ক্যাম্পাসজাতীয় বিশ্ববিদ্যালয়

সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা ও ফরম ফিলাপের ফি মওকুফের দাবি

করোনাভাইরাস পরিস্থিতিতে ১১ মাস ধরে বন্ধ রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। দীর্ঘদিন বন্ধ থাকার পর শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষের পরীক্ষা গ্রহণ ও ফরম ফিলাপ চলছে। এমন পরিস্থিতিতে সিলেবাস অর্ধেক, ফর্মফিলাপের ফি মওকুফ সহ ৩ দফা দাবি জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা ও ফরম ফিলাপের ফি মওকুফের দাবি

বুধবার (১৭ ফেব্রুয়ারি) সরকারি বিএম কলেজের সামনে এই মানববন্ধনে অংশ নেন শিক্ষার্থীরা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ৩ দফা দাবিতে মানববন্ধন। মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা সিলেবাস অর্ধেক, ফর্মফিলাপের ফি মওকুফ সহ স্বাস্থ্যবিধি বজায় রেখে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক মনিটরিং টিম গঠন করার দাবি জানান৷

আরো পড়ুন- জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ৩ দফা দাবিতে মানববন্ধন

শিক্ষার্থীরা জানায়, করোনার কারণে দীর্ঘদিন ধরে আমাদের ক্লাস বন্ধ রয়েছে। কলেজ বন্ধ থাকার কারণে আমরা পড়াশোনা ঠিকভাবে চালিয়ে যেতে পারিনি। অনলাইনে ক্লাস নেওয়া হলেও বেশিরভাগ শিক্ষার্থী ক্লাসে অংশগ্রহণ করতে পারেনি৷ এমতাবস্থায় আমরা পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত নই। তাই আমাদের সিলেবাস সংক্ষিপ্ত করে পরীক্ষা নেওয়ার দাবি জানাচ্ছি৷

শিক্ষার্থীরা আরো জানান, করােনার কারণে অনেক পরিবার আর্থিক সংকটে রয়েছে, এমন অবস্থায় আমাদের ফরম ফিলাপের টাকা সম্পূর্ণ মওকুফ করতে হবে। সকল শিক্ষক ও শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি বজায় রাখার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক মনিটরিং টিম গঠন করতে হবে।

শিক্ষার্থীরা বলেন, আমাদের ৩ দফা দাবির প্রথম কার্যক্রম সুষ্ঠু ভাবে শেষ করেছি। আমাদের দাবি সফল না হওয়া পর্যন্ত আমাদের কার্যক্রম চলবে৷

জানা গেছে, করােনার প্রাদুর্ভাব কিছুটা কমার সাথে সাথে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সম্পন্ন হয়ে যাওয়া পরীক্ষাসমূহের ফলাফল প্রকাশের উদ্যোগ গ্রহণ করেছে। বর্তমানে কোন ফলাফল অপ্রকাশিত নেই। করােনাকালীন সময়ে আনুমানিক বিভিন্ন বর্ষের ৭ লাখ শিক্ষার্থীর ফলাফল প্রকাশ করা হয়েছে।

আরো পড়ুন- করােনার মধ্যেও জাতীয় বিশ্ববিদ্যালয়ের  বিভিন্ন বর্ষের পরীক্ষা গ্রহণ ও ফলাফল প্রকাশ চলছে

এদিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত পরীক্ষাগুলো নেওয়া শুরু হয়েছে। এছাড়া আগামী মার্চ-এপ্রিল মাসে মাস্টার্স ১ম পর্ব ২০১৮ এবং ২০১৮ সালের ডিগ্রি পাস তৃতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষা শুরু হবে। উল্লেখ্য, এসব পরীক্ষার ফরম পুরনের কাজ চলমান রয়েছে। অন্যদিকে ২০২০ সালের ১ম বর্ষ অনার্স পরীক্ষার ফরম পূরণ শুরু হয়েছে।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের অধীনে সকল প্রফেশনাল পরীক্ষা যেমন- বিবিএ, সিএসই, ইসিই, এলএলবি, গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান, বিএড, বিএড অনার্স, এমএডসহ সকল পরীক্ষা শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় অনার্স ২য় বর্ষ ২০২০, ডিগ্রি ১ম বর্ষ ২০২০ পরীক্ষাও পর্যায়ক্রমে গ্রহণ করা হবে। শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতি গ্রহণের জন্য ভাইস চ্যান্সেলর মহােদয় ইতােমধ্যে নির্দেশ দিয়েছেন।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply