জাতীয় বিশ্ববিদ্যালয়শিক্ষা খবরশিক্ষা নিউজ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিজ দায়িত্বে টিকা নেয়ার নির্দেশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত সকল শিক্ষার্থী এবং কর্মরত সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীকে নিকটস্থ টিকাদান কেন্দ্রে নিজ দায়িত্বে নিবন্ধিত হয়ে কোভিড-১৯ এর টিকা নেয়ার জন্য নির্দেশ দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এক নোটিশে এ সংক্রান্ত তথ্য জানানো হয়েছে।

প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত সকল শিক্ষার্থী (১৮ বছরের উর্ধ্বের) এবং কর্মরত সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীকে নিকটস্থ টিকাদান কেন্দ্রে নিজ দায়িত্বে নিবন্ধিত হয়ে কোভিড-19 এর ভ্যাক্সিন নেয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

আরো পড়ুন- ১৮ বছরের উর্দ্ধের সকল শিক্ষার্থীদের করোনার টিকা গ্রহণের নির্দেশ

এর আগে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের কোভিড-১৯ এর টিকা প্রদানের লক্ষ্যে তালিকা সংগ্রহ করে জাতীয় বিশ্ববিদ্যালয়। ১৯ জুলাইয়ের মধ্যে তথ্যছক পুরণ করে সাবমিট করার জন্য শিক্ষার্থীদের আহ্বান জানানো হয়। এতে প্রায় ১০ লাখ শিক্ষার্থীর তালিকা পাওয়া গেছে। কিন্তু সরকার ১৮ বছরের উর্দ্ধের সবাইকে টিকা দেওয়ার ঘোষণা দেয়। যার ফলে সবাইকে নিজ উদ্যোগে ভ্যাক্সিন নেওয়ার নির্দেশ দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিজ দায়িত্বে টিকা নেয়ার নির্দেশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিজ দায়িত্বে টিকা নেয়ার নির্দেশ

জানা গেছে, আগামী ৭ আগস্ট ২০২১ তারিখ হতে ইউনিয়ন পর্যায়ে জাতীয় পরিচয় পত্র (এনআইডি কার্ড) ব্যবহারপূর্বক রেজিস্ট্রেশন সম্পন্ন করে টিকা দেওয়া হবে। ১৮ বছরের উর্দ্ধের অথচ এনআইডি কার্ড নেই এ ধরণের জনগােষ্ঠীকে বিশেষ প্রক্রিয়ায় রেজিষ্ট্রেশন সম্পন্ন করে পর্যায়ক্রমে টিকা দেওয়ার ব্যবস্থা নেয়া হবে।

আরো পড়ুন- জাতীয় পরিচয়পত্র ছাড়া করোনার টিকা নেবেন যেভাবে

এছাড়াও ১৮ বছরের বেশি বয়সী সব শিক্ষার্থীকে টিকা দেওয়া নিশ্চিত করতে প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং ১৮ বছরের বেশি বয়সী সব শিক্ষার্থীকে টিকা নেওয়ার বিষয়ে উদ্বুদ্ধ ও নিশ্চিত করতে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে মাউশির সচিব মাহবুব হোসেন বলেছেন, ১৮ বছরের ঊর্ধ্বের শিক্ষার্থী এবং শিক্ষক-কর্মচারীদের ৩১ আগস্টের মধ্যেই টিকা দেওয়ার টার্গেট নেওয়া হয়েছে। সে অনুযায়ী ইতোমধ্যেই কাজ শুরু হয়ে গেছে। আমাদের দিক থেকে সব রকম প্রস্তুতি সম্পন্ন করে রাখতে চাই, যেন সংক্রমণ ৫ শতাংশের নিচে নামলেই শিক্ষাপ্রতিষ্ঠান খোলা যায়।’

আরো পড়ুন- জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রায় ১০ লাখ শিক্ষার্থী টিকার নিবন্ধন করেছে

এদিকে প্রধানমন্ত্রীর কার্যালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘আগামী ৭ থেকে ১২ আগস্ট পর্যন্ত টিকাদান কার্যক্রম টিকা সল্পতার কারণে সীমিত করা হয়েছে। আপাতত শুধু ৭ আগস্ট শুধু একদিন প্রতিটি টিকাকেন্দ্রে অগ্রিম রেজিস্ট্রেশনের ভিত্তিতে বয়োবৃদ্ধ, অসুস্থ, নারী ও প্রতিবন্ধীদের অগ্রাধিকার দিয়ে ৩০০ জনকে টিকা দেওয়া হবে, অনেক চেষ্টার পরও এটা পরিবর্তন করা যাচ্ছে না।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সঙ্গে আলোচনাসভায় এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। আগামী ১৪ আগস্ট থেকে টিকা প্রাপ্তি সাপেক্ষে এই কর্মসূচি পুনরায় শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সিদ্ধান্ত পরিবর্তনে সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।’

The National University has instructed all the students studying in the colleges and educational institutions affiliated to the National University and all the working teachers, officers and employees to register at the nearest immunization center on their own responsibility and get vaccinated against Covid-19. A notice has been given on the website of the National University.

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply