উপাচার্যের হাত ধরেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব উন্নয়ন: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে উন্নয়ন হয়েছে, সেটি উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশিদের সাহসী পদক্ষেপের কারণে। তিনি সর্বগুণে গুণান্বিত একজন পরিপূর্ণ মানুষ। বৃহস্পতিবার (৪ মার্চ) জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সফল মেয়াদান্তে সংবর্ধনা ও ৮ বছরের উন্নয়ন কর্মকান্ড বিষয়ক অনুষ্ঠান আয়ােজন অনুষ্ঠানে যুক্ত হয়ে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।
আরো পড়ুন– জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মেয়াদ শেষ হচ্ছে আজ

শিক্ষামন্ত্রী ডা দীপু মনি বলেন, অধ্যাপক হারুন-অর-রশিদ জাতীয় বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার নেতৃত্বেই জাতীয় বিশ্ববিদ্যালয় সেশনজট মুক্ত হয়েছে। শিক্ষা পরিবার তার অবদান আজীবন মনে রাখবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সফল মেয়াদান্তে সংবর্ধনা ও ৮ বছরের উন্নয়ন কর্মকান্ড বিষয়ক অনুষ্ঠান আজ ৪ মার্চ বৃহস্পতিবার বিকাল ৩.৩০টায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে এ অনুষ্ঠান শুরু হয়েছে।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ও কেবিনেটের সিনিয়র মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ. ক. ম. মােজাম্মেল হক এমপি
আরো পড়ুন– জাতীয় বিশ্ববিদ্যালয়ে কর্মমুখী কোর্স চালুর তাগিদ উপাচার্যের
আমন্ত্রিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মাে. জাহিদ আহসান রাসেল এমপি, গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য মেহের আফরােজ চুমকি, গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সিমিন হােসেন রিমি, গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য মুহাম্মদ ইকবাল হােসেন সবুজ, গাজীপুর সিটি করপােরেশনের মেয়র এডভােকেট মাে. জাহাঙ্গীর আলম, গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান আখতারুজ্জামান, বিশিষ্ট রাজনীতিক ও সমাজসেবী এডভোেকেট মাে. আজমত উল্লা খান।
