জাতীয় বিশ্ববিদ্যালয়

কলেজ শিক্ষকগণের বিষয়ভিত্তিক অনলাইন প্রশিক্ষণ সংক্রান্ত জরুরী বিজ্ঞপ্তি 2022

কলেজ শিক্ষকগণের বিষয়ভিত্তিক অনলাইন প্রশিক্ষণ সংক্রান্ত জরুরী বিজ্ঞপ্তি 2022 প্রকাশ। কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্ট (সিইডিপি)-র আওতায় জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক পরিচালিত বিষয়ভিত্তিক প্রশিক্ষণ কার্যক্রম কোভিড-১৯ বিশেষ পরিস্থিতিতে অনলাইনে আয়ােজনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

রাষ্ট্রবিজ্ঞান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, অর্থনীতি এবং পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশিক্ষণ সেপ্টেম্বর ২০২১ মাসের শেষ সপ্তাহে শুরু হবে। অনলাইনে অনুষ্ঠিতব্য এই প্রশিক্ষণ কার্যকর ও সফলভাবে সম্পন্নের নিমিত্তে সম্ভাব্য প্রশিক্ষণার্থীদের আইসিটি সক্ষমতা যাচাই এর উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

আইসিটি সক্ষমতা যাচাই এর জন্য একটি প্রশ্নমালা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেয়া আছে। অনলাইন প্রশিক্ষণে মনােনয়ন প্রত্যাশী ম্নাতক (সম্মান) ও স্নাতকোন্তর কলেজ পর্যায়ে পাঠদানকারী শিক্ষকগণকে উক্ত প্রশ্নমালা পুরণ করে প্রেরণের জন্য অনুরােধ করা হয়েছে।

আইসিটি সক্ষমতা বিষয়ক তথ্য প্রেরণের সময়সীমা: ২০/০৮/২০২১ থেকে ৩১/০৮/২০২১।

  • সার্ভার/নেটওয়ার্ক জটিলতা এড়াতে যত দুত সম্ভব আইসিটি সক্ষমতা বিষয়ক প্রশ্নমালা পূরণ করার জন্য অনুরােধ করা হলাে।
কলেজ শিক্ষকগণের বিষয়ভিত্তিক অনলাইন প্রশিক্ষণ সংক্রান্ত জরুরী বিজ্ঞপ্তি

প্রশ্নমালা পুরণের নিয়মাবলী:

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রবেশ করুন, এরপর ট্রেনিং মেন্যুতে টিটিআইএস সফটওয়্যার লগইন পেজে উন্মুক্ত করা IT CAPABILITY QUESTIONNAIRE LINK-এ ক্লিক করুন। আপনার কলেজের ঠিকানা (বিভাগ ও জেলা), কলেজের নাম, বিষয় ও আপনার নাম সিলেক্ট করুন এবং এরপর GO TO QUESTIONNAIRE অপশনে ক্লিক করলে একটি প্রশ্নমালা আসবে।

প্রতিটি প্রশ্ন (অনুগ্রহপূর্বক আপনার সক্ষমতার সঠিক তথ্য প্রদান করার জন্য অনুরােধ করা হলো) পুরণ করে SUBMIT QUESTIONNAIRE ANSWER বাটনে র্লিক করুন, এরপরে ACTION PR0CESSED লেখা আসলে আপনার প্রেরিত তথ্য টিটিআইএস ডাটাবেজে চলে আসবে। উল্লেখ্য, প্রশ্নমালা পূরণের জন্য কলেজের কোন প্রকার পাসওয়ার্ড প্রয়ােজন হবে না।

সার্ভে প্রশ্নমালার উত্তর একবারই প্রেরণ করতে পারবেন, একাধিকবার সাবমিট/মােডিফাই করার সুযােগ নেই) আইসিটি সক্ষমতা যাচাই লিংক: (TTIS QUICK LINK/URL: http://103.113.200.41:8085/apex/f?p=102:221:::NO:::

 

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply