকভাবে চালিয়ে যেতে পারিনি। অনলাইনে ক্লাস নেওয়া হলেও বেশিরভাগ শিক্ষার্থী ক্লাসে অংশগ্রহণ করতে পারেনি৷ এমতাবস্থায় আমরা পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত নই। তাই আমাদের সিলেবাস সংক্ষিপ্ত করে পরীক্ষা নেওয়ার দাবি জানাচ্ছি৷

শিক্ষার্থীরা আরো জানান, করােনার কারণে অনেক পরিবার আর্থিক সংকটে রয়েছে, এমন অবস্থায় আমাদের ফরম ফিলাপের টাকা সম্পূর্ণ মওকুফ করতে হবে। সকল শিক্ষক ও শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি বজায় রাখার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক মনিটরিং টিম গঠন করতে হবে।

শিক্ষার্থীরা বলেন, আমাদের ৩ দফা দাবির প্রথম কার্যক্রম সুষ্ঠু ভাবে শেষ করেছি। আমাদের দাবি সফল না হওয়া পর্যন্ত আমাদের কার্যক্রম চলবে৷

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply