ক্যাম্পাসজাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজে সশরীরে ক্লাস শুরু হতে পারে অক্টোবরে

করোনা পরিস্থিতিতে ১৮ মাস ধরে বন্ধ থাকা বিশ্ববিদ্যালগুলো ২৭ সেপ্টেম্বরের পর তাদের একাডেমিক কাউন্সিলের অনুমোদন নিয়ে পাঠদান কার্যক্রম শুরু ও আবাসিক হল খুলতে পারবে। তবে তার আগে ওই তারিখের মধ্যে সব বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের টিকার জন্য রেজিস্ট্রেশন কাজ শেষ করা হবে। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় উপাচার্যদের সঙ্গে ভার্চ্যুয়াল বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

আরো পড়ুন- ২৭ সেপ্টেম্বরের পর খুলবে বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের অধিভুক্ত কলেজের শিক্ষার্থীদের টিকার জন্য নিবন্ধন নিশ্চিত করতে হবে আগামী ২৭ সেপ্টেম্বরের মধ্যে। টিকার নিবন্ধন নিশ্চিত করার পর অধিভুক্ত কলেজে সশরীরে ক্লাস শুরুর সিদ্ধান্ত নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল। সে অনুযায়ী আগামী অক্টোবর মাসের শুরুতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজে সশরীরে ক্লাস শুরু হতে পারে।

বৈঠকে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় খুলতে সিদ্ধান্ত নেবে একাডেমিক কাউন্সিল। তবে ২৭ সেপ্টেম্বরের আগে সব শিক্ষার্থীদের টিকার জন্য রেজিস্ট্রশন করতে হবে। এছাড়াও দ্রুত সময়ের বিশ্ববিদ্যালয় খুলে দিতে নিজ বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে টিকা গ্রহণ করার জন্য উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন৷

বৈঠকে বিশ্ববিদ্যালয় খোলার ব্যাপারে বলা হয়েছে, ২৭ সেপ্টেম্বরের মধ্যে দেশের সব সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থীদের টিকার জন্য রেজিস্ট্রেশন কাজ শেষ করতে হবে। এরপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের একাডেমিক কাউন্সিলের অনুমোদনক্রমে বিশ্ববিদ্যালয়ে পাঠদান কার্যক্রম শুরু করতে পারবে। বিশ্ববিদ্যালয় চাইলে তাদের আবাসিক হল খুলে দিতে পারবে। তবে সেক্ষেত্রে যেসব বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের টিকার একটি ডোজ নেওয়া হয়েছে এবং যাদের ক্যাম্পাসের মধ্যে সুযোগ আছে সেখানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহায়তায় স্বাস্থ্য কেন্দ্র স্থাপন করে টিকা কার্যক্রম শুরু করতে হবে।

আরো পড়ুন- ২৭ সেপ্টেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের টিকার আওতায় আনা হবে

এছাড়াও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে যাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নেই, তাদের জন্ম নিবন্ধন নম্বর ইউজিসিতে পাঠাতে হবে। সুরক্ষা অ্যাপে জন্ম নিবন্ধন নম্বর যুক্ত করে টিকার জন্য সেসব শিক্ষার্থীরা নিবন্ধন করতে পারবেন। জাতীয় পরিচয়পত্র ছাড়া যেসব শিক্ষার্থী টিকা নিতে পারেননি তাদের জন্য একটি লিংক তৈরি করে শিক্ষার্থীদের মোবাইল নম্বরে পাঠাবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন।

সভা শেষে ইউজিসির সদস্য (বেসরকারি বিশ্ববিদ্যালয়) অধ্যাপক বিশ্বজিৎ দত্ত বলেন, টিকা সংক্রান্ত তথ্য দিতে বারবার নির্দেশনা দেওয়ার পরও অনেক শিক্ষার্থী তথ্য দিচ্ছে না বলে উপাচার্যরা জানিয়েছেন। তার সঙ্গে কিছু শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র নেই, তারাও টিকার বাইরে রয়েছেন।

তিনি বলেন, টিকা সংক্রান্ত সব তথ্য সংগ্রহ করতে আগামী দুদিনের মধ্যে একটি লিংক তৈরি করে শিক্ষার্থীদের মোবাইল নম্বরে পাঠানো হবে। সেই লিংকে প্রবেশ করলে একটি ফর্ম পাওয়া যাবে। সেখানে যাদের এনআইডি নেই তাদের জন্মনিবন্ধন নম্বর, মোবাইল নম্বরসহ কিছু তথ্য যুক্ত করে পরবর্তী ১০ দিনের মধ্যে পাঠাতে বলা হবে। এসব তথ্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানো হবে। তার ভিত্তিতে সবাইকে টিকার আওতায় আনা হবে।

ইউজিসির সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস জামানের কাছে এ বিষয়ে জানতে চাইলে বলেন, সরকারি-বেসরকারি ও জাতীয় বিশ্ববিদ্যালয় মিলে মোট ৩৯ লাখ শিক্ষার্থী রয়েছে। তাদের মধ্যে এ পর্যন্ত ১৭ লাখ শিক্ষার্থী টিকার জন্য রেজিস্ট্রেশন করেছে। বাকিদের আগামী ২৭ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন কাজ শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে অক্টোবরের মাঝামাঝি সময়ে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল বিশ্ববিদ্যালয়গুলো। গত মাসের শেষে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকের পরই বিশ্ববিদ্যালয়গুলোর অ্যাকাডেমিক কাউন্সিল এই সিদ্ধান্ত নিয়েছিল। তবে সম্প্রতি স্কুল-কলেজ খুলে যাওয়ায় অক্টোবরের শুরুতে বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে শর্তসাপেক্ষে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরো পড়ুন- নিয়ম ভঙ্গ করলে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হবে: শিক্ষামন্ত্রী

প্রসঙ্গত, গত বছরের ৮ মার্চ দেশে করোনা সংক্রমণ দেখা দেয়। এরপর ১৭ মার্চ থেকে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানে সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। করোনা সংক্রমণ অব্যাহত থাকায় দীর্ঘ ১৭ মাসে দফায়-দফায় শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হয়। সর্বশেষ ১১ সেপ্টেম্বর সাধারণ ছুটি শেষ হয়। এরপর ১২ সেপ্টেম্বর থেকে সশরীরে ক্লাস শুরু করে স্কুল-কলেজের শিক্ষার্থীরা। স্কুল-কলেজ খুললেও সরকারি সিদ্ধান্ত মোতাবেক বিশ্ববিদ্যালয় খোলা হয়নি।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply