জাতীয় বিশ্ববিদ্যালয়

মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার মৌখিক/ব্যবহারিক/মাঠকর্ম পরীক্ষা 2022

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৮ সালের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার মৌখিক/ব্যবহারিক/মাঠকর্ম পরীক্ষার সময় বৃদ্ধি করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত আপডেট জানানো হয়েছে।

প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৯ সালের মাস্টার্স শেষ পর্ব মৌখিক/ব্যবহারিক/মাঠকর্ম পরীক্ষার সময়সীমা আগামী ২০/০৭/২০২২ তারিখ থেকে ২১/০৮/২০২২ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হলো।

২০১৯ সালের মাস্টার্স শেষ পর্ব মৌখিক / ব্যবহারিক / মাঠকর্ম পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি।

 

২০১৯ সালের মাস্টার্স শেষ পর্ব মৌখিক / ব্যবহারিক / মাঠকর্ম পরীক্ষা গ্রহণ ও নম্বর প্রেরণের নিয়মাবলী সংক্রান্ত বিজ্ঞপ্তি।

 

২০১৯ সালের মাস্টার্স শেষ পর্ব মৌখিক / ব্যবহারিক / মাঠকর্ম পরীক্ষা গ্রহণ ও নম্বর প্রেরণ প্রসঙ্গে।

 

২০১৯ সালের মাস্টার্স শেষ পর্ব মৌখিক / ব্যবহারিক / মাঠকর্ম পরীক্ষার কেন্দ্র তালিকা।

মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার মৌখিক/ব্যবহারিক/মাঠকর্ম পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি ২০২২

২০১৯ সালের মাস্টার্স শেষ পর্ব মৌখিক / ব্যবহারিক / মাঠকর্ম পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি।  ২০১৯ সালের মাস্টার্স শেষ পর্ব মৌখিক / ব্যবহারিক / মাঠকর্ম পরীক্ষা গ্রহণ ও নম্বর প্রেরণের নিয়মাবলী সংক্রান্ত বিজ্ঞপ্তি।  ২০১৯ সালের মাস্টার্স শেষ পর্ব মৌখিক / ব্যবহারিক / মাঠকর্ম পরীক্ষা গ্রহণ ও নম্বর প্রেরণ প্রসঙ্গে।  ২০১৯ সালের মাস্টার্স শেষ পর্ব মৌখিক / ব্যবহারিক / মাঠকর্ম পরীক্ষার কেন্দ্র তালিকা।

এর আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৮ সালের মাস্টার্স শেষ পর্ব সকল বিষয়ের মৌখিক/ব্যবহারিক/মাঠকর্ম পরীক্ষা আগামী ৩০/০৯/২০২১ তারিখ থেকে ২৫/১০/২০২১ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার কেন্দ্র তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.nubd.info/mf এ পাওয়া যাবে। উল্লেখ্য মৌখিক/ব্যবহারিক/মাঠকর্ম পরীক্ষা গ্রহণের জন্য নিয়ােগপ্রাপ্ত বহিঃপরীক্ষকগণ মােবাইলের ক্ষুদে বার্তার মাধ্যমে তার জন্য নির্ধারিত পরীক্ষা কেন্দ্রের নাম ও বিস্তারিত জানতে পারবেন।

এ পরীক্ষার বহিঃপরীক্ষকগণকে TMIS Login-এ নিজ নিজ User Name, Password ব্যবহার করে TMIS Profile-এর Inbox থেকে নিয়ােগপত্র ডাউনলােড করার জন্য অনুরােধ করা হলাে। একই সাথে সংশ্লিষ্ট কেন্দ্র TMIS Login থেকে TMIS-এ কলেজের জন্য নির্ধারিত User Name, Password ব্যবহার করে TMIS Profile-এর Inbox থেকে Master’s Final Year 2018-এর বিষয়ওয়ারী বহিঃপরীক্ষকের তালিকা ডাউনলোেড করে নিবেন।

সংশ্লিষ্ট কেন্দ্র কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত বহিঃপরীক্ষকের সাথে যােগাযােগ করে নিয়মানুযায়ী পরীক্ষার তারিখ নির্ধারণ, পরীক্ষা গ্রহণ ও অন-লাইনে নম্বর প্রেরণের ব্যবস্থা গ্রহণ করবেন। পরীক্ষা গ্রহণ, ডাটা-এন্ট্রি ও নম্বর প্রেরণ সংক্রান্ত নিয়মাবলী ওয়েবসাইটে পাওয়া যাবে। The time of oral / practical / field work examination of National University’s 2018 Masters final examination has been extended. This has been updated in a notification on the website of the National University.

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply